গাছ থেকে পড়ে
কালীগঞ্জে জলপাই গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
লালমনিরহাটের কালীগঞ্জে জলপাই গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদিঘী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ফুটবল খেলা চলাকালীন দর্শকদের চাপে ছাদ ধসে যুবকের মৃত্যু
সিরাজুল ইসলাম (৪৫) ওই এলাকার মোনছার আলীর ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, সকালে জলপাই পাড়ার জন্য গাছে উঠেন সিরাজুল ইসলাম। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চলবলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: হাটহাজারীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু
১ বছর আগে
ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় ২ শিশুর মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার বিকালে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলো, উপজেলার বাঁচোর ইউনিয়নের আমজুয়ান গ্রামের মাজাহারুল ইসলামের মেয়ে জিসা আক্তার (১০), সে আমজুয়ান প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। একই উপজেলার উত্তর সন্ধ্যারই গ্রামের সুমন আলীর দুই বছরের ছেলে সাব্বির হোসেন।
আরও পড়ুন: ফুটবল খেলতে গিয়ে সিরাজগঞ্জে শিশুর মৃত্যু
ইউপি সদস্য ফারুক হোসেন জানান, সোমবার বিকালে আমজুয়ান গ্রামে মাজাহারুল ইসলামের মেয়ে জিসা আক্তার বাড়ির পাশে একটি ছোট কাঁঠাল গাছে উঠে কিন্তু হঠাৎ পা পিছলে পড়ে যায়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
এদিকে, রাণীশংকৈলে সোমবার বিকালে ডোবার পানিতে পড়ে সাব্বির হোসেন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, ঘটনার দিন বিকাল সাড়ে ৫টার দিকে সাব্বীর সবার অগোচরে বাড়ি থেকে বেরিয়ে প্রায় ৫০ গজ দূরের ডোবার কাছে যায় এবং এক পর্যায়ে পানিতে পড়ে যায়। এ সময় শিশুটির চাচী দেখতে পেয়ে চিৎকার দিলে লোকজন এসে শিশুটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। তাৎক্ষণিক তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আরও পড়ুন: পাবনায় খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
আবাসিক মেডিকেল অফিসার ডা. ফিরোজ আলম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।
৩ বছর আগে