পুনর্বিন্যাস
২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে সরকারি ব্যয় কমেছে ৪৭ হাজার ৩৬৭ কোটি টাকা
২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে সরকারি ব্যয় ৪৭ হাজার ৩৬৭ কোটি টাকা কমেছে।
বাজেট বক্তৃতায় বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে সরকারি ব্যয়ের অঙ্ক পুনর্বিন্যাস করে ৭ লাখ ১৪ হাজার ৪১৮ কোটি টাকায় নামিয়ে আনেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। যা ধরা হয়েছিল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।
আরও পড়ুন: বাজেট ২০২৪-২৫: ১৫ শতাংশ কর দিয়ে বৈধ করা যাবে অপ্রদর্শিত স্থাবর সম্পদ
তবে এপ্রিল পর্যন্ত সার্বিক সরকারি ব্যয় বিবেচনায় তা ৪৭ হাজার ৩৬৭ কোটি টাকা কমানোর প্রস্তাব করা হয়, যা ২০২৪-২৫ অর্থবছরের বাজেট নথিতে উল্লেখ করা হয়েছে।
এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মূল বরাদ্দ ১৮ হাজার কোটি টাকা কমিয়ে ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে।
২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ঘাটতি ধরা হয়েছিল ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। সংশোধিত বাজেটে ঘাটতি প্রস্তাব করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার কোটি টাকা, যা জিডিপির ৪ দশমিক ৭ শতাংশ। উল্লেখ্য, মূল বাজেটে ঘাটতি ধরা হয়েছিল জিডিপির ৫ দশমিক ২ শতাংশ।
সংশোধিত বাজেটে মোট ঘাটতির মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৫৬ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে ৭৯ হাজার ৭৯৩ কোটি টাকা অর্থায়নের প্রস্তাব করা হয়েছে।
আরও পড়ুন: বাজেট ২০২৪-২৫: প্রাথমিক ও গণশিক্ষা খাতে বরাদ্দ বাড়ছে
বাজেট ২০২৪-২৫: ব্যয়বহুল হতে যাচ্ছে টেলিকম পরিষেবা
৫ মাস আগে
আগামী বছর থেকে পুনর্বিন্যাস করা সিলেবাসে এইচএসসি পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, আগামী বছর থেকে পূর্ণ সিলেবাসে না হলেও সিলেবাস পুনর্বিন্যাস করে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।
তিনি বলেন, আগস্টে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তবে আগামী বছরের পরীক্ষার্থীরা এ বছর পূর্ণাঙ্গ সিলেবাসে ক্লাস পাচ্ছে না। তাই যারা পুরোপুরি ক্লাস পাচ্ছে না তাদের জন্য পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ না হলেও কিছুটা সংক্ষিপ্তভাবে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: আগামীতে শিক্ষাই হবে আমাদের মেগা প্রজেক্ট : শিক্ষামন্ত্রী
শুক্রবার (৭ জুলাই) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, পৌর মেয়র জিল্লুর রহমান, পৌর প্যানেল মেয়র ফরিদা ইলিাছ, ১৩ নং ওয়ারডের কাউন্সিলর মো. আলমগীর গাজী, যুব মহিলা লীগের সাধারন সম্পাদিকা রুমা পাটোয়ারি প্রমুখ।
পরে তিনি যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর গাজীর মায়ের জন্য দোয়া অনুষ্ঠানে অংশ নেন।
আরও পড়ুন: বিএনপির আন্দোলন হাঁকডাকের মধ্যেই সীমাবদ্ধ: শিক্ষামন্ত্রী
শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার মূল কারিগর: শিক্ষামন্ত্রী
১ বছর আগে
দেশে আরও ৩ উপজেলা হচ্ছে
