লকডাউনের মেয়াদ বাড়ল
কঠোর লকডাউনের মেয়াদ বাড়ল আরও ৭ দিন
দেশের বর্তমান করোনা পরিস্থিতির অবনতি অব্যাহত থাকায় চলমান লকডাউনের মেয়াদ আরও সাত দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে বর্তমান লকডাউনের মেয়াদ আগামী ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত বর্ধিত করার বিষয়টি জানানো হয়।
আরও পড়ুন: করোনায় মৃত্যু ১৫ হাজার ছাড়াল, একদিনে সর্বোচ্চ ১৫৩
দেশে করোনাভাইরাস জনিত কোভিড-১৯ এর সংক্রমণ হঠাৎ বৃদ্ধি পাওয়ায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও বেড়ে গেছে।
এর আগে দেশে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ এবং মানুষের জীবন বাঁচানোর লক্ষ্যে আগামী গত বৃহস্পতিবার (১ জুলাই) থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করে সরকার।
আরও পড়ুন: কঠোর লকডাউনে ২১ দফা নির্দেশনা, থাকছে সেনাবাহিনী
সাত দিনের প্রাথমিক কঠোর লকডাউন পরিপূর্ণভাবে নিশ্চিত করতে, গত ৩০ জুন ২১ দফা নির্দেশনাসহ প্রজ্ঞাপন জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ।
৩ বছর আগে