বালুবাহী ট্রাক
ফেনীতে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ২
ফেনীর ছাগলনাইয়ায় বালুবাহী ট্রাকে চট্টগ্রামগামী মেইল ট্রেনের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।
শুক্রবার (৫ এপ্রিল) সাড়ে ৮টার দিকে মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রাকটি রেললাইন পার হওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
নিহত মো. মিজান বরিশালের উজিরপুর কাউয়ারাহা গ্রামের আবুল হাওলাদারের ছেলে এবং অপরজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী চট্টগ্রাম মেইল ট্রেনটি সকালে মুহুরীগজ্ঞে এলাকায় পৌঁছলে লাইনে উঠা একটি ট্রাককে ধাক্কা দিলে এ সময় ঘটনাস্থলে ২ জন নিহত হন।
ঘটনার পর থেকে গেটম্যান মো. সাইফুল পলাতক রয়েছেন।
স্থানীয়রা অভিযোগ করেন, ফেনী সদর উপজেলার পূর্ব ফাজিলপুর মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় ই/৩২(১)নং রেলগেইটে সকালে গেইটম্যান দায়িত্বরত অবস্থায় ছিলেন না। আর এই কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ সুপার মো. জাকির হাসান বলেন, বালুবাহী ট্রাক রেলক্রসিং করার সময় ট্রাকের পেছনের অংশে ট্রেনের ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী কিশোরের মৃত্যু
ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু
৬ মাস আগে
বরিশালে বালুবাহী ট্রাকের চাপায় দুই শ্রমিকের মৃত্যু
বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়ায় পুকুর ভরাট করার সময় বালুবাহী ট্রাকের চাকার নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে পশ্চিম কাউনিয়ার হাজেরা খাতুন স্কুল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইউনুস ও হাবিব। তারা ওই এলাকার কন্ট্রাক্টর বাড়িতে মামুন চৌধুরীর বাসায় ভাড়াটিয়া এবং দিনমজুরের কাজ করতেন।
আরও পড়ুন: সিলেটে ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, যুবক আটক
স্থানীয়রা জানান, রাতের আঁধারে কন্ট্রাক্টর বাড়ির একটি পুকুর ভড়াট করার কাজ করছিলেন শ্রমিকরা। ঘটনার সময় বেশ কয়েকটি ট্রাক ঘটনাস্থলে পুকুর ভরাটের জন্য বালু নিয়ে আসে এবং একটি একটি করে ট্রাক থেকে বালু পুকুরে ফেলা হচ্ছিল। আর সেই বালু সরানোর কাজ করছিলেন ইউনুস, হাবিবসহ অন্যান্য শ্রমিকরা।
ঘটনার সময় একটি ট্রাকের পেছনের চাকার পাশ থেকে বালু সরানোর কাজ করছিলেন ইউনুস ও হাবিব। আর ওই সময় ট্রাকটি পেছনের দিকে গেলে এর চাকার নিচে চাপা পড়েন ইউনুস ও হাবিব। এতেই ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
এ বিষয়ে কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, ২ জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি জানিয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ঘটনার পর সবাই পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: নাটোরে খাদ্যে বিষক্রিয়ায় দুই বোনের মৃত্যুর অভিযোগ
নাটোরে ঘরে আগুন লেগে নারীর মৃত্যু, শিশুসহ আহত ৩
১ বছর আগে
লক্ষ্মীপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালকের মৃত্যু
লক্ষ্মীপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে সদর উপজেলার মান্দারী বাজারের পশ্চিম পাশে কাশিবাড়ির এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালক মোহাম্মদ ইয়াছিন (৫০) লক্ষ্মীপুর সদরের হাজির পাড়া ইউনিয়নের চরচামিতা কাজি বাড়ি মুজিবুল হকের ছেলে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় হাজিরপাড়া বাজার থেকে সিএনজি নিয়ে ইয়াসিন মান্দারী বাজারে আসছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে লক্ষ্মীপুর থেকে যাওয়া একটি বালুবাহী ট্রাক সামনের দিক থেকে সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ইয়াসিন সড়কে ছিটকে পড়েন।
স্থানীয়রা ইয়াসিনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম মৃত্যর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করা সম্ভব হয়নি।আটকের চেষ্টা চলছে।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
১ বছর আগে
সিরাজগঞ্জে ট্রাকচাপায় দুই ভাই নিহত
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চালা সাত রাস্তার মোড় এলাকায় বালুভর্তি ট্রাক চাপায় দুই ভাই নিহত হয়েছে।
সোমবার (৫ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো বেলকুচি পৌর এলাকার চালা বানিয়া পাড়া মহল্লার আব্দুস সামাদের দুই ছেলে রাব্বি (১৩) ও সাব্বির (১০)।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বাড়ির অদূরে চালা সাত রাস্তার মোড় এলাকায় রাস্তার পাশে দুই ভাই দাঁড়িয়ে থাকাবস্থায় দুপুর ১২টার দিকে বালুভর্তি একটি ট্রাক তাদের চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুই ভাই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার আহতাবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে বলে ওসি জানিয়েছেন।
আরও পড়ুন: সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ৩ যুবক নিহত
৩ বছর আগে