ফান্স
কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২: আর্জেন্টিনা ও ফান্সের শিরোপার লড়াই
বিশ্বকাপের ফাইনালে আর কাতারের লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ফ্রান্স। গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালের টিকিট কেটেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স ও বর্তমান কোপা আমেরিকান চ্যাম্পিয়ন্স আর্জেন্টিনা।
আর্জেন্টিনা দলের নেতৃত্ব দিচ্ছেন লিওনেল মেসি। এছাড়াও থাকবেন অ্যাঞ্জেল ডি মারিয়া, যিনি গ্রুপ পর্বের ফাইনাল রাউন্ডে পোল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে পায়ে চোট পাওয়ার পর প্রথমবার খেলতে নেমেছেন আজ।
অন্যদিকে, কিলিয়ান এমবাপ্পে অলিভিয়ের জিরুদের সঙ্গে ফ্রান্সের হয়ে মাঠে নেমেছেন।
আরও পড়ুন: রোমাঞ্চকর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামছে কাতার বিশ্বকাপের
বিশ্বকাপ ফাইনালের জন্য লাইনআপ:
আর্জেন্টিনা: এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক); নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো; অ্যাঞ্জেল ডি মারিয়া, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; জুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি।
ফ্রান্স: হুগো লরিস (গোলরক্ষক); হুলেস কুন্দে, হুগো লরিস, রাফায়েল ভারানে, দায়ত উপামেচানো, থিও হার্নান্দেজ, আরুলিন চুয়ামেনি, অ্যান্তোনিও গ্রিজম্যান, আদ্রিয়েন রাবিও, উসমান ডেম্বেলে, অলিভার জিরুদ, কিলিয়ান এমবাপে।
প্যারিসের মেট্রো অপারেটর অস্থায়ীভাবে তার একটি স্টেশনের নাম পরিবর্তন করে স্টপ ‘আর্জেন্টিনা’ পরিবর্তন করে ‘আর্জেন্টিনা-ফ্রান্স, লেটস গো লেস ব্লেউস!’ করেছে আজকের ম্যাচ উপলক্ষে।
এদিকে অতীত ও বর্তমান খেলোয়াড়রা প্রিয় দলের জন্য নিজেদের সমর্থন বার্তা পাঠিয়েছেন।
বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি পরিচালনা করছেন পোল্যান্ডের রেফারি সিজাইমন মার্সিনিয়াক (৪১)।
আরও পড়ুন: আর্জেন্টিনা বনাম ফ্রান্স ফিফা বিশ্বকাপ ফাইনাল ২০২২: শীর্ষ তারকা খেলোয়াড় কারা
আর্জেন্টিনা বনাম ফ্রান্স লাইভ স্ট্রীমিং: কোথায় দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২ ফাইনাল, সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
২ বছর আগে
কানে ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেল বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’
এখন সারা বিশ্বের বিনোদন জগতের নজর রয়েছে পৃথিবীর অন্যতম প্রচীন ও গৌরবময় চলচ্চিত্র উৎসব কানের দিকে। আজ বাংলাদেশের মানুষের এই উৎসবের দিকে নজর একটু বেশিই ছিল। কানের ৭৪ তম আসরে সম্মানজনক জায়গা পাওয়া বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ বিশ্ব দরবারে বাংলাদেশকে আবার পরিচিত করলো। তরুণ নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় ‘রেহানা মরিয়ম নূর’ কানে প্রশংসতি হয়েছে। বুধবার প্রদর্শিত হওয়ার পর চলচ্চিত্রটি ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেয়েছে।
কান পালে দো ফেস্টিভ্যাল ভবনের সাল দুবুসি থিয়েটারে বুধবার বাংলাদেশ সময় দুপুর ৩টা ১৫ মিনিটে চলচ্চিত্রটির প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনের পর ‘স্ট্যান্ডিং ওভেশন’ অর্থাৎ দর্শক দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন এবং হাততালি দেন।
আরও পড়ুন: স্পাইক লি: কান উৎসবের এক অন্যন্য যাত্রার শুরু
এ সময় চলচ্চিত্রটির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ, অভিনেত্রী আজমেরি হক বাঁধন, সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া, সিনেমাটোগ্রাফার তুহিন তামিজুল, প্রযোজনা ডিজাইনার আলী আফজাল উজ্জ্বল, শব্দ প্রকৌশলী শায়েব তালুকদার, কালারিস্ট চিন্ময় রায় এবং নির্বাহী প্রযোজক এহসানুল বাবু উপস্থিত ছিলেন।
এটি দ্বিতীয় বাংলাদেশি চলচ্চিত্র যা বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং বিখ্যাত চলচ্চিত্র প্রদর্শনীর প্রতিযোগিতামূলক বিভাগে প্রদর্শিত হয়েছে। ‘রেহানা মরিয়ম নূর’ সারা বিশ্বে চলচ্চিত্রপ্রেমী এবং সমালোচকদের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চলচ্চিত্রটির প্রদর্শনী দেখার জন্য উৎসব অনুষ্ঠানের বাইরে বিপুল সংখ্যক দর্শককে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
আরও পড়ুন: রেহানা মরিয়ম নূর: কানের সম্মানজনক তালিকায় বাংলাদেশি চলচ্চিত্র
উৎসবে চলচ্চিত্রটি আরও দুই বার প্রদর্শিত হবে। আগামীকাল বৃহস্পতিবার, ৮ জুলাই বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২ টা এবং দুপুর ২ টায় প্রদর্শিত হবে।
প্রায় দু’বছর পর মঙ্গলবার পর্দা উঠল বিশ্বের অন্যতম এই মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের ৭৪ তম আসরের। এবারের উৎসবের পর্দা উঠেছে লিওস ক্যারাক্সের ‘অ্যানেট’ সিনেমার প্রিমিয়ারের-শো এর মাধ্যমে।
আরও পড়ুন: বলিউড জুটি আমির-কিরণের বিচ্ছেদ
প্রথমবারের মতো এই আসরের মূল আয়োজনে অংশ নিয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। এটি কানের অফিসিয়াল বিভাগ ‘আঁ সার্তেইন রিগার্দ’-এ জায়গা করে নিয়েছে।
৩ বছর আগে