ইবি শিক্ষার্থী
সড়ক দুর্ঘটনায় আহত ইবি শিক্ষার্থীর মৃত্যু
সড়ক দুর্ঘটনায় আহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী শুক্রবার রাতে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত তাহসিব হুসাইন বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, তার বাড়ি বরগুনার বামনা উপজেলায়।
শনিবার বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইয়াকুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ঢাকা-আড়াইহাজার সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত
বিভাগ ও সহপাঠীরা জানায়, গত ১ মে সকালে ঝিনাইদহের ভাটই বাজার এলাকায় সাইকেলে করে যাচ্ছিলেন তাহসিব। এসময় একটি বাসের ধাক্কায় তিনি সড়কে পড়ে যান এবং মাথার পেছনের হাড় ভেঙে যায়। তাৎক্ষণিক তাকে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাহসিবকে গত ৪ মে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৮টার দিকে তিনি মারা যান।
আরও পড়ুন: বাস-ট্রাক সংঘর্ষে বাগেরহাটে নিহত ৩
বিভাগের সভাপতি অধ্যাপক ড. এয়াকুব আলী বলেন, শিক্ষার্থীকে হারানো খুব বেদনাদায়ক। শনিবার বাদ জোহর তার নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে আমরা বিভাগের পক্ষ থেকে একটি দোয়ার আয়োজন করবো।
২ বছর আগে
করোনায় প্রাণ গেল ইবি শিক্ষার্থীর
করোনা আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শিব্বির আহমেদ মারা গেছেন। তিনি বিভাগের মাস্টার্স ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
শুক্রবার রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন।
জানা গেছে, সিরাজগঞ্জের বেলকুচি থানার মৃত মোহাম্মদ সোলায়মান আলীর ছেলে শিব্বির। তিনি পড়াশুনার পাশাপাশি কুষ্টিয়া শহরের লাহিনী পাড়ার এক মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। ১৫ দিন আগে তার শরীরে জ্বর, সর্দিসহ করোনার উপসর্গ দেখা দেয়।
আরও পড়ুন: কোভিড-১৯: বিশ্বে মৃত্যু ৪০ লাখ ১৭ হাজার ছাড়াল
অবস্থার পরিবর্তন না হওয়ায় তিনি গ্রামের বাড়িতে চলে যান। পরে সিরাজগঞ্জের উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে করোনা পরীক্ষা করা হয়। গত ১ জুলাই রিপোর্টে পজিটিভ আসে। অবস্থার অবনতি দেখে ২ জুলাই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার সকাল ৮টার দিকে গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে একদিনে সর্বোচ্চ ২২ মৃত্যু
কুষ্টিয়াতে একদিনে করোনায় আরও ১৭ মৃত্যু
৩ বছর আগে