পাঁচ
পাঁচ ঘন্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধমুক্ত, যান চলাচল স্বাভাবিক
পাঁচ ঘন্টা পর অবরোধমুক্ত হলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে বসবাসকারী হাজার হাজার ছিন্নমূল নারী-পুরুষ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ অবরোধ করে। এর ফলে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় দিকে যানজটের সৃষ্টি হয়।
সলিমপুর থেকে তাদের উচ্ছেদের চেষ্টা এবং বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন থাকার প্রতিবাদে উপজেলার ফৌজদারহাট বাংলাবাজার এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে তারা এই অবরোধ কর্মসূচি শুরু করে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ছিন্নমূল বসতির বাসিন্দারা তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মহাসড়কে অবস্থান করার কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আমরা তাদের শান্তভাবে বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করছি।
আরও পড়ুন:সলিমপুরে উচ্ছেদ অভিযান: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ছিন্নমূল বাসিন্দাদের
তিনি আরও বলেন, এর আগে ছিন্নমূল বসতির বাসিন্দারা বায়োজিদ-ফৌজদারহাট সড়ক অবরোধ করলে, পুলিশ সেখান থেকে তাদের সরিয়ে দেয়। পরে তারা মহাসড়ক অবরোধ করে।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, পুলিশ ও গ্রামবাসীর ধাওয়া খেয়ে অবশেষে মহাসড়ক ছেড়ে পাহাড়ে ঢুকে গেছে ছিন্নমূলের কয়েক হাজার নারী পুরুষ। এর ফলে সাড়ে পাঁচ ঘন্টা পর অবরোধমুক্ত হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। বিকাল সাড়ে ৫টার পর থেকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে পুলিশ ও গ্রামবাসীর সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে সড়ক অবরোধকারী জঙ্গল সলিমপুরের ছিন্নমূলের বাসিন্দাদের। এসময় পুলিশ টিয়ার সেল ও মর্টার সেল নিক্ষেপ করে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, পুলিশ ও গ্রামবাসীর ধাওয়া খেয়ে মহাসড়ক থেকে পালিয়ে গেছে অবরোধকারীরা। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
আরও পড়ুন:সড়ক দুর্ঘটনার জেরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিমি দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকার উল্টে দম্পতিসহ নিহত ৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ
২ বছর আগে
কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৫
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে নয়টায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বীর বাঘৈর এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৬
বিস্ফোরণে আহতরা হলেন- রাজু মিয়া (২৮), তার দুই কন্যা সন্তান, চাচাতো ভাই হাবিব এবং মুন্না। ঘটনার পরপর ই তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
আরও পড়ুন: ভারতে সিলিন্ডার বিস্ফোরণে ৭ জনের মর্মান্তিক মৃত্যু, ভবন ধ্বস
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এলাকার সিরাজ মিয়ার ছেলে রাজু মিয়া তার বাড়ির পাশে একটি ঘরে বন্ধুদের জন্য গ্যাস সিলিন্ডার চুলায় মুরগীর ফ্রাই করার সময় দু’বার চুলা বন্ধ হয়ে যায়। তৃতীয় বার মুন্না ও রাজু চুলা জ্বালাতে গেলে মুহুর্তেই সিলিন্ডার বিস্ফারণ ঘটলে তারা দগ্ধ হয়। এলাকাবাসী দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করে।
৩ বছর আগে