সচল
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় ইউনিট সচল, গ্রিডে যোগ হচ্ছে ২৮৫ মেগাওয়াট
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় ইউনিটটি বন্ধের ৬ দিনের মাথায় রবিবার দুপুরে আবার সচল হয়েছে। সেই সঙ্গে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে তৃতীয় ইউনিটে উৎপাদিত ২২০ মেগাওয়াটসহ ২৮৫ মেগাওয়াট করে বিদ্যুৎ। ফলে ভোগান্তির লোডশেডিং কমে উৎপাদন বেড়েছে শিল্পকারখানায়। কৃষিক্ষেত্রে সেচ সুবিধায় ফিরেছেন কৃষকরা।
এর আগে ওভারহোলিং এর কারণে ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি সার্ভিসের কারণে বন্ধ ছিল। অন্যদিকে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি চলতি বছরের শুরু থেকে অচল হয়ে পড়ে রয়েছে। কেন্দ্রের ৩টি ইউনিটই অচল থাকায় বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ ছিল। তবে সার্ভিস শেষে ৩ দিনের মধ্যে ১ নম্বর ইউনিটটি গত ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টায় সচল হয়। এরপর রাত ৮টা থেকে জাতীয় গ্রিডে ৬০ থেকে ৬৫ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ১ ও ৩ নম্বর ইউনিটে উৎপাদিত ২৮৫ মেগাওয়াট করে বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ২ নম্বর ইউনিটটি সচল করা গেলে জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যাবে বলে সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: বড়পুকুরিয়ায় ৯০ শ্রমিকের করোনা শনাক্ত, কয়লা উত্তোলন সাময়িক বন্ধ
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যোগ হওয়ায় লোডশেডিং কমেছে দিনাজপুরসহ উত্তরের জেলায়। কৃষিক্ষেত্রে চাষাবাদে বিদ্যুৎ নির্ভর সেচযন্ত্রের পাশাপাশি ভোগান্তি কমেছে অন্যান্য সেক্টরে। উৎপাদনে প্রাণচাঞ্চল্য বেড়েছে চালকলসহ শিল্প কারখানায়।
তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, কয়লাচালিত তাপবিদ্যুৎ কেন্দ্রে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২টি ইউনিটে ২৫০ মেগাওয়াট এবং তৃতীয় ইউনিটে ২৭৫ মেগাওয়াটসহ ৩টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। তৃতীয় ইউনিটটি