আজও দেশে করোনা শনাক্তে রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই মহামারিতে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১৬৩ জন। আর শনাক্ত হয়েছে আরও ১১ হাজার ৫২৫ জনের।
এদিকে কার্যকরভাবে করোনা মোকাবিলায় এবং জনগণের যথার্থ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ২৫০ চিকিৎসককে নিয়োগ ও পদোন্নতি দিয়েছে সরকার।
আরও পড়ুনঃ বগুড়ায় করোনা ও উপসর্গে ১৯ মৃত্যু, শনাক্ত ২৩৮
স্বাস্থ্য সেবা অধিদপ্তর এই ব্যাপারে ৪ ও ৫ জুলাই দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সকল চিকিৎসককে করোনা ইউনিটে কাজ করতে হবে এবং মঙ্গলবারের মধ্যে কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
আরও পড়ুনঃ করোনা: বাগেরহাটে ২৪ ঘণ্টায় শনাক্ত ১২৭
ইউএনবিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশের হাসপাতালগুলো সীমিত সংখ্যক জনবল নিয়ে করোনা মোকাবিলায় কাজ করছে। এই সমস্যা মোকাবিলায় বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসকদের বিভিন্ন হাসপাতালে যোগ দিতে বলা হয়েছে এবং পরিস্থিতির উন্নতি হলে তারা পুনরায় আগের কর্মস্থলে ফিরে যেতে পারবেন।