র্যা ব
মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন বলিরহাট এলাকায় অভিযানে গেলে র্যাব সদস্যদের ওপর হামলা চালিয়েছে অবৈধ কাঠ পাচারকারীরা।
রবিবার র্যাব-৭ এর একটি টিম ওই এলাকায় অবৈধ গাছ উদ্ধার অভিযানে গেলে স্থানীয় একটি মসজিদের মাইক থেকে ‘ডাকাত এসেছে’ ঘোষণা দিয়ে র্যা ব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে র্যা ব সদস্যদের বহনকারী গাড়িও।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বলিরহাট এলাকায় অবৈধ কাঠ মজুদ আছে খবর পেয়ে অভিযানে যায় র্যা ব। সঙ্গে বন বিভাগের কর্মকর্তাদেরও নিয়ে যাওয়া হয়। বন বিভাগের কর্মকর্তারা কাগজ যাচাই-বাছাই শুরু করলে ক্ষিপ্ত হয়ে উঠে স্থানীয় ব্যবসায়ীরা।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের পাল্টাপাল্টি হামলা, আহত ৪
হামলায় ৪ র্যা ব সদস্য আহত হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে র্যা ব-৭-এর মিডিয়া অফিসার নুরুল আবসার।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বাকলিয়ার বলিরহাট এলাকায় অবৈধভাবে পাচার করে আনা কাঠ মজুত আছে। পরে বন বিভাগের কর্মকর্তাদের নিয়ে অভিযানে নামে র্যা ব সদস্যরা। বিকালের দিকে অভিযানে যায় র্যা বের টিম।’
নুরুল আবসার বলেন, অভিযানের সময় স্থানীয় কয়েকজন র্যা ব সদস্যদের বাধা দেয় এবং এক পর্যায়ে মসজিদের মাইকে র্যাবকে ডাকাত হিসেবে উল্লেখ করে সেখানকার বাসিন্দাদের জড়ো হতে বলা হয়। এ ঘোষণার পরে লাঠিসোটা নিয়ে র্যাব সদস্যদের ওপর হামলা ও পাথর ছুড়তে শুরু করে দুর্বৃত্তরা। এতে ৪ র্যাব সদস্য আহত হন। পর অতিরিক্ত র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: রাজধানীতে জেএমবি ‘সদস্য’ আটক: র্যাব
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান জানান, বিকেল ৪টার দিকে আহত চার র্যাব সদস্যকে হাসপাতালে আনা হয়। তাদের চিকিৎসা চলছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘বলিরহাটে র্যাবের অভিযান চলছে বলে আমাদের জানানো হয়েছে, তবে সেখানের বিস্তারিত কিছু আমাদের জানানো হয়নি।’
৩ বছর আগে