পুলিশ
বরিশালে জেলেদের হামলায় পুলিশসহ আহত ২০
বরিশালের হিজলায় মেঘনা নদীতে জেলেদের হামলায় পুলিশ সদস্য ও জেলা মৎস্য অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তাসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নের খালিশপুর সংলগ্ন মেঘনা নদীতে এই হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে সমাবেশ: বিএনপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলা, আহত ৩০
বিষয়টি নিশ্চিত করে হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ জানান, মা ইলিশ রক্ষায় চলমান অভিযানের অংশ হিসেবে ১৬ পুলিশদস্যসহ মোট ২০ জনের একটি অভিযানিক দল ট্রলার ও স্পীড বোট নিয়ে ভোরে খালিশপুর সংলগ্ন মেঘনা নদীতে যায়। সেখানে ইলিশ আহরণকারী জেলেদের কাছাকাছি যাওয়া মাত্র অভিযানিক দলের ওপর হামলা চালানো হয়।
তিনি বলেন, আকস্মিক জেলেদের ট্রলার থেকে বাঁশ দিয়ে আমাদের অভিযানিক দলের ওপর হামলা চালানো হয়। এসময় আরও অনেক নৌকা নিয়ে জেলেরা আমাদের দিকে ছুটে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে।
আহতদের মধ্যে কনস্টেবল মাহফুজ মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বলে জানান পারভেজ।
তিনি আরও বলেন, হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় স্পীডবোটের সহায়তায় ধাওয়া দিয়ে হামলাকারীদের মধ্যে ৯ জনকে আটক করা হয়।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিঞা জানান, চারদিক থেকে অর্ধশতাধিক নৌকা নিয়ে আমাদের অভিযানিক দলকে ঘিরে ফেলে হামলা চালানো হয়। এতে কনেস্টবল মাহফুজ গুরুত্বর আহত হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: কয়েক মাসের মধ্যে ইউক্রেনে সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া
ঢাবিতে আবরার ফাহাদের স্মরণসভায় ছাত্রলীগের হামলা, আহত ১২
২ বছর আগে
বরিশালে চাঁদা না পেয়ে গৃহবধূ হত্যার অভিযোগ
বরিশালে বাড়ি নির্মাণে চাঁদা না দেয়ায় ইটের আঘাতে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় ফিসারী রোডে এই ঘটনা ঘটে।
নিহত আফিয়া খাতুন (৪৫) সাবেক সেনা সদস্য গিয়াস উদ্দিনের স্ত্রী।
নিহতের স্বামী গিয়াস উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন যাবৎ বাড়ি নির্মাণ বাবদ স্থানীয় সন্ত্রাসী মো.মনু চাঁদা দাবি করে আসছিলো। সেই চাঁদা না পেয়ে মনু সন্ধ্যায় আমাকে মারধর করে। পরে একটি ইট দিয়ে আমার স্ত্রীর মাথায় আঘাত করলে আমার স্ত্রী অচেতন হয়ে পরে। তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ফেসবুক লাইভে স্বামীর নির্যাতনের বর্ণনার দিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা!
এদিকে কল রিসিভ না করায় অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি।
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিনি ইউনিটের সহকারি রেজিস্ট্রার শুভ ওঝা বলেন, প্রাথমিক ভাবে আমাদের ধারণা মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তার মাথায় কোনো আঘাতের চিহ্ন দেখিনি, তাছাড়া তার উচ্চ রক্তচাপ ছিলো।
বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
আরও পড়ুন: খুলনায় গৃহবধূ হত্যার দায়ে সাবেক স্বামীর মৃত্যুদণ্ড
২ বছর আগে
গোসলে নেমে কীর্তনখোলা নদীতে বৃদ্ধ নিখোঁজ
বরিশালের কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছে। শনিবার বিকাল ৩টায় বরিশাল সদর উপজেলার চরমোনাই আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ আফসার আলী খান (৭৫) আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আফসার আলী খান তার স্ত্রীর সঙ্গে কীর্তণখোলা নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে স্ত্রীকে চলে যেতে বলেন তিনি । এর এক ঘণ্টা পরও বাড়ি না ফেরায় আফসারের স্ত্রীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল গিয়ে কীর্তনখোলা নদীতে উদ্ধার কাজ শুরু করে।বরিশাল নৌ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা খোরশেদ আলম বলেন, নিখোঁজ বৃদ্ধকে উদ্ধারের চেষ্টা চলছে।বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, নদীতে একজনের নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
