ব্যাটিং বিপর্যয়
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সোমবার দ্বিতীয় টেস্টে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।শ্রীলঙ্কার বোলিং তোপে প্রথম সাত ওভারেই পাঁচ উইকেট হারায় স্বাগতিক বাংলাদেশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে ৩২ রান করেছে মুমিনুল বাহিনী। ক্রিজে আছেন মুশফিকুর রহিম ও লিটন দাস।
লঙ্কানদের কাসুন রাজিথা তিনটি এবং আসিথা ফার্নান্দো দুটি উইকেট নিয়েছেন।
চট্টগ্রামে প্রথম ম্যাচে অর্ধশত করা ডানহাতি ওপেনার মাহমুদুল হাসান জয় প্রথম ওভারেই কাসুন রাজিথার বলে শূন্য রানে আউট হন। পরের ওভারে তামিম ইকবালও আসিথা ফার্নান্দোর শিকার হয়ে শূন্য রানে ফিরেন। এরপর সাকিব আল হাসানও প্রথম বলেই ফিরে যান।
অধিনায়ক মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত যথাক্রমে ৯ ও ৮ রান করেন।
এর আগে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল। শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৯৯ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছিলেন। এছাড়া বাংলাদেশের তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম সেই টেস্টে সেঞ্চুরি করেছেন।
পড়ুন: ঢাকা টেস্ট: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
২ বছর আগে
হারারে টেস্ট: শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে বুধবার হারারেতে একমাত্র টেস্টে টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৭০ রানে তিন উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। অধিনায়ক মুমিনুল হক এবং অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ক্রিজে আছেন। এর আগে স্কোরবোর্ডে ৮ রান উঠতেই সাইফ হাসান ও নাজমুল হোসেন ফিরে গেছেন। দলীয় ৬৮ রানে ফিরেন সাদমান ইসলাম।
আরও পড়ুন: জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা, নতুন মুখ শামীম
পায়ের ইনজুরির কারণে টেস্ট একাদশের বাইরে আছেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল।
২০২০ সালে রাওয়ালপিন্ডি টেস্টের পর টি-টুয়েন্টি কাপ্তান মাহমুদউল্লাহ রিয়াদ এই টেস্টের একাদশে ফিরেছেন।
শ্রীলঙ্কা সিরিজে টেস্ট দলের বাইরে থাকা সাকিব আল হাসানও দলে ফিরেছেন।
এদিকে নিয়মিত টেস্ট অধিনায়ক শন উইলিয়ামসনকে না পাওয়ায় অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর জিম্বাবুয়ের নেতৃত্ব দিচ্ছেন।
একমাত্র টেস্ট শেষ হবার পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৬ জুলাই। পরের দুটি ম্যাচ ১৮ ও ২০ জুলাই।
আরও পড়ুন: কোপা: কলম্বিয়াকে বিদায় জানিয়ে ফাইনালে আর্জেন্টিনা
সফরে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ ২৩, ২৫ ও ২৭ জুলাই। সিরিজের সব ম্যাচই হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে।
এর আগে ২০১৩ সালে বাংলাদেশ সর্বশেষ জিম্বাবুয়ে সফর করেছিল।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস (উইকেটরক্ষক), মেহিদী হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।
আরও পড়ুন: পেরুকে হারিয়ে কোপার ফাইনালে ব্রাজিল
জিম্বাবুয়ে একাদশ: তাকুদজওয়ানাশে কাইতানো, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেলর (অধিনায়ক),ডিওন মেয়ার্স, টিমিসেন মারুমা, রয় কাইয়া, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ডোনাল্ড টিরিপানো, ভিক্টর নিয়াউচি, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।
৩ বছর আগে