সড়ক দুর্ঘটনায় আহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী শুক্রবার রাতে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত তাহসিব হুসাইন বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, তার বাড়ি বরগুনার বামনা উপজেলায়।
শনিবার বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইয়াকুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ঢাকা-আড়াইহাজার সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত
বিভাগ ও সহপাঠীরা জানায়, গত ১ মে সকালে ঝিনাইদহের ভাটই বাজার এলাকায় সাইকেলে করে যাচ্ছিলেন তাহসিব। এসময় একটি বাসের ধাক্কায় তিনি সড়কে পড়ে যান এবং মাথার পেছনের হাড় ভেঙে যায়। তাৎক্ষণিক তাকে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাহসিবকে গত ৪ মে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৮টার দিকে তিনি মারা যান।
আরও পড়ুন: বাস-ট্রাক সংঘর্ষে বাগেরহাটে নিহত ৩
বিভাগের সভাপতি অধ্যাপক ড. এয়াকুব আলী বলেন, শিক্ষার্থীকে হারানো খুব বেদনাদায়ক। শনিবার বাদ জোহর তার নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে আমরা বিভাগের পক্ষ থেকে একটি দোয়ার আয়োজন করবো।