দেশে আরও তিনটি নতুন উপজেলা করার অনুমোদন দিয়েছে সরকার। সেগুলো হলো কক্সবাজারের 'ঈদগাঁও', সুনামগঞ্জের 'মধ্যনগর' এবং মাদারীপুরের 'ডাসার' । নতুন তিনটিসহ মোট উপজেলা হলো ৪৯৫টি।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুনঃ অটোমোবাইল শিল্প উন্নয়নে মন্ত্রিসভায় নীতিমালা অনুমোদন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, নতুন তিন উপজেলার কাঠামো সর্বশেষ যে ৪৯২তম উপজেলা হয়েছে, সে আদলে হবে।
এছাড়াও, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে শান্তিগঞ্জ রাখা হয়েছে বলে তিনি জানান।
আরও পড়ুনঃ ফাইন্যান্স কোম্পানি আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
বৈঠকে সিলেট সিটি করপোরেশন এলাকাটি বাড়ানো হয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং আরও কয়েকটি বড় স্থাপনা নগরীর আওতাধীন করা হয় বলে জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।
এছাড়া দোহার পৌরসভা এবং মাদারীপুরের শিবচর পৌরসভার সীমানা পুনঃনির্ধারণ করা হয় বলেও মন্ত্রিপরিষদ সচিব জানান।
তিনটি নতুন উপজেলা গঠনের পেছনের যুক্তি তিনি বলেন, কক্সবাজারের ঈদগাঁও থানা সদর থেকে ৪০ কিলোমিটার দূরে। এলাকার লোকজনেরও খুবই অসুবিধা হয়। এজন্য সরকার অনুমোদন দিয়েছে।
আরও পড়ুনঃ তিস্তা সেচ এলাকায় দেড় হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন
সুনামগঞ্জ উপজেলার ধর্মপাশা থেকে মধ্যনগর ২৫-২৬ কিলোমিটার দূরে, হাওরের মধ্যে অবস্থিত। এছাড়া মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানাকে উপজেলায় উন্নীত করা হয়েছে। এটাও রিমোট হাওড় এলাকা এবং এখনও দুর্গম।
মন্ত্রিসভায় বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার এন্ড বার কাউন্সিল (সংশোধন) অর্ডন্যান্স, ২০২১ এর খসড়ার চুড়ান্ত অনুমোদন প্রদান করা হয়। এর মেয়াদ হবে সর্বোচ্চ এক বছর এবং এটি ১৫ সদস্য বিশিষ্ট হবে।
বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮’ সংশোধন করে এ বিধান বাতিলের প্রস্তাব আনা হলেও মন্ত্রিসভা তা অনুমোদন দেয়নি।
৩ বছর আগে
একদিনে সর্বোচ্চ ১১ ৫২৫ জন শনাক্ত , মৃত্যু ১৬৩
আজও দেশে করোনা শনাক্তে রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই মহামারিতে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১৬৩ জন। আর শনাক্ত হয়েছে আরও ১১ হাজার ৫২৫ জনের।
এদিকে কার্যকরভাবে করোনা মোকাবিলায় এবং জনগণের যথার্থ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ২৫০ চিকিৎসককে নিয়োগ ও পদোন্নতি দিয়েছে সরকার।
আরও পড়ুনঃ বগুড়ায় করোনা ও উপসর্গে ১৯ মৃত্যু, শনাক্ত ২৩৮
স্বাস্থ্য সেবা অধিদপ্তর এই ব্যাপারে ৪ ও ৫ জুলাই দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সকল চিকিৎসককে করোনা ইউনিটে কাজ করতে হবে এবং মঙ্গলবারের মধ্যে কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
আরও পড়ুনঃ করোনা: বাগেরহাটে ২৪ ঘণ্টায় শনাক্ত ১২৭
ইউএনবিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশের হাসপাতালগুলো সীমিত সংখ্যক জনবল নিয়ে করোনা মোকাবিলায় কাজ করছে। এই সমস্যা মোকাবিলায় বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসকদের বিভিন্ন হাসপাতালে যোগ দিতে বলা হয়েছে এবং পরিস্থিতির উন্নতি হলে তারা পুনরায় আগের কর্মস্থলে ফিরে যেতে পারবেন।
৩ বছর আগে