নাইজেরিয়ান নাগরিক
সিলেটে শিশুসহ তিন নাইজেরিয়ান নাগরিক আটক
সিলেটের তামাবিল স্থলবন্দরের প্রায় দেড় কিলোমিটার ভেতর থেকে বৃহস্পতিবার সকালে শিশুসহ তিন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, ৯টি মোবাইল হ্যান্ডসেট, ৩টি পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভারতীয় আধার কার্ড, নাইজেরিয়ার জাতীয় পরিচয়পত্র, ১৬০০ মার্কিন ডলার ও ২৮০ ভারতীয় রুপি জব্দ করা হয়।
আরও পড়ুন: ৯৯৯ এ কল : শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা আটক
আটকরা হলেন, ইমনানুল ননমেদি ওয়াগাওয়াম (৪২), স্ত্রী পাউল ইবুদি অকিচুকাও (২৭) ও ফেবুর অসিনাচি ওয়াগাওয়াম নামের সাড়ে তিন বছরের এক কন্যাশিশু।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব জানান, গোয়েন্দা সংস্থার একটি দল তামাবিল স্থলবন্দর এলাকা থেকে শিশুসহ তিনজনকে আটক করেছে। তাদেরকে দুপুরে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে নাইজেরিয়ান নাগরিকদের কাছ থেকে তিনটি পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভারতীয় আধার কার্ড জব্দ করা হয়েছে। বৈধ পথে না এসে অবৈধ পথে প্রবেশ করার বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিষয়টি নিয়ে পুলিশের সাথে ইমিগ্রেশন পুলিশও কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও ভারতীয় রুপিসহ আটক ২
এর আগে গত ২৮ জুন রাত সাড়ে ৯টার দিকে তামাবিল স্থলবন্দরের পেছন দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ওনিবুকুউউউ স্ট্যালি ইজিডাব্লু নামে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করে বিজিবি। তার বয়স ছিল ৩১ বছর এবং তার পাসপোর্ট নম্বর এ১০৩৪২৮৫৫
৩ বছর আগে