মরক্কো বিশ্বকাপ ফুটবলে বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে নতুন চমক সৃষ্টি করেছে। এই হারের মধ্যদিয়ে ২০১৮ সালের সেমিফাইনালিস্ট বেলজিয়াম গ্রুপ-পর্যায়ে ছিটকে পড়ার বিপদে পড়েছে।
মরক্কোর বদলি খেলোয়ার আবদেল হামিদ সাবিরি ৭৩তম মিনিটে প্রথম গোলের জন্য বেলজিয়ামের গোলরক্ষক থিবাউট কোর্তোয়াকে একটি আঁটসাঁট কোণ থেকে ফ্রি-কিকে গোল করেন। এরপর অতিরিক্ত সময়ে হাকিম জিয়াচের পাস থেকে জাকারিয়া আবু খলালের আরেকটি শট জালে জড়ান। আর এতেই ২-০ গোলে এগিয়ে যায় চমক সৃষ্টিকারী মরক্কো।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ ২০২২: মেসির গোলে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে আর্জেন্টিনার জয়
ব্রাজিলের পর বিশ্বে র্যাঙ্কিং-এর দুই নম্বরে থাকা বেলজিয়াম বিশ্বকাপে তাদের শেষ সাতটি গ্রুপ খেলায় জিতেছিল। ১৯৯৮ সালের পর বিশ্বকাপে এটি মরক্কোর প্রথম জয় এবং এটি তাদের জন্য শুধুমাত্র তৃতীয় আসর।
যদি মরক্কোকে হারাতে পারতো তাহলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারত বেলজিয়াম।
বেলজিয়াম তার গ্রুপের শেষ ম্যাচে ২০১৮ সালের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার সঙ্গে মুখোমুখি হবে। আর মরক্কো কানাডার মুখোমুখি হবে।
আরও পড়ুন: বিশ্বকাপ ফুটবল-২০২২: কোস্টারিকার কাছে জাপানের হার, স্পেন ও জার্মানির পথ সুগম
স্পেন বনাম জার্মানি লাইভ স্ট্রীমিং: কোথায় , কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২