প্রায় দু’বছর পর পর্দা উঠল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৪ তম আসরের। এবারের উৎসবের পর্দা উঠেছে লিওস ক্যারাক্সের ‘অ্যানেট’ সিনেমার প্রিমিয়ারের-শো এর মাধ্যমে।
আরও পড়ুনঃ চলে গেলেন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার
মঙ্গলবার লাল গালিচায় যাত্রার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিচারকেরা।
এবারের আয়োজনে মোট ২৪ জন বিচারকের নেতৃত্ব দেওয়ায় জন্য মার্কিন পরিচালক স্পাইক লি একদিন আগেই উৎসবস্থলে পৌঁছান।
আরও পড়ুনঃ রেহানা মরিয়ম নূর: কানের সম্মানজনক তালিকায় বাংলাদেশি চলচ্চিত্র
স্পাইক লি প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে কানের আসরে বিচারকদের নেতৃত্ব দিচ্ছেন। কান কর্তৃপক্ষ এবার বিশ্বের বর্ণ-বৈষম্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যোগ্যতার প্রাধান্য এবং মূল্যায়ন করার নজির তৈরি করলো।
'ডু দ্যা রাইট থিংকস' সিনেমার চরিত্রের উদ্ধৃতি দিয়ে গুণী এই পরিচালক বলেন, কৃষ্ণাঙ্গ জনগণ পশুর মতো আচরণের শিকার হওয়া বন্ধ করবে।
আরও পড়ুনঃ বলিউড জুটি আমির কিরণের বিচ্ছেদ
উল্লেখ্য, প্রথমবারের মতো এই আসরের মূল আয়োজনে অংশ নিচ্ছে বাংলাদেশের আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি। কানের অফিসিয়াল বিভাগ ‘আঁ সার্তেইন রিগার্দ’-এ জায়গা করে নিয়েছে এই সিনেমাটি।