হাতবোমা
যশোরে পরিত্যক্ত অবস্থায় ৩টি হাতবোমা উদ্ধার
যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় তিনটি হাতবোমা উদ্ধার করেছে বাগআঁচড়া ফাঁড়ির পুলিশ।
মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার বাগআঁচড়া সাবেক বাবু চেয়ারম্যানের মার্কেটের ভেতর থেকে এসব বোমা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: রাজশাহীতে ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি হাতবোমা উদ্ধার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন চেয়ারম্যান মার্কেটের ভেতরে চলাচলের সময় দেখতে পায় একটি পলিথিনে মধ্যে বোমার মতো বস্তু রয়েছে। পরে তারা পুলিশকে খবর দিলে বাগআঁচড়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মার্কেটের ভেতরে অবস্থিত টিউবওয়েলের পাশ থেকে তিনটি হাতবোমা উদ্ধার করেন।
তবে তারা বলছে, মূলত উপজেলা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নাশকতার উদ্দেশ্যে হাতবোমাগুলো মার্কেটের ভেতরে রাখা হয়েছিল।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বোমাগুলো উদ্ধার করা হয়েছে। কে বা কারা এ বোমাগুলো রেখেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: গরু চুরি করে নিতে না পারায় গরুকে কুপিয়ে জখম, হাতবোমা বিস্ফোরণ
মাদারীপুরে হাতবোমা বানানোর সময় বিস্ফোরণে নিহত ১, আহত ২
৬ মাস আগে
রাজশাহীতে ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি হাতবোমা উদ্ধার
রাজশাহী মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি হাতবোমা উদ্ধার করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা (ডিবি) শাখা।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর উপশহর প্রাইমারি স্কুলের পাশ থেকে হাতবোমাগুলো উদ্ধার করা হয়।
পরে খবর পেয়ে আরএমপির বোম ডিসপোজাল ইউনিট পাশের স্যাটেলাইট টাউন স্কুল মাঠে হাতবোমাগুলো নিষ্ক্রিয় করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নির্বাচন বয়কটের দাবিতে ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে শুক্রবার সন্ধ্যায় নগরীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মশাল মিছিল বের করে। মিছিলটি নগরীর উপশহর প্রাইমারি স্কুলের পাশের রাস্তা দিয়ে অতিক্রম করার সময় মিছিল থেকে পরপর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।
আরও পড়ুন: বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার
পরে পুলিশ ঘটনাস্থলে এসে মিছিল থেকে মো. সুজন ইসলাম তৌহিদ নামে বিএনপির এক সমর্থককে আটক করে। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম উপশহর প্রাইমারি স্কুলের (ভোটকেন্দ্র) পাশের রাস্তার ধার থেকে দুইটি বালতিতে পরিত্যক্ত অবস্থায় ১০টি হাতবোমা উদ্ধার করে।
রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রুহুল আমিন বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচন বানচাল করতে ডাকা হরতালের সমর্থনে নগরীতে একটি মশাল মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংগঠন নেতা-কর্মীরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, মিছিলে বিস্ফোরক দ্রব্য বহন করা হচ্ছে। ওই মিছিল থেকে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে সেখান থেকে বিএনপির এক সমর্থককে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।’
তিনি আরও বলেন, ‘তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে হাতবোমাগুলো উদ্ধার করে। পরে আরএমপির বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে রাত পৌনে ২টার দিকে বোমাগুলো নিষ্ক্রিয় করে।’
আরও পড়ুন: রাজশাহীতে ৪ ভোটকেন্দ্রে আগুন, হাতবোমা উদ্ধার
১০ মাস আগে
রাজশাহীতে ৪ ভোটকেন্দ্রে আগুন, হাতবোমা উদ্ধার
রাজশাহীর তিন উপজেলার তিনটি আসনের চারটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দৃর্ত্তরা। একটি ভোটকেন্দ্রের সামনে পাওয়া গেছে দুইটি হাতবোমা।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে পেট্রোল ঢেলে এসব ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয়। আগুনে বই ও কাগপত্রসহ স্কুলের আসবাবপত্র পুড়ে গেছে।
আরও পড়ুন: ১৫ ঘণ্টায় ১১টি অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে: ফায়ার সার্ভিস
ভোটকেন্দ্রগুলো হলো- রাজশাহী-৩ আসনের মোহনপুর উপজেলার মতিহার উচ্চ বিদ্যালয়, রাজশাহী-৪ আসনের বাগমারা উপজেলার আক্কেলপুর উচ্চ বিদ্যালয় এবং রাজশাহী-৬ আসনের বাঘা উপজেলার ঝিনা প্রাথমিক বিদ্যালয় ও জোতনশী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, বাগমারার আক্কেলপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে দুইটি হাতবোমা পাওয়া গেছে। পুলিশ সেটি ঘিরে রেখে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে আগুন
অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আরও জানান, এসব ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা উপজেলার গনিপুর ইউনিয়নের আক্কেলপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের অফিসকক্ষের জানালা দিয়ে পেট্রোলবোমা ছুড়ে। এতে কক্ষটিতে আগুন ধরে সেখানে থাকা বইপত্র পুড়ে যায়।
আরও পড়ুন: ফেনীর সোনাগাজীতে ভোটকেন্দ্রে আগুন
এ সময় বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। যাওয়ার সময় বিদ্যালয়ের ফটকে দুটি হাতবোমা জাতীয় বস্তু ফেলে যায় তারা।
পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবার নম্বরে (৯৯৯) ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ সেখান থেকে দুর্বৃত্তের ফেলে যাওয়া একটি মানিব্যাগ উদ্ধার করে এবং বোমা দুইটি ঘিরে রাখে।
আরও পড়ুন: নাটোর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন
১০ মাস আগে
বেনাপোলে এবার ২৫ হাতবোমা উদ্ধার
বেনাপোল স্থলবন্দর এলাকায় ২৫টি হাতবোমা উদ্ধার করেছে র্যাব।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বন্দরের পাশ থেকেই হাতবোমাগুলো উদ্ধার করা হয়।
এ নিয়ে গত তিন দিনে বন্দর এলাকা থেকে ৬৬টি হাতবোমা উদ্ধার করা হলো।
আরও পড়ুন: চট্টগ্রামে শিবিরের কার্যালয় থেকে ৬টি হাতবোমা উদ্ধার
এর আগে গত ২ সেপ্টেম্বর যশোর র্যাব-৬ সদস্যরা বন্দর এলাকার বাদল হোসেনের পরিত্যক্ত বাড়ি থেকে ১৮টি ককটেল বোমা উদ্ধার করে।
পরেরদিনই, অর্থাৎ ৩ সেপ্টেম্বর বন্দর এলাকার কেমিক্যাল শেডের পশ্চিম পাশে ড্রেনের ভেতর থেকে পরিত্যক্ত আরও ২৩টি ককটেল উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর র্যাব-৬ সদস্যরা বন্দর এলাকার কেমিকেল শেডের পেছনে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ২৫টি হাতবোমা উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ককটেলগুলো থানায় জমা দেওয়া হয়েছে। বোমাগুলো কারা কী উদ্দেশ্যে সেখানে রেখেছে, তা তদন্ত করা হচ্ছে। বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য ভিজিয়ে রাখা হয়েছে।
তিনি বলেন, বন্দরকে অশান্ত করতে একটি গ্রুপ বোমাগুলো বন্দর এলাকায় রেখেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: মেহেরপুরে হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
নাটোরে ৪টি হাতবোমা নিষ্ক্রিয়
১ বছর আগে
মেহেরপুরে হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলায় অভিযান চালিয়ে ১০টি হাতবোমা, বোমা তৈরির গান পাউডার, পেরেক ও গাঁজা উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে সাহারবাটি ইউনিয়নের হিজলবাড়িয়া গ্রামের পূর্বপাড়ার একটি বাড়ির কক্ষে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে এসব উদ্ধার করে গাংনী থানা পুলিশ।
এই ঘটনার পর বাড়ির মালিক হিজলবাড়িয়া গ্রামের রাজ্জাক আলীর ছেলে আব্দুল জাব্বারসহ পরিবারের লোকজন এখন পলাতক রয়েছেন।
আরও পড়ুন: বরিশালে বোমা তৈরির সময় বিস্ফোরণ: ‘কারিগরের’ দুই হাত বিচ্ছিন্ন
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) মাসুদের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুন ও সঙ্গীয় ফোর্সসহ রাত ৯টার দিকে আব্দুল জব্বারের বাড়িতে অভিযান শুরু করে। পরে টিনের ছাউনি ও চারদিকে পাটকাটির বেড়া দিয়ে ঘেরা ঘরের একটি কক্ষের ভেতরে অনেক লেপ কাঁথাসহ বিভিন্ন মালামালের নিচে মাটির হাড়ির ভেতর থেকে লাল কসটেপ মোড়ানো পাঁচটি হাত বোমা উদ্ধার করা হয়। পরে ঘরের একটি কোনায় একটি বাজারের ব্যাগের মধ্যে থেকে তিনটি ও একটি প্লাস্টিকের ড্রামের ভেতরে পলিথিন মোড়ানো আরও দু’টি হাত বোমা, হাতবোমা তৈরির প্রায় ১০০ গ্রাম গান পাউডার, পেরেক, প্রায় ১০০ গ্রাম গাঁজা, গাঁজা কাটার কোলকি ও অন্যান্য সরাঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে বিস্ফোরণ: দগ্ধ ভাইবোনের পর বাবার মৃত্যু
ওসি জানান, অভিযানের আগেই পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক আব্দুল জাব্বার, তার স্ত্রী, ছেলে ইটভাটার ট্রলি চালক সোহেল রানা ও ছোট ছেলে সম্রাটকে নিয়ে পালিয়ে যায়।
আব্দুল জাব্বারের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।
২ বছর আগে
নাটোরে ৪টি হাতবোমা নিষ্ক্রিয়
জেলার গুরুদাসপুর থেকে উদ্ধার করা চারটি হাতবোমা নিষ্ক্রিয় করেছে র্যাবের বোম ডিস্পোজাল ইউনিট।
সোমবার রাত ৮টার দিকে গুরুদাসপুর পৌরসভার নাড়িবাড়ি এলাকার একটি মাঠে নিয়ে বোমা চারটি নিষ্ক্রিয় করা হয়। পরে বিস্ফোরিত আলামতগুলো অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় নিয়ে যায় র্যা ব সদস্যরা।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বোমাগুলো স্থানীয়ভাবে তৈরি অল্প শক্তি সম্পন্ন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মিলল বোমা ও রিমোট কন্ট্রোল, গ্রেপ্তার ১
এর আগে দুপুরে ওই এলাকার ব্যবসায়ী নজরুল ইসলামের কীটনাশকের দোকানের পাশের একটি ঝোপে পলিথিন ব্যাগে লাল টেপে মোড়ানো বোমা চারটি দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও র্যা বের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে ফেলে। বিকালে ঢাকা থেকে র্যা বের বোম ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
কারা কি উদ্দেশে বোমাগুলো সেখানে রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সুপার জানিয়েছেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযান শেষ, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে টাইম বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ
৩ বছর আগে