করোনায় মৃত্যু
সিলেটে করোনায় আরও ৬ মৃত্যু, শনাক্ত ৩৯৪
সিলেটে লকডাউনের মধ্যেও গত কয়েকদিন থেকে থামছে না করোনার ভয়বহতা। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। সেই সাথে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৯৪ জনের। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১১৮ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ছয় জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে সিলেটের চারজন, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের একজন করে রয়েছেন।
আরও পড়ুন: করোনা প্রতিরোধে ফরিদপুরে পুলিশের মসজিদভিত্তিক প্রচারণা
প্রতিবেদনে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলার ২৬২ জন, সুনামগঞ্জের ১৩, হবিগঞ্জের ৩৫, মৌলভীবাজারের ৫৪ ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন নিয়ে এই বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৯৪১ জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ০৯৭ জন। এছাড়া সুনামগঞ্জে ৩ হাজার ২৪২, হবিগঞ্জে ৩ হাজার ৮৩ ও মৌলভীবাজারে ৩ হাজার ৫১৯ জন আক্রান্ত হয়েছেন।
গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১৮ জন। এর মধ্যে সিলেট জেলার ১০৪ জন, সুনামগঞ্জের চার ও মৌলভীবাজারের ১০ জন রয়েছেন। এনিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৭৩২ জনে।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন করোনা আক্রান্ত রোগী। এর মধ্যে সিলেটের ১৬, সুনামগঞ্জের সাত, মৌলভীবাজারের ১০ জন রয়েছেন। সব বিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৩৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৬৩ জন, সুনামগঞ্জে ৩৬, হবিগঞ্জে সাত ও মৌলভীবাজারে ২৭ জন।
আরও পড়ুন:বরিশাল বিভাগে একদিনে ২৮৪ জনের করোনা শনাক্ত
গত বছরের মার্চ থেকে এ বছরের ১০ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৫১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় করোনায় ৪১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩৬, হবিগঞ্জে ২২ ও মৌলভীবাজারের ৪০ জন রয়েছেন।
৩ বছর আগে
ঠাকুরগাঁওয়ে নতুন করোনা শনাক্ত ১৪৮ জন
ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছেন এবং একজন চিকিৎসাধীন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪,২৬৫ জনে এবং মারা গেছেন ১০৫ জন।
আরও পড়ুন: কুষ্টিয়াতে একদিনে করোনায় আরও ১৭ মৃত্যু
মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫০ জনের। শনাক্তের হার ৩২ দশমিক ৮৯ শতাংশ। নতুন শনাক্ত রোগীর মধ্যে সদরেই রয়েছে ৮৫ জন। এছাড়া বালিয়াডাঙ্গীর ১৩ জন, পীরগঞ্জে ২৬, রাণীশংকৈলে ১৪ ও হরিপুরে ১০ জন রয়েছেন।
এ পর্যন্ত মোট ২৬৬৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
এদিকে জেলা ও উপজেলা প্রশাসন প্রায় প্রতিদিনই করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় করোনায় প্রাণ হারালেন আরও ১৭ জন
জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান জানান, বুধবার ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩ টি মামলায় বিভিন্ন জনকে মোট ১২ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
৩ বছর আগে