আরও পড়ুন: চাঁদপুরে নিখোঁজ মাইক্রোবাস চালকের লাশ খাল থেকে উদ্ধার
নাটোরে নিখোঁজ ব্যক্তির লাশ ভুট্টা খেত থেকে উদ্ধার
২ বছর আগে
পুলিশ কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ
বরিশাল নগরীতে রাস্তায় প্রকাশ্যে শিশু গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মিজানুর রহমানের স্ত্রীর বিরুদ্ধে। গৃহকর্মীকে উদ্ধার করে কোতোয়ালি মডেল থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। তবে নির্যাতনকারী কারো নাম জানাতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে নগরীর চৌমাথা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুনঃ গৃহকর্মী নির্যাতনের অভিযোগে রাজধানীতে দম্পতি আটক
নির্যাতনের শিকার শিশু গৃহকর্মীর নাম মনি (১১)। সে বাবুগঞ্জ উপজেলার মন্টু হাওলাদারের মেয়ে।
শিশু গৃহকর্মী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে রুপাতলী এলাকায় ডিবির পরিদর্শক মিজানুর রহমানের বাসায় কাজ করতেন। এ সময় তাকে প্রায়ই বকাঝকা করা হতো। এ কারণে সে আজ বাসা থেকে পালিয়ে যায়। এরপর নগরীর চৌমাথা এলাকায় তাকে ধরেন মিজানুর রহমানের স্ত্রী। এ সময় তিনি রাস্তায় প্রকাশ্যে তাকে মারধর করেন। এ সময় তার ছেলেও চর থাপ্পর দেয়।
আরও পড়ুনঃ সিলেটে জোড়া খুন: ‘গৃহকর্মীকে বিয়ের প্রস্তাব দেন শিক্ষিকা’
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম হাওলাদার জানান, মেয়েটি চৌমাথা বাজারের সামনের রাস্তা পার হইতেছিলো। এর মধ্যে এক মহিলা ও এক ছেলে শিশু মাইয়াডার হাত ধইরা টান দেয় এবং ওরে মারা শুরু করে। এই সময় মাইয়াডা চিল্লাইয়া কইতে থাহে যে মুই আমনেগো লগে যামু না, ওই বাসায় মইরা গেলেও যামু না। হেই সময় লোকজন জমা হইয়া যায় এবং শিশুটিকে মারার কারণ জানতে চায়। পাশাপাশি মারধরকারী ওই মহিলা ও ছেলেকে পুলিশে দেয়ার কথা কইলে পুলিশের মায়রে বাপরে তুইলা গালাগালি করে।‘
আরও পড়ুনঃ সৌদিতে কর্মরত নারী গৃহকর্মীদের নিরাপত্তা চায় বাংলাদেশ
মমতাজ নামে আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ‘মানুষ মানুষরে এমনে পিডাইতে পারে না। ওরা জানোয়ার। গরীব মারলে তো আর বিচার হইবে না। হেরা বড় মানুষ। ওই পোলায় জানাইছে হের বাপেও ডিবির বড় অফিসার।’
অভিযুক্ত মহিলার স্বামী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মিজানুর রহমান জানিয়েছেন, তিনদিন আগে শিশুটির মা বাবা আমাদের বাসায় রেখে যান। আমার স্ত্রী অসুস্থ। আজ সকালে সে রিপোর্ট দেখানোর জন্য বাইরে বের হয়েছে। আমি বাসায় একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই সুযোগে শিশুটি ঘরের বাইরে বের হয়ে যায়।
আরও পড়ুনঃ ৯৯৯ এ ফোন কলে দগ্ধ গৃহকর্মী উদ্ধার, আটক ১
১২ বছরের শিশু তার বাসায় কি কারণে রেখেছেন প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, শিশুটি অসহায় হওয়ায় তার মা আমার বাসায় দিয়ে গিয়েছিলেন। আমার সন্তানদের সঙ্গী হিসেবে থাকতো শিশুটি। তাকে গৃহকর্মী হিসেবে রাখা হয়নি।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নুরুল ইসলাম বলেন, শিশুটির সাথে কথা বলেছি। ৬দিন আগে সে ওই বাসায় কাজ শুরু করেছে। সেখানে বকাঝকা করায় মেয়েটি ক্ষুদ্ধ হয়ে বাসা থেকে আজ সকালে বের হয়ে যায়। পরিদর্শকের পরিবারের লোকজন খুঁজতে বের হয়, ঘটনাস্থলে এসে শিশুটিকে পেলে তারা বাসায় নিয়ে যেতে চায়। কিন্তু মেয়েটি না যেতে চাইলে টানা হেচড়া হয়, যে বিষয়টি দৃষ্টিকটু। এরপর পুলিশ খবর পেয়ে মেয়েটিকে উদ্ধার করে হেফাজতে নেয়। শিশুটি বর্তমানে ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে, তার পরিবার এসে অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেবো। তবে নাম জানতে পারেনি ঘটনার সাথে সংশ্লিষ্টদের।
আরও পড়ুনঃ সৌদি থেকে ৬ মাসের সন্তান নিয়ে দেশে ফিরলেন গৃহকর্মী
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, যেহেতু শিশুটিকে উদ্ধার করা হয়েছে, সেহেতু শিশুটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। ভিকটিমের জবানবন্দি ও বাবা মায়ের অভিযোগ সব কিছু শুনেই ঘটনার তদন্ত করে যা সামনে আসবে সেভাবেই আইনগত ব্যবস্থা নেয়া হবে। আইন সবার জন্য সমান। এই ক্ষেত্রে কাউকে ছাড় দেয়ার সুযোগ নেই।
৩ বছর আগে