বেলজিয়াম
সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ কী বেলজিয়ামে পালিয়ে গেছেন?
বেশ কয়েকজন মন্ত্রীর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের আগেই সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বেলজিয়ামের উদ্দেশে দেশ ছেড়েছেন বলে দাবি করেছে চট্টগ্রামভিত্তিক একটি গণমাধ্যম এবং একটি জাতীয় বেসরকারি টিভি চ্যানেল।
হাছান মাহমুদ দেশে ফেরার আগে ১৯৯৫ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগের বেলজিয়াম শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার ভাইও বেলজিয়ামে থাকেন।
এক সময় তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা হাছান মাহমুদ গত ৩১ আগস্ট চট্টগ্রামভিত্তিক দুটি গণমাধ্যম সি-প্লাস টিভি এবং চাটগা নিউজের প্রধান সম্পাদক আলমগীর অপুর সঙ্গে টেলিফোনে আলাপকালে এ বিষয়টি নিশ্চিত করেন।
আলমগীর দাবি করেন, ৩১ আগস্ট রাত ১০টা ২৭ মিনিটে হাছান মাহমুদের একটি ফোন কল পান তিনি।
এদিকে শুক্রবার ইন্ডিপেনডেন্ট টেলিভিশন এক প্রতিবেদনে দাবি করেছে, হাসান এখন বেলজিয়ামে পরিবারের সঙ্গে অবস্থান করছেন। সেখান থেকে ঢাকা ও চট্টগ্রামের ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে মুঠোফোনে কথাও বলছেন বলে জানায় বেসরকারি টেলিভিশনটি।
অন্যদিকে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় দিনের মাথায় গত ২ সেপ্টেম্বর হাছান মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
গত ৬ আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছানকে আটক করা হয় বলে কয়েকটি টিভি চ্যানেল খবর প্রকাশ করে, তবে সেটিকে অনেকেই গুজব হিসেবেই দেখছেন।
ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিবেদন অনুযায়ী, হাছান ঢাকা থেকে সরাসরি বেলজিয়াম যাননি। তিনি গত ২৬ আগস্ট এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই হয়ে জার্মানির ডুসেলডর্ফ বিমানবন্দরে যান।
আরও পড়ুন: সাবেক এমপি বদির ক্যাশিয়ার সালাহ উদ্দিন সিলেটে গ্রেপ্তার
সেখান থেকে তাকে সড়কপথে বেলজিয়াম পৌঁছে দেন আওয়ামী লীগের জার্মান শাখার সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল।
আলমগীর অপুকে উদ্বৃত করে টিভি চ্যানেলটি জানায়, '৩১ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে তিনি (হাছান) আমাকে ফোন করে। তিনি হয়তো নিজের ভুল বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরে আমাকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন।’
টেলিফোনালাপে আলমগীর অপু বলেন, কিছু সময়ের জন্য সি-প্লাসের সম্প্রচার বন্ধ রাখার জন্য তিনি (হাসান) দুঃখ প্রকাশ করেছেন।
এর আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের হিসাব জব্দের জন্য সব ব্যাংকে চিঠি দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
এর আগে গত ২ সেপ্টেম্বর দুর্নীতির অভিযোগে ১৮ জন সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ২৬ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে ঢাকার একটি আদালত।
এই ২৬ জনের মধ্যে ৯ জন সাবেক মন্ত্রী হলেন- পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, ধর্ম মন্ত্রী ফরিদুল হক খান, হাসানুল হক ইনু (তথ্য), বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর হাছান মাহমুদের বিরুদ্ধেও বেশ কয়েকটি মামলা হয়েছে।
