বরিশালের কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছে। শনিবার বিকাল ৩টায় বরিশাল সদর উপজেলার চরমোনাই আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ আফসার আলী খান (৭৫) আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আফসার আলী খান তার স্ত্রীর সঙ্গে কীর্তণখোলা নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে স্ত্রীকে চলে যেতে বলেন তিনি । এর এক ঘণ্টা পরও বাড়ি না ফেরায় আফসারের স্ত্রীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল গিয়ে কীর্তনখোলা নদীতে উদ্ধার কাজ শুরু করে।
বরিশাল নৌ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা খোরশেদ আলম বলেন, নিখোঁজ বৃদ্ধকে উদ্ধারের চেষ্টা চলছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, নদীতে একজনের নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
আরও পড়ুন: চাঁদপুরে নিখোঁজ মাইক্রোবাস চালকের লাশ খাল থেকে উদ্ধার