বেলজিয়াম
অবশেষে বেলজিয়াম স্কোয়াডে ফিরলেন লুকাকু
উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কাগজে-কলমে এখনও টিকে আছে বেলজিয়াম। এমতাবস্থায় শেষ দুই ম্যাচ জয়ের বিকল্প নেই দমিনিকো তেদেস্কোর দলের। এমন সমীকরণের সামনে রোমেলু লুকাকুকে দলে ফেরালেন কোচ।
আগামী বৃহস্পতিবার ব্রাসেলসে ইতালি ও ১৭ নভেম্বর বুদাপেস্টে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ দিয়ে চলতি মৌসুমে নেশন্স লিগের গ্রুপ পর্বের খেলা শেষ করবে বেলজিয়াম। এই দুই ম্যাচের জন্য শুক্রবার স্কোয়াড ঘোষণা করেছেন তেদেস্কো। ২৩ সদস্যের এ স্কোয়াডে আসরে প্রথমবারের মতো ডাক পেয়েছেন লুকাকু।
নেশন্স লিগের প্রথম চার ম্যাচে জাতীয় দলে ছিলেন না লুকাকু। ক্লাব ফুটবলে দলবদলের কারণে সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্রথম দুই ম্যাচে বেলজিয়ামের হয়ে খেলেননি তিনি। এরপর ফিট না থাকায় অক্টোবরের দুই ম্যাচেও দলের বাইরে ছিলেন ৩১ বছর বয়সী এই নাপোলি স্ট্রাইকার।
তবে শেষ দুই ম্যাচে তাকে দলে ফিরিয়ে তেদেস্কো বলেন, ‘ফিরতে তার কোনো সংশয় ছিল না। সে বিশ্বসেরা স্ট্রাইকারদের একজন। নিজেকে কারও কাছে প্রমাণের প্রয়োজন নেই তার। মাঠে কিংবা মাঠের বাইরে- তার দক্ষতা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে সহজাত নেতা এবং তরুণ ফুটবলারদের সাহায্য করতে তার জুড়ি নেই।’
আরও পড়ুন: এবার এমবাপেকেই ছাড়াই ফ্রান্সের দল ঘোষণা
জার্মানিতে অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে (ইউরো) সর্বশেষ বেলজিয়ামের হয়ে খেলেন লুকাকু। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১১৯ ম্যাচে তার গোল সর্বোচ্চ, ৮৫টি। তার পরে ৩০ গোলের বেশি নেই আর কারও।
লুকাকু ফিরলেও কেভিন ডি ব্রুইনেকে পাচ্ছে না বেলজিয়াম। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে কদিন আগে ক্লাবের হয়ে মাঠে ফিরলেও ম্যানচেস্টার সিটির অনুরোধে এই মিডফিল্ডারকে স্কোয়াডে রাখেননি তেদেস্কো।
নেশন্স লিগে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে বেলজিয়াম। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ইতালি এবং ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ফ্রান্স।
বেলজিয়ামকে কোয়ার্টার ফাইনালে যেতে হলে তাই নিজেদের বাকি দুই ম্যাচ শুধু জিতলেই হবে না, অন্যান্য ম্যাচের ফলের দিকেও তাদের চেয়ে থাকতে হবে। কারণ গ্রুপের শীর্ষ দুই দল উঠবে শেষ আটে।
আরও পড়ুন: চেলসি ছেড়ে নাপোলিতে লুকাকু
বেলজিয়াম স্কোয়াড
গোলরক্ষক: কোয়েন কাস্টিলস (আল কাদসিয়াহ), মাটস সেলস (নটিংহ্যাম ফরেস্ট), মার্টেন ফন্ডেফুর্ট (লাইপসিগ)।
ডিফেন্ডার: আমিন আল-দাখিল (স্টুটগার্ট), টিমোথি কাস্টানিয়া (ফুলহ্যাম), জেনো ডেবাস্ট (স্পোর্তিং), মাক্সিম ডি কাইপার (ক্লাব ব্রুজ), ভাউট ফাস (লেস্টার সিটি), হোয়াকিন সেইস (ক্লাব ব্রুজ), মাতে স্মেটস (গেঙ্ক), আর্থুর থেইয়াটে (ফ্রাঙ্কফুর্ট)।
মিডফিল্ডার: চার্লে ডি কেইটেলারে (আতালান্তা), আর্নে এঙ্গেলস (সেল্টিক), রোমিও লাভিয়া (চেলসি), ওরেল মাঙ্গালা (এভারটন), আমাদু ওনানা (অ্যাস্টন ভিলা)।
ফরোয়ার্ড: ইয়োহান বাকায়োকো (আইন্ডহোভেন), জেরেমি ডকু (ম্যানচেস্টার সিটি), মালিক ফোফানা (অলিম্পিক লিওঁ), দদি লুকেবাকিও (সেভিয়া), রোমেলু লুকাকু (নাপোলি), লুইস ওপেন্ডা (লাইপসিগ), লিয়ান্দ্রো ট্রোসার্ড (আর্সেনাল)।