আরও পড়ুন: সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান ধানমন্ডি থেকে গ্রেপ্তার
৩ মাস আগে
গ্লোবাল গেটওয়ে ফোরামের জন্য বেলজিয়াম সফরকে সফল বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (৩১ অক্টোবর) বলেছেন, গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে তার সাম্প্রতিক বেলজিয়াম সফর অত্যন্ত সফল হয়েছে।
তিনি তার সরকারি বাসভবন গণভবনে ২৪-২৬ অক্টোবর বেলজিয়াম সফরের ফলাফল সম্পর্কে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই সফরের কারণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে অংশীদারিত্ব একটি নতুন উচ্চতায় পৌঁছেছে।"
শেখ হাসিনা বলেন, জিজিএফ-এ তার অংশগ্রহণ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, সংযোগ, শিক্ষা ও গবেষণা, ডিজিটাল অবকাঠামো এবং চিকিৎসা সরঞ্জাম উৎপাদনের জন্য নতুন দ্বার উন্মোচন করেছে।
তিনি বলেন, ‘এই সফরের মাধ্যমে আমি আশা করি বেলজিয়াম ও লুক্সেমবার্গের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর হবে এবং সহযোগিতার সুযোগ আরও বিস্তৃত হবে।’
আরও পড়ুন: আমরা অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর: দক্ষিণ এশীয় নির্বাচন কমিশনারদের প্রধানমন্ত্রী
বেলজিয়ামে তিন দিনের সরকারি সফর শেষে শুক্রবার সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ব্রাসেলসে প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের আমন্ত্রণে ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম-২০২৩’-এ যোগ দেন।
ব্রাসেলসে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপীয় দেশগুলোর নেতৃবৃন্দ, ইউরোপীয় কমিশন (ইসি), ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি) এবং ইউরোপীয় পার্লামেন্টের সঙ্গে একাধিক বৈঠক করেন এবং ফোরামের সাইডলাইনে এক কমিউনিটি রিসেপশনে যোগ দেন।
আরও পড়ুন: বেলজিয়াম সফর নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
জ্ঞান অর্জন ও বিজ্ঞান চর্চা কর: ঢাবির সমাবর্তনে তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী
১ বছর আগে
বেলজিয়ামে তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলজিয়ামে তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার সকাল ১১টা ৫১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ফিরতি ফ্লাইটে প্রধানমন্ত্রী বিমানের যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি যাত্রীদের সুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করে বিস্মিত করেন।
বিমানটি স্থানীয় সময় বৃহস্পতিবার(২৬ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় শুক্রবার রাত ২টা ১০ মিনিটে) ব্রাসেলস জাভেন্তেম বিমানবন্দর ত্যাগ করে।
ব্রাসেলসে প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের আমন্ত্রণে ২৫-২৬ অক্টোবর 'গ্লোবাল গেটওয়ে ফোরাম-২০২৩' এ যোগ দেন।
ব্রাসেলসে অবস্থানকালে শেখ হাসিনা ইউরোপীয় দেশগুলোর নেতা, ইউরোপীয় কমিশন (ইসি), ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) এবং ইউরোপীয় পার্লামেন্টের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেন।
আরও পড়ুন: বেলজিয়ামে ৩ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
বুধবার তিনি গ্লোবাল গেটওয়ে ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন এবং ইসি সভাপতি উরসুলা ভন ডার লেয়েন এবং ইসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ট্রেড কমিশনার ভালদিস ডমব্রোভস্কিসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এছাড়াও ইআইবি সভাপতি ড. ওয়ার্নার হোয়ার, ইউরোপীয় সংসদের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার, ইউরোপীয় কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট জেনেজ লেনারসিক এবং ইউরোপীয় কমিশনার ফর ইন্টারন্যাশনাল পার্টনারশিপ জুত্তা উরপিলাইনেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। ইসি সভাপতি আয়োজিত একটি আনুষ্ঠানিক নৈশভোজেও অংশ নেন তিনি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী, ইসি সভাপতি এবং ইআইবি সভাপতি বাংলাদেশকে নবায়নযোগ্য (সবুজ) জ্বালানি খাতে প্রায় ৪০৭ মিলিয়ন ইউরো এবং সামাজিক খাতে প্রায় ৭০ মিলিয়ন ইউরো প্রদানের জন্য স্বাক্ষরিত বেশ কয়েকটি ঋণ ও অনুদান চুক্তি সই প্রত্যক্ষ করেন।
বৃহস্পতিবার শেখ হাসিনা বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু এবং লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন, গ্লোবাল গেটওয়ে ফোরামের সমাপনী প্লেনারি সেশনে যোগ দেন এবং বেলজিয়ামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া কমিউনিটি সংবর্ধনায় যোগ দেন।
আরও পড়ুন: সতর্ক থাকুন, আগামী নির্বাচন যাতে বানচাল না হয়: প্রধানমন্ত্রী
আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতা নিশ্চিতে রোহিঙ্গা প্রত্যাবাসনে ইইউ’র সমর্থন চান প্রধানমন্ত্রী
১ বছর আগে
বেলজিয়ামে ৩ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলজিয়ামে ৩ দিনের সরকারি সফর শেষ করে দেশের উদ্দেশে রওনা হয়েছেন।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে) ব্রাসেলস জাভেন্তেম বিমানবন্দর ত্যাগ করে।
বিমানটি শুক্রবার দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
ব্রাসেলসে প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনের আমন্ত্রণে ২৫-২৬ অক্টোবর 'গ্লোবাল গেটওয়ে ফোরাম-২০২৩' এ যোগ দেন।
আরও পড়ুন: সতর্ক থাকুন, আগামী নির্বাচন যাতে বানচাল না হয়: প্রধানমন্ত্রী
ব্রাসেলসে অবস্থানকালে শেখ হাসিনা ইউরোপীয় দেশগুলোর নেতৃবৃন্দ, ইউরোপীয় কমিশন (ইসি), ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) এবং ইউরোপীয় পার্লামেন্টের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী, ইসি প্রেসিডেন্ট এবং ইআইবি প্রেসিডেন্ট বাংলাদেশকে প্রায় ৪৭৭ মিলিয়ন ইউরো প্রদানের জন্য বেশ কয়েকটি ঋণ ও অনুদান চুক্তি সই প্রত্যক্ষ করেন, যার মধ্যে রয়েছে- নবায়নযোগ্য (সবুজ) জ্বালানি খাতের জন্য ৪০৭ মিলিয়ন ইউরো এবং সামাজিক খাতের জন্য ৭০ মিলিয়ন ইউরো।
বৃহস্পতিবার শেখ হাসিনা বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু এবং লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন, গ্লোবাল গেটওয়ে ফোরামের সমাপনী প্লেনারি সেশনে যোগ দেন এবং বেলজিয়ামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া কমিউনিটি সংবর্ধনায় অংশ নেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে কটূক্তি, যুবকের ৫ বছরের কারাদণ্ড
বাংলাদেশে উন্নতমানের জাহাজ নির্মাণে বেলজিয়ামকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর
১ বছর আগে
উচ্চ পর্যায়ের সফরে ব্রাসেলসে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ ও ২৬ অক্টোবর বেলজিয়ামে অনুষ্ঠেয় 'গ্লোবাল গেটওয়ে ফোরামে' যোগ দিতে সরকারি সফরে ব্রাসেলস পৌঁছেছেন।
ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনের আমন্ত্রণে তিনি ব্রাসেলসে যান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ১১টা ১০ মিনিটে (ঢাকা সময়) রওনা হয় এবং স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ব্রাসেলস জাভেনটেম বিমানবন্দরে পৌঁছায়।’
বিমানে আরোহণকালে প্রধানমন্ত্রী উড়োজাহাজের যাত্রী ও ক্রুদের সঙ্গে কুশল বিনিময় করেন।
আরও পড়ুন: গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে ব্রাসেলসের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
ফ্লাইটে ঘোরাঘুরির সময় তিনি এক বছরের শিশু ইয়াসিনকে কোলে নেন এবং তার সাথে কিছু সময় কাটান।
অনেক যাত্রীকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি ও সেলফি তুলতে দেখা গেছে।
সফরকালে প্রধানমন্ত্রী ফোরামের সাইডলাইনে ইউরোপীয় দেশগুলোর নেতৃবৃন্দের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৭ অক্টোবর (শুক্রবার) স্থানীয় সময় রাত ১০টায় ব্রাসেলস ত্যাগ করে বাংলাদেশে ফেরার কথা রয়েছে।
আরও পড়ুন: কিশোরগঞ্জ রেল দুর্ঘটনায় শোক ও দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
সরকারি ক্রয়ের প্রতিযোগিতা আরও বেশি উন্মুক্ত ও অবাধ করতে চান প্রধানমন্ত্রী
১ বছর আগে
চলতি মাসে ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দেবেন প্রধানমন্ত্রী: মোমেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল গেটওয়ে ফোরাম ২০২৩-এ যোগ দিতে চলতি মাসের শেষের দিকে বেলজিয়ামের ব্রাসেলস সফর করবেন।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মোমেন বলেন, প্রধানমন্ত্রী ২৪ অক্টোবর ব্রাসেলস ত্যাগ করবেন এবং ২৭ অক্টোবর দেশে ফিরবেন।
তিনি বলেন, ফোরামের সাইডলাইনে ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
মোমেন আরও ইঙ্গিত দিয়েছেন, অনেক দেশ বাংলাদেশের কাছে তাদের পণ্য বিক্রির প্রস্তাব নিয়ে আসতে পারে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন সম্প্রতি জি-২০ সম্মেলনের সময় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের সভাপতির সঙ্গে বৈঠক করবেন কি না- জানতে চাইলে মোমেন বলেন, ‘তিনি এখনও জানেন না।’
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে ফোরাম অনুষ্ঠিত হবে আগামী ২৫-২৬ অক্টোবর। দুই দিনব্যাপী এআলোচনায় অংশ নিতে ইউরোপীয় ইউনিয়ন (ই্ইউ), বিশ্বের বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধি, বেসরকারি খাত, সুশীল সমাজ, নেতৃস্থানীয় চিন্তাবিদ, অর্থায়নকারী প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে একত্রিত করছে গ্লোবাল গেটওয়ে ফোরাম।
আরও পড়ুন: আসন্ন সফরে নির্বাচন ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করবেন মার্কিন কর্মকর্তা আফরিন আখতার: মোমেন
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গ্লোবাল গেটওয়ে কৌশল পরিবহন ও সরবরাহ চেইন, গ্রিন এনার্জি, আধুনিক টেলিযোগাযোগ, শিক্ষা ও গবেষণার একটি বৈশ্বিক নেটওয়ার্কে সরকারি ও বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করে বিশ্বের দেশ এবং অঞ্চলগুলোকে সংযুক্ত করে। একই সঙ্গে টেকসই উন্নয়ন ও ইউরোপীয় মূল্যবোধের উপর জোর দেয়। যেমন- সুশাসন, স্বচ্ছতা ও সমান অংশীদারিত্ব।
গ্লোবাল গেটওয়ে ফোরামের উদ্দেশ্য হলো সরকারি ও বেসরকারি খাতের চ্যালেঞ্জ, সর্বোত্তম অনুশীলন এবং অভিজ্ঞতাসহ অবকাঠামোতে বিশ্বব্যাপী বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কের জন্য নেতাদের একত্র করা।
এটি গ্রিন এনার্জি স্থানান্তর এবং সবুজ হাইড্রোজেন; শিক্ষা ও গবেষণা; ক্রিটিকাল কাঁচামাল; পরিবহন করিডোর; স্বাস্থ্য পণ্য উৎপাদন এবং ডিজিটাল অবকাঠামো থিমের উপর ফোকাস করা হবে।
এটি গ্লোবাল অবকাঠামো ও বিনিয়োগের জন্য জি৭ অংশীদারিত্ব প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্মও তৈরি করবে।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা নিয়ে গুজবে কান দেবেন না: পররাষ্ট্রমন্ত্রী মোমেন
শক্তিশালী, স্থিতিশীল, স্বনির্ভর বাংলাদেশ ভারতের জন্য সর্বোত্তম নিরাপত্তা গ্যারান্টি দিতে পারে: মোমেন
১ বছর আগে
বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন
বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
শুক্রবার (১৮ আগস্ট) বাংলাদেশের ৩১তম বৈদেশিক মিশন হিসেবে ব্রাসেলসে এই কার্যক্রম চালু করা হলো।
এসময় মন্ত্রী বলেন, ‘প্রধামন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক ২০২০ সালে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে ই-পাসপোর্ট প্রবর্তন করেন। ২০২০ সালের ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বর্তমান বিশ্বের সর্বাধুনিক ই-পাসপোর্টের শুভ উদ্বোধন ঘোষণা করে বলেন ই-পাসপোর্ট বাংলাদেশের জনগণের জন্য মুজিববর্ষের উপহার।’
তিনি বলেন, ‘যুগের চাহিদা ও উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে জাতীয় অবস্থান ও মর্যাদা সুসংহত করার লক্ষ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর বাংলাদেশ ই-পাসপোর্ট প্রবর্তন ও চালুর উদ্যোগ নেয়। ইতোমধ্যে বাংলাদেশের সব পাসপোর্ট অফিস থেকে ই-পাসপোর্ট দেওয়া হচ্ছে। বিমানবন্দরে ই-গেইট স্থাপন করা হয়েছে, যা দক্ষিণ এশিয়ায় প্রথম। এমনকি স্বল্পসংখ্যক উন্নত দেশে এটি স্থাপিত হয়েছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তার সফল বাস্তবায়ন সম্ভব হলো।’
আরও পড়ুন: লিসবনে বাংলাদেশ দূতাবাসে চালু হলো ই-পাসপোর্ট কার্যক্রম
আসাদুজ্জামান আরও বলেন, ‘বতর্মানে দেশের ৬৪টি জেলার ৭২টি অফিস থেকে ই-পাসপোর্ট দেওয়া হচ্ছে। আজকে ৩১তম বৈদেশিক মিশন হিসেবে বেলজিয়ামে ই-পাসপোর্ট সেবা চালু হয়েছে। শিগগিরই দেশের ৮০টি মিশনে এর কার্যকারিতা শুরু হবে। আমরা আশা করছি প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা দ্রুত ই-ভিসা কার্যক্রম শুরু করতে পারব।’
অনুষ্ঠানে বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব, ই-পাসপোর্ট প্রকল্পের ডেপুটি ডিরেক্টর এবং বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বেশ কয়েকজন সদস্য বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহবুব হাসান সালেহ্, বাংলাদেশ দূতাবাস বেলজিয়ামের রাষ্ট্রদূত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ সাহানারা খাতুন এবং বেলজিয়ামে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনে চালু হলো ই-পাসপোর্ট
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা
১ বছর আগে
বেলজিয়াম ও লুক্সেমবার্গে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান
বেলজিয়ামের বাংলাদেশের দূতাবাস, লুক্সেমবার্গের গ্র্যান্ড ডাচি এবং ইউরোপীয় ইউনিয়নের মিশন বাংলাদেশি নাগরিকদের সতর্ক করে বলেছে, যারা ব্রাসেলসের বাংলাদেশ দূতাবাসের নামে অপরাধ করছে তাদের সম্পর্কে সচেতন হতে।
সোমবার এক বিবৃতিতে ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাস বলেছে, দূতাবাসের নামে একটি ভুয়া আইএমও অ্যাকাউন্ট খুলে প্রবাসীদের সঙ্গে প্রতারণা ও অপরাধ করার চেষ্টা করছে একটি দল।
দূতাবাস বেলজিয়াম ও লুক্সেমবার্গে বাংলাদেশি কমিউনিটিকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।
আরও পড়ুন: শ্রমবাজার সম্প্রসারণে প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক
২ বছর আগে
ফরাসি প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত
সোমবার প্রতিবেশি দেশ বেলজিয়াম সফর থেকে ফিরে আসার কয়েক ঘণ্টা পর ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
ফরাসি প্রধানমন্ত্রী করোনায় পজিটিভ শনাক্ত হওয়ায় স্বাভাবিকভাবেই তার সাথে বৈঠকে অংশ নেয়া বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সাজান্ডার দ্য ক্রো এবং অন্যান্য চার মন্ত্রী সোমবার সকাল থেকে কোয়ারেন্টাইনে চলে গেছেন।
ফরাসি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স কোয়ারেন্টাইনে থেকে আগামী ১০ দিন তার কার্যক্রম চালিয়ে যাবেন।
কাস্টেক্সের ভাইরাসের কোনও লক্ষণ রয়েছে কি না সে বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তারা মন্তব্য করেননি।
আরও পড়ুন: বিশ্বে করোনা আক্রান্ত ২৫ কোটি ৮১ লাখ ছাড়াল
প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, ব্রাসেলসে বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার দ্য ক্রুর সাথে একটি বৈঠক থেকে ফিরে আসার পর কাস্টেক্সের কন্যার করোনা শনাক্তের খবর পান। এরপর ফরাসি প্রধানমন্ত্রী তার নমুন পরীক্ষা করেন এবং পজিটিভ শনাক্ত হয়।
এদিকে, ফ্রান্সের জনসংখ্যার ৭৫ শতাংশকে টিকা দেয়া হলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভাইরাস সংক্রমণের সংখ্যা দ্রুত বেড়েছে। দেশটিতে ভাইরাসের সাথে যুক্ত হাসপাতালে ভর্তি এবং মৃত্যুও বাড়ছে, যদিও আগের ঊর্ধ্বগতির সংকটের চেয়ে অনেক নীচে রয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গত ডিসেম্বরে সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন।
পড়ুন: করোনার বিধিনিষেধ: বেলজিয়ামে কয়েক হাজার মানুষের বিক্ষোভ
ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে ইতিহাস কমলা হ্যারিসের
৩ বছর আগে
জার্মানি ও বেলজিয়ামে বন্যায় ১২৫ জনের মৃত্যু, বহু নিখোঁজ
পশ্চিম জার্মানি ও বেলজিয়ামের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় ১২৫ জনেরও বেশি মানুষ মারা গেছেন। আরও বহু নিখোঁজ রয়েছেন। দেশ দুটোর সংশ্লিষ্ট কর্মকর্তারা শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তাঁরা বলেছেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জার্মানির রাইনল্যান্ড-প্যালাটিনেট রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, সিনজিগ শহরে বন্যায় প্রতিবন্ধীদের আশ্রয়কেন্দ্রের ১২ জনসহ ৬০ জন মারা গেছেন। আকস্মিক নিকটবর্তী আহর নদীর পানি ঢুকে গেছে শহরের বাড়িগুলোতে।
প্রতিবেশী রাজ্য উত্তর রাইন-ওয়েস্টফালিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, এখানে বন্যায় ৪৩ জন মারা গেছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও তাঁরা সতর্ক করেছেন।
জার্মানির উত্তর রাইন-ওয়েস্টফালিয়া ও রাইনল্যান্ড-প্যালাটিনেইট রাজ্যের অনেক শহর ও গ্রাম বন্যার পানির নিচে তলিয়ে গেছে। এখানকার অনেক বাসিন্দা ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। গভর্নর আর্মিন লাশেট শুক্রবার জরুরি মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন।
আরও পড়ুন: জার্মানিতে ভয়াবহ বন্যায় নিহত ১৯, নিখোঁজ অসংখ্য
জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার বলেছেন, বন্যার ধ্বংসযজ্ঞে তিনি ‘হতবাক’ হয়েছেন। তিনি নিহতদের পরিবার এবং শহরগুলোকে ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
স্টাইনমায়ার শুক্রবার বিকেলে এক বিবৃতিতে বলেন, ‘এখন সময় একসঙ্গে কাজ করার। বন্যা যাদের সমস্ত কিছু কেড়ে নিয়েছে তাদের প্রতি সংহতি জানানো সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
কোলোনের দক্ষিণ-পশ্চিমে একটি শহরে বাড়িগুলোতে আটকাপড়া লোকদের সাহায্য করতে শুক্রবার উদ্ধারকর্মীরা ছুটে যান। আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, হঠাৎ পানি ঢুকে পড়লে বাড়িগুলো ধসে পড়ে। এতে বেশ কয়েকজন মারা যান।
কাউন্টির প্রশাসক ফ্র্যাঙ্ক রক বলেছেন, ‘আমরা গতরাতে ৫০ জনকে বাড়ি থেকে বের করতে পেরেছি । আমরা ১৫ জনের কথা জানি যাদের এখনই উদ্ধার করা দরকার।’
আরও পড়ুন: বিশ্বে করোনায় মোট মৃত্যু ৪০ লাখ ৬৫ হাজার ছাড়াল
জার্মান ব্রডকাস্টার এন-টিভিকে দেয়া সাক্ষাৎকারে রক বলেন, এই বন্যায় কতজন মারা গেছে কর্তৃপক্ষের কাছে এখনো তার সঠিক কোন হিসাব নেই। এই পরিস্থিতিতে কিছু লোক নিরাপদ আশ্রয়ে যেতে পারেনি। তাঁরা আটকা পড়ে আছে।
কর্তৃপক্ষ বৃহস্পতিবার গভীর রাতে বলেছে, জার্মানিতে প্রায় ১,৩০০ মানুষ নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত হয়েছে। রাস্তাঘাট ও ফোন পরিষেবা ব্যাহত হওয়ার কারণে বন্যাকবলিতদের কাছে পৌঁছাতে অসুবিধা হচ্ছে। তাই মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে।
জার্মানির পর বিধ্বংসী বন্যার ছোবলে বেলজিয়ামের অনেক ঘরবাড়ি খরস্রোতা নদীতে ভেসে গেছে এবং রাস্তাঘাট তলিয়ে গেছে। বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যানেলিস ভারলিন্ডেন শুক্রবার ভিআরটি নেটওয়ার্ককে বলেছেন, এখানে মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে বলে কর্মকতারা নিশ্চিত করেছেন। নিখোঁজের সংখ্যা কমপক্ষে ১৯ জন।
আরও পড়ুন: ভারতে বজ্রপাতে নিহত ৬০
ভারলিন্ডেন বলেছেন, বেলজিয়াম থেকে নেদারল্যান্ডসে প্রবাহিত মিউস নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। এতে বেশ কয়েকটি বাঁধ ভেঙ্গে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।
কর্তৃপক্ষ ভয়াবহ বন্যার আশঙ্কায় দক্ষিণাঞ্চলীয় ডাচ শহর ভেনলো থেকে প্রায় ২০০ রোগীকে সরিয়ে নিয়েছে।
চলতি সপ্তাহে পশ্চিম ইউরোপে বেশ কয়েকদিন ধরে ভারী বর্ষণের পর এই বন্যার সৃষ্টি হয়েছে। এতে অনেক বাড়িঘর-রাস্তাঘাট ধসে পড়েছে। অনেক গাড়ি ভেসে গেছে।
৩ বছর আগে