বিরোধীদল
প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার পরোয়া করেন না: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'এই সরকার যাতে ক্ষমতায় থাকতে না পারে সেজন্য তারা (বিরোধীদল) তাদের বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। তবে আমাদের প্রধানমন্ত্রী কোনো নিষেধাজ্ঞা বা ভিসা নীতি নিয়ে মাথা ঘামান না।’
শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও উল্লেখ করেন যে, বিরোধীরা কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞার আশা করছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব নিষেধাজ্ঞা বা ভিসা নীতি নিয়ে চিন্তিত নন।
আরও পড়ুন: সরকারের সামনে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ: ওবায়দুল কাদের
ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নই হবে নতুন সরকারের মূল কাজ: কাদের
১১ মাস আগে
সরকারের বিরোধী নির্মূল কর্মকাণ্ড আশঙ্কাজনক: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশঙ্কা প্রকাশ করেছেন, সরকার বিরোধীদলকে নির্মূল করতে এবং একতরফা নির্বাচন আয়োজন করতে দেশে যে কোনো ভয়াবহ ঘটনা ঘটাতে পারে।
তিনি বলেন, ‘আমি আপনাদের (সাংবাদিকদের) আমার আশঙ্কার কথা বলতে চাই। এটা বলা দরকার... জাতির এটা জানা উচিত। বিরোধী দলগুলোকে পুরোপুরি নির্মূল করতে এই সরকার এখন দেশে ভয়ানক কিছু করার পরিকল্পনা করছে। তারা অতীতে যেমন করেছে, এখন আবারও সেই ধরনের নির্বাচন কীভাবে করা যায় সেই লক্ষ্য নিয়েই এগোচ্ছে।’
সোমবার (২১ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল এসব কথা বলেন।
আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও বিরোধী দলকে মাঠ থেকে সরাতে সরকার বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি।
এই বিএনপি নেতা বলেন, ইতোমধ্যে সারাদেশে বিএনপি ও এর সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
ফখরুল বলেন, ক্ষমতাসীন দলের ক্যাডাররা রবিবার (২০ আগস্ট) হবিগঞ্জে বিএনপির কার্যালয় এবং স্থানীয় নেতা ও সাবেক হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছের বাড়িতে হামলা চালিয়ে বিরোধী দলের দুই শতাধিক নেতা-কর্মীকে আহত করেছে।
আরও পড়ুন: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার সাজানো নাটক: ফখরুল
তিনি বলেন, এর আগে শনিবার একই জেলায় দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের উপর হামলা করে এবং প্রায় ৩০০ রাউন্ড গুলি ছোড়ে। এতে বিপুল সংখ্যক বিরোধী নেতা-কর্মী আহত হয়।
তিনি বলেন, শনিবার নারায়ণগঞ্জসহ আরও কয়েকটি জেলায় বিএনপির মিছিল কর্মসূচিতেও পুলিশ হামলা করেছে।
বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, শুক্রবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও পুলিশ ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।
ফখরুল বলেন, অতীতে নয়াপল্টনে বিএনপির বড় সমাবেশ চলাকালীন আইন-শৃঙ্খলা বাহিনী বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল। এরপর বিএনপি নেতা-কর্মীদের উপর গুলি ছুঁড়ে, টিয়ারশেল নিক্ষেপ করে এবং সাউন্ড গ্রেনেড ছুঁড়ে সমাবেশ বন্ধ করে।
ছাত্রদলের ছয় নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার দাবি করে আইন-শৃঙ্খলা বাহিনী আবারও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘এগুলো তাদের (পুলিশ) অনেক পুরনো অস্ত্র ছিল এবং তারা ছাত্রদল নেতাদের হাতে তুলে দিয়ে ছবি তুলেছিল।’
তিনি বলেন, বিএনপিকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
আরও পড়ুন: বিরোধী দলকে নির্মূলে রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাস চালাচ্ছে সরকার: ফখরুল
পুলিশ কর্মকর্তাদের বক্তব্যেই বোঝা যায় আরেকটি একতরফা নির্বাচন হতে যাচ্ছে: রিজভী
১ বছর আগে
বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে: ওবায়দুল কাদের
শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে আসবে, অস্তিত্বের জন্যই তাদের নির্বাচনে আসতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এসময় তিনি বলেন, শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে আসবে। তাদের অস্তিত্বের জন্যই তাদের আসতে হবে। আমরাও একটি শক্তিশালী বিরোধীদল সংসদে স্বাগত জানাই। বিরোধীদলের স্ট্যান্ড থাকুক। নির্বাচন ইভিএমে হবে, নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকলে ভোট নিরপেক্ষ হবে। মির্জা ফখরুলের দুশ্চিন্তার কারণ নেই।
রবিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, প্রধানমন্ত্রী খোলা মনে বলেছেন সকল দল নির্বাচনে আসুক। বিএনপিসহ সব দলকে নিয়েই আমরা ভোট করতে চাই। নির্বাচন ফেয়ার হবে নিশ্চয়তা দিচ্ছি।
আরও পড়ুন: বিএনপির আন্দোলনের কথা শুনলে মানুষ হাসে: ওবায়দুল কাদের
তিনি আরও বলেন, নির্বাচিত-অনির্বাচিত বলে লাভ নেই, তাদের লোকও সংসদে আছে। সংসদে বিএনপি তার সদস্যদের পাঠিয়েছে, তারা কি অনির্বাচিত। স্পিকারও তাদের কথা বলার সুযোগ দেন। প্রধানমন্ত্রীও চান তারা আসুক। আমরাও গুরুত্ব দিচ্ছি।
মন্ত্রী বলেন, ফখরুল সাহেব নিজেই গুরুত্বহীন হয়েছেন, তিনি সংসদে থাকলে জোরালোভাবে সংসদে কথা বলতে পারতেন। একদিকে সংসদে বিএনপির এমপিও থাকবে, আবার পুনঃনির্বাচন করে প্রার্থী দেবেন।
বিএনপিকে নির্বাচনে আনার কোনো উদ্যোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা তাদেরকে নির্বাচনে আসতে বলব। যদিও এটি বলা উচিত না। নির্বাচনে আসা তাদের অধিকার। এটা সুযোগের ব্যাপার না। তারা দেশের একটি বড় দল হিসেবে রাজনীতির আঙ্গিনায় আছেন। বিএনপি অধিকার প্রয়োগ না করলে তাদের অস্তিত্ব সঙ্কট হবে, সে ধরনের পরিস্থিতি তারা তৈরি করবে না সেটি আমার বিশ্বাস।
আওয়ামী লীগের আসন্ন সম্মেলন প্রসঙ্গে কাদের বলেন, প্রধানমন্ত্রী বলেছেন আওয়ামী লীগের সম্মেলন হবে নিয়মিত। তিন বছর শেষ হওয়ার আগেই সম্মেলন করেছি। এবারও ডিসেম্বরে সময় শেষ হবে, সেই বিজয়ের মাসেই সম্মেলন করতে চাই। আগামি নির্বাচন এবং সম্মেলনের দিকে নজর রেখেই তিনি প্রস্তুতি নিতে বলেছেন। আগামি ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করতে বলেছেন। ঘোষণাপত্র আপডেটট করে নির্বাচনী ইশতেহারও প্রস্তুতের জন্য গতকাল মিটিংয়ে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: যথাসময়ে নির্বাচন হবে: কাদের
প্রায় ৩ বছর পর নির্বাচনী এলাকায় ওবায়দুল কাদের
২ বছর আগে
নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে দোষীদের শাস্তি দাবি বিরোধীদলীয় নেতার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।এ সময় তিনি এই অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।
আরও পড়ুনঃ নারায়ণগঞ্জে জুস কারখানায় ভয়াবহ আগুন, ৫২ লাশ উদ্ধার
শুক্রবার এক শোকবার্তায় জাতীয় পার্টির নেত্রী রওশন এরশাদ বলেন, মৃত্যু ও হতাহতের ঘটনা বেড়েই চলছে। এ নির্মম মৃত্যু সহজে মেনে নেয়ার নয়। তদন্ত করে দুর্ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, তদন্তে এই দুর্ঘটনার জন্য দায়ী কিংবা কর্তব্যে অবহেলার প্রমাণ মিললে দোষীদের বিরুদ্ধে কঠোর শস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
আরও পড়ুনঃ নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে প্রাণহানিতে রাষ্ট্রপতির গভীর শোক
রওশন এরশাদ অগ্নিদগ্ধদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান জানান। তিনি নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ারও দাবি জানান।
বিরোধীদলীয় নেতা অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
৩ বছর আগে