শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সোমবার দ্বিতীয় টেস্টে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।শ্রীলঙ্কার বোলিং তোপে প্রথম সাত ওভারেই পাঁচ উইকেট হারায় স্বাগতিক বাংলাদেশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে ৩২ রান করেছে মুমিনুল বাহিনী। ক্রিজে আছেন মুশফিকুর রহিম ও লিটন দাস।
লঙ্কানদের কাসুন রাজিথা তিনটি এবং আসিথা ফার্নান্দো দুটি উইকেট নিয়েছেন।
চট্টগ্রামে প্রথম ম্যাচে অর্ধশত করা ডানহাতি ওপেনার মাহমুদুল হাসান জয় প্রথম ওভারেই কাসুন রাজিথার বলে শূন্য রানে আউট হন। পরের ওভারে তামিম ইকবালও আসিথা ফার্নান্দোর শিকার হয়ে শূন্য রানে ফিরেন। এরপর সাকিব আল হাসানও প্রথম বলেই ফিরে যান।
অধিনায়ক মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত যথাক্রমে ৯ ও ৮ রান করেন।
এর আগে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল। শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৯৯ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছিলেন। এছাড়া বাংলাদেশের তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম সেই টেস্টে সেঞ্চুরি করেছেন।
পড়ুন: ঢাকা টেস্ট: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন