এখন সারা বিশ্বের বিনোদন জগতের নজর রয়েছে পৃথিবীর অন্যতম প্রচীন ও গৌরবময় চলচ্চিত্র উৎসব কানের দিকে। আজ বাংলাদেশের মানুষের এই উৎসবের দিকে নজর একটু বেশিই ছিল। কানের ৭৪ তম আসরে সম্মানজনক জায়গা পাওয়া বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ বিশ্ব দরবারে বাংলাদেশকে আবার পরিচিত করলো। তরুণ নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় ‘রেহানা মরিয়ম নূর’ কানে প্রশংসতি হয়েছে। বুধবার প্রদর্শিত হওয়ার পর চলচ্চিত্রটি ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেয়েছে।
কান পালে দো ফেস্টিভ্যাল ভবনের সাল দুবুসি থিয়েটারে বুধবার বাংলাদেশ সময় দুপুর ৩টা ১৫ মিনিটে চলচ্চিত্রটির প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনের পর ‘স্ট্যান্ডিং ওভেশন’ অর্থাৎ দর্শক দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন এবং হাততালি দেন।
আরও পড়ুন: স্পাইক লি: কান উৎসবের এক অন্যন্য যাত্রার শুরু
এ সময় চলচ্চিত্রটির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ, অভিনেত্রী আজমেরি হক বাঁধন, সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া, সিনেমাটোগ্রাফার তুহিন তামিজুল, প্রযোজনা ডিজাইনার আলী আফজাল উজ্জ্বল, শব্দ প্রকৌশলী শায়েব তালুকদার, কালারিস্ট চিন্ময় রায় এবং নির্বাহী প্রযোজক এহসানুল বাবু উপস্থিত ছিলেন।
এটি দ্বিতীয় বাংলাদেশি চলচ্চিত্র যা বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং বিখ্যাত চলচ্চিত্র প্রদর্শনীর প্রতিযোগিতামূলক বিভাগে প্রদর্শিত হয়েছে। ‘রেহানা মরিয়ম নূর’ সারা বিশ্বে চলচ্চিত্রপ্রেমী এবং সমালোচকদের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চলচ্চিত্রটির প্রদর্শনী দেখার জন্য উৎসব অনুষ্ঠানের বাইরে বিপুল সংখ্যক দর্শককে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
আরও পড়ুন: রেহানা মরিয়ম নূর: কানের সম্মানজনক তালিকায় বাংলাদেশি চলচ্চিত্র
উৎসবে চলচ্চিত্রটি আরও দুই বার প্রদর্শিত হবে। আগামীকাল বৃহস্পতিবার, ৮ জুলাই বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২ টা এবং দুপুর ২ টায় প্রদর্শিত হবে।
প্রায় দু’বছর পর মঙ্গলবার পর্দা উঠল বিশ্বের অন্যতম এই মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের ৭৪ তম আসরের। এবারের উৎসবের পর্দা উঠেছে লিওস ক্যারাক্সের ‘অ্যানেট’ সিনেমার প্রিমিয়ারের-শো এর মাধ্যমে।
আরও পড়ুন: বলিউড জুটি আমির-কিরণের বিচ্ছেদ
প্রথমবারের মতো এই আসরের মূল আয়োজনে অংশ নিয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। এটি কানের অফিসিয়াল বিভাগ ‘আঁ সার্তেইন রিগার্দ’-এ জায়গা করে নিয়েছে।