প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল গেটওয়ে ফোরাম ২০২৩-এ যোগ দিতে চলতি মাসের শেষের দিকে বেলজিয়ামের ব্রাসেলস সফর করবেন।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মোমেন বলেন, প্রধানমন্ত্রী ২৪ অক্টোবর ব্রাসেলস ত্যাগ করবেন এবং ২৭ অক্টোবর দেশে ফিরবেন।
তিনি বলেন, ফোরামের সাইডলাইনে ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
মোমেন আরও ইঙ্গিত দিয়েছেন, অনেক দেশ বাংলাদেশের কাছে তাদের পণ্য বিক্রির প্রস্তাব নিয়ে আসতে পারে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন সম্প্রতি জি-২০ সম্মেলনের সময় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের সভাপতির সঙ্গে বৈঠক করবেন কি না- জানতে চাইলে মোমেন বলেন, ‘তিনি এখনও জানেন না।’
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে ফোরাম অনুষ্ঠিত হবে আগামী ২৫-২৬ অক্টোবর। দুই দিনব্যাপী এআলোচনায় অংশ নিতে ইউরোপীয় ইউনিয়ন (ই্ইউ), বিশ্বের বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধি, বেসরকারি খাত, সুশীল সমাজ, নেতৃস্থানীয় চিন্তাবিদ, অর্থায়নকারী প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে একত্রিত করছে গ্লোবাল গেটওয়ে ফোরাম।
আরও পড়ুন: আসন্ন সফরে নির্বাচন ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করবেন মার্কিন কর্মকর্তা আফরিন আখতার: মোমেন
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গ্লোবাল গেটওয়ে কৌশল পরিবহন ও সরবরাহ চেইন, গ্রিন এনার্জি, আধুনিক টেলিযোগাযোগ, শিক্ষা ও গবেষণার একটি বৈশ্বিক নেটওয়ার্কে সরকারি ও বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করে বিশ্বের দেশ এবং অঞ্চলগুলোকে সংযুক্ত করে। একই সঙ্গে টেকসই উন্নয়ন ও ইউরোপীয় মূল্যবোধের উপর জোর দেয়। যেমন- সুশাসন, স্বচ্ছতা ও সমান অংশীদারিত্ব।
গ্লোবাল গেটওয়ে ফোরামের উদ্দেশ্য হলো সরকারি ও বেসরকারি খাতের চ্যালেঞ্জ, সর্বোত্তম অনুশীলন এবং অভিজ্ঞতাসহ অবকাঠামোতে বিশ্বব্যাপী বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কের জন্য নেতাদের একত্র করা।
এটি গ্রিন এনার্জি স্থানান্তর এবং সবুজ হাইড্রোজেন; শিক্ষা ও গবেষণা; ক্রিটিকাল কাঁচামাল; পরিবহন করিডোর; স্বাস্থ্য পণ্য উৎপাদন এবং ডিজিটাল অবকাঠামো থিমের উপর ফোকাস করা হবে।
এটি গ্লোবাল অবকাঠামো ও বিনিয়োগের জন্য জি৭ অংশীদারিত্ব প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্মও তৈরি করবে।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা নিয়ে গুজবে কান দেবেন না: পররাষ্ট্রমন্ত্রী মোমেন
শক্তিশালী, স্থিতিশীল, স্বনির্ভর বাংলাদেশ ভারতের জন্য সর্বোত্তম নিরাপত্তা গ্যারান্টি দিতে পারে: মোমেন