১ মাস আগে
বেলজিয়ামের রানী বাংলাদেশ সফরে আসবেন ৬ ফেব্রুয়ারি
জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য নিয়োজিত ১৭ জন অ্যাডভোকেটের একজন হিসেবে আগামী ৬-৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করবেন বেলজিয়ামের রানী ম্যাথিল্ডে।
বৃহস্পতিবার ‘সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে’ সেহেলী সাবররীন সাংবাদিকদের এসব তথ্য জানান।
ব্রিফিংয়ে তিনি জানান, বাংলাদেশ সফরের সময় বেলজিয়ামের রানী বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা যাচ্ছে।
এছাড়াও তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, একটি পোশাক কারখানা এবং স্থানীয় স্কুল ও বন্যার সঙ্গে সম্পর্কিত প্রকল্পগুলোও পরিদর্শন করতে পারেন।
আরও পড়ুন: আগামী ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী
কলম্বোয় শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত
১ বছর আগে
বিশ্বকাপ ফুটবল-২০২২: বেলজিয়ামকে ২-০ গোলে হারাল মরক্কো
মরক্কো বিশ্বকাপ ফুটবলে বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে নতুন চমক সৃষ্টি করেছে। এই হারের মধ্যদিয়ে ২০১৮ সালের সেমিফাইনালিস্ট বেলজিয়াম গ্রুপ-পর্যায়ে ছিটকে পড়ার বিপদে পড়েছে।
মরক্কোর বদলি খেলোয়ার আবদেল হামিদ সাবিরি ৭৩তম মিনিটে প্রথম গোলের জন্য বেলজিয়ামের গোলরক্ষক থিবাউট কোর্তোয়াকে একটি আঁটসাঁট কোণ থেকে ফ্রি-কিকে গোল করেন। এরপর অতিরিক্ত সময়ে হাকিম জিয়াচের পাস থেকে জাকারিয়া আবু খলালের আরেকটি শট জালে জড়ান। আর এতেই ২-০ গোলে এগিয়ে যায় চমক সৃষ্টিকারী মরক্কো।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ ২০২২: মেসির গোলে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে আর্জেন্টিনার জয়
ব্রাজিলের পর বিশ্বে র্যাঙ্কিং-এর দুই নম্বরে থাকা বেলজিয়াম বিশ্বকাপে তাদের শেষ সাতটি গ্রুপ খেলায় জিতেছিল। ১৯৯৮ সালের পর বিশ্বকাপে এটি মরক্কোর প্রথম জয় এবং এটি তাদের জন্য শুধুমাত্র তৃতীয় আসর।
যদি মরক্কোকে হারাতে পারতো তাহলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারত বেলজিয়াম।
বেলজিয়াম তার গ্রুপের শেষ ম্যাচে ২০১৮ সালের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার সঙ্গে মুখোমুখি হবে। আর মরক্কো কানাডার মুখোমুখি হবে।
আরও পড়ুন: বিশ্বকাপ ফুটবল-২০২২: কোস্টারিকার কাছে জাপানের হার, স্পেন ও জার্মানির পথ সুগম
স্পেন বনাম জার্মানি লাইভ স্ট্রীমিং: কোথায় , কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
২ বছর আগে
করোনার বিধিনিষেধ: বেলজিয়ামে কয়েক হাজার মানুষের বিক্ষোভ
করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় বেলজিয়াম সরকারের নেয়া কঠোর বিধিনিষেধের প্রতিবাদে রাজধানী ব্রাসেলসে কয়েক হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করেছে।
করোনা মোকাবিলায় সরকারি বিধিনিষেদের প্রতিবাদ জানিয়ে রবিবার ৩৫ হাজারের বেশি বিক্ষোভকারী জড়ো হয় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের রাস্তায়। দ্রুত সব বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানান তারা। এসময় তাদের সরিয়ে দিতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। শুরু হয় সংঘর্ষ।
পুলিশের মুখপাত্র ইলসে ভান্দে কিরে বলেছেন, সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তা ও একজন বিক্ষোভকারী আহত হয়েছেন। এছাড়াও,৪২ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছিল এবং দু‘জনকে গ্রেপ্তার করা হয়েছিল।
দেশটিতে করোনার ঊর্ধ্বগতি কমাতে যারা টিকাগ্রহণ করেনি তাদের রেস্টুরেন্ট, বারসহ নানা জায়গায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এরপরই থেকেই প্রতিবাদ জানিয়ে আসছে মানুষ।
আরও পড়ুন: অন্ধ্র প্রদেশে বন্যায় ১৭ জনের মৃত্যু
‘স্বাধীনতা! স্বাধীনতা! স্বাধীনতা!’ এবং ‘বেলা সিয়াও’সহ বিভিন্ন ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দিতে থাকেন। এমনকি বিক্ষোভকারীরা একটি বিশাল ব্যানার নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর অভিমুখে মিছিল করে।
বিক্ষোভকারীরা বলেন, আমরা কাজ করতে পারছি না। কোথাও যেতে পারছি না। এটা কোনো স্বাধীন জীবন নয়। আমরা স্বাধীনতা চাই, যা ভালো করে পরীক্ষা করা নেই এমন টিকা আমরা দিতে চাই না।
গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল, ইউরোপ এই মুহূর্তে মহামারীর হট স্পট, যেখানে প্রতিদিন করোনায় মৃত্যু বাড়ছে। ইউক্রেন, রাশিয়া, রোমানিয়া, চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়া সহ অনেক মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলোর হাসপাতালগুলোতে রোগীর চাপে বিপর্যস্ত।
গত কয়েকদিন ধরে ইউরোপের বেশ কয়েকটি দেশে করোনার কঠোর বিধিনিষেধ বিরোধী বিক্ষোভ হয়েছে। শনিবারও হেগসহ নেদারল্যান্ডের অন্যান্য শহরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ডাচ পুলিশ ৩০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন: প্রাপ্তবয়স্কদের বুস্টার ডোজ দেয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র
ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে ইতিহাস কমলা হ্যারিসের
৩ বছর আগে
জার্মানিতে ভয়াবহ বন্যায় নিহত ১৯, নিখোঁজ অসংখ্য
জার্মানিতে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ভবন ধসে কমপক্ষে ১৯ জন নিহত এবং অসংখ্য মানুষ নিখোঁজ রয়েছেন।
দেশটির পশ্চিমাঞ্চলীয় কাউন্টির ইউসকারচেনের কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, বন্যার কারণে সেখানে আট জনের মৃত্যু হয়েছে।
ফোন এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে তারা জানিয়েছে।
পশ্চিমাঞ্চলীয় শহর কোবেলঞ্জের পুলিশ জানিয়েছে, আহরওয়েলার কাউন্টিতে চারজন মারা গেছেন এবং প্রায় ৫০ জন মানুষ তাদের বাড়ির ছাদে আটকা পড়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলেছে।
আরও পড়ুন: ভারতে বজ্রপাতে নিহত ৬০
পুলিশ জানিয়েছে, শুল্ড গ্রামে ছয়টি ঘর ভেঙে পড়েছে। অনেক লোক সেখানে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
জার্মান আবহাওয়া সংস্থা ডিডব্লিউডি পূর্বাভাসে জানিয়েছে যে, বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে।
এদিকে দেশটির প্রতিবেশি বেলজিয়ামেও বন্যায় দুজন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।
পড়ুন: বন্যায় তলিয়ে গেছে কুড়িগ্রাম, শেরপুর ও সিরাজগঞ্জের নিম্নাঞ্চল
বন্যার পানিতে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু
৩ বছর আগে