অলম্পিক
টোকিও অলিম্পিক থেকে রোমান সানার বিদায়
জাপানের রাজধানী ইয়ুমানোশিমা পার্ক আর্চারি মাঠে টোকিও অলিম্পিকের পঞ্চম দিনে মঙ্গলবার আর্চারির পুরুষদের রিকার্ভ সিঙ্গলস থেকে বাদ পড়েছেন বাংলাদেশের এম রোমান সানা।
তিনি তার প্রতিদ্বন্দ্বী কানাডার ডুয়েনাস চিস্পিনের কাছে তীব্র প্রতিযোগিতামূলক রাউন্ডের -২২তম ম্যাচে ৪-৬ সেট পয়েন্টে হেরে গেছেন।
আরও পড়ুনঃ টোকিও অলম্পিকে বাংলাদেশের ৬ অ্যাথলেট
সানা প্রথম সেটে তার প্রতিদ্বন্দ্বীকে ২৬-২৫ পয়েন্টে পরাজিত করে একটি দুর্দান্ত সূচনা করেছিলেন, দ্বিতীয় সেটে ২৫-২৮ পয়েন্টে পরাজয়ের মুখোমুখি হন , তৃতীয় সেটে ২৭-২৯ ব্যবধানে পরাজয় স্বীকার করে ৪র্থ সেটে ২৭-২৬ পয়েন্টে জয় অর্জন করেন। তবে ম্যাচ নির্ধারণী পঞ্চম রাউন্ডে ২৫-২৬ ব্যবধানে হেরে পরাজয় স্বীকার করেন তিনি।
এদিন সকালে রোমান সানা দুর্দান্তভাবে ব্রিটেনের টম হলকে ৭-৩ পয়েন্টে পরাস্ত করে ইভেন্টের ৩২তম রাউন্ডে এগিয়ে যান।
আরও পড়ুনঃ শূন্য গ্যালারিতেই পর্দা উঠলো টোকিও অলিম্পিকের
এর আগে গত শনিবার, রোমানসানার সঙ্গে জুটিবদ্ধ নারী আর্চার দিয়া সিদ্দিকী অলিম্পিকের মিশ্র দল ইভেন্টের স্বর্ণপদক জয়ী দক্ষিণ কোরিয়ার জুটি আন সান এবং কিম জে দেওকের কাছে হেরেছিলেন।
উল্লেখ্য ২০১৯ সালের জুনে অনুষ্ঠিত আর্চারি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের রিকার্ভ পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ পদক জয়ের পরে আর্চার রোমান সানা সরাসরি টোকিও অলিম্পিকে অংশ নেয়ার যোগ্যতা অর্জন করেন।
৩ বছর আগে
টোকিও অলম্পিকে বাংলাদেশের ৬ অ্যাথলেট
জাপানের টোকিওতে জুলাইয়ের ২৩ তারিখ থেকে শুরু হতে যাওয়া বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আয়োজনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে ছয় অ্যাথলেট সহ ১৮ সদস্যের একটি দল।
২০২০ সালে এই অনুষ্ঠান আয়োজনের কথা থাকলেও, করোনা মহামারির কারণে তা পিছিয়ে ২০২১ সালে আয়োজন করা হচ্ছে।
আরও পড়ুনঃ পারিবারিক কারণে দেশে ফিরছেন মুশফিক
আর্চারি, সাঁতার, অ্যাথলেটিক্স এবং শুটিং, এই চারটি শাখায় এবার ছয় বাংলাদেশি অ্যাথলেট এই আয়োজনে অংশ নিচ্ছেন। তারা হলেন- রোমান সানা, দিয়া সিদ্দিকী, আরিফুল ইসলাম, জুনাইয়া আহমেদ, জাহির রায়হান এবং আবদুল্লাহ হিল বাকি।
আরও পড়ুনঃ ১৭ মাস পর টেস্ট জয় বাংলাদেশের
২৩ জুলাইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সাঁতারু আরিফুল ইসলাম বাংলাদেশের পতাকা বহন করবেন।
৩ বছর আগে