স্পাইক লি
স্বর্ণ পাম জিতে নিলো জুলিয়ার ‘টিটান’
ফ্রান্সের নারী নির্মাতা জুলিয়া ডুকর্নোর ‘টিটান’ ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের সেরা পুরস্কার স্বর্ণ পাম বা পাম ডি’অর জিতে নিয়েছে। এটি যৌনতা ও সহিংসতায় পূর্ণ ‘অদ্ভুতুড়ে’ এক ছায়াছবি।
শনিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতে জুরি প্রধান স্পাইক লি মুখ ফসকে বলে ফেলেন কে পেতে যাচ্ছেন এবারের পাম ডি’অর। কারণ নিয়ম অনুযায়ী সেরা ছবির পুরস্কার ঘোষণা করা হয় সবার শেষে।
পড়ুন: কানে ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেল বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’
তবে আনুষ্ঠানিকভাবে যখন ঘোষণা আসে তখন জুলিয়া ডুকর্নো আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘আজকের সন্ধ্যাটা নিখুঁত কারণ এটাতে খুঁত ছিল।’
জুলিয়া ২০১১ সালে জুনিয়র স্বল্পদৈর্ঘ্য সিনেমা দিয়ে প্রথম কানে পুরস্কার জয় করেন। পরে প্রথম সিনেমা ‘গ্রেভ’ দিয়ে ২০১৬ সালে ফিপরেস্কি জয় করেন।
কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জয়ী দ্বিতীয় নারী নির্মাতা হিসেবে ইতিহাসে জায়গা করে নিলেন জুলিয়া। এর আগে ১৯৯৩ সালে প্রথম নারী নির্মাতা হিসেবে স্বর্ণ পাম জিতে নেন নিউজজিল্যান্ডের নির্মাতা জেন ক্যাম্পিয়ন।
পড়ুন: স্পাইক লি: কান উৎসবের এক অন্যন্য যাত্রার শুরু
সাদমুআ: বাংলাদেশের প্রথম পুরুষ বিউটি ব্লগার
৩ বছর আগে
স্পাইক লি: কান উৎসবের এক অন্যন্য যাত্রার শুরু
প্রায় দু’বছর পর পর্দা উঠল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৪ তম আসরের। এবারের উৎসবের পর্দা উঠেছে লিওস ক্যারাক্সের ‘অ্যানেট’ সিনেমার প্রিমিয়ারের-শো এর মাধ্যমে।
আরও পড়ুনঃ চলে গেলেন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার
মঙ্গলবার লাল গালিচায় যাত্রার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিচারকেরা।
এবারের আয়োজনে মোট ২৪ জন বিচারকের নেতৃত্ব দেওয়ায় জন্য মার্কিন পরিচালক স্পাইক লি একদিন আগেই উৎসবস্থলে পৌঁছান।
আরও পড়ুনঃ রেহানা মরিয়ম নূর: কানের সম্মানজনক তালিকায় বাংলাদেশি চলচ্চিত্র
স্পাইক লি প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে কানের আসরে বিচারকদের নেতৃত্ব দিচ্ছেন। কান কর্তৃপক্ষ এবার বিশ্বের বর্ণ-বৈষম্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যোগ্যতার প্রাধান্য এবং মূল্যায়ন করার নজির তৈরি করলো।
'ডু দ্যা রাইট থিংকস' সিনেমার চরিত্রের উদ্ধৃতি দিয়ে গুণী এই পরিচালক বলেন, কৃষ্ণাঙ্গ জনগণ পশুর মতো আচরণের শিকার হওয়া বন্ধ করবে।
আরও পড়ুনঃ বলিউড জুটি আমির কিরণের বিচ্ছেদ
উল্লেখ্য, প্রথমবারের মতো এই আসরের মূল আয়োজনে অংশ নিচ্ছে বাংলাদেশের আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি। কানের অফিসিয়াল বিভাগ ‘আঁ সার্তেইন রিগার্দ’-এ জায়গা করে নিয়েছে এই সিনেমাটি।
৩ বছর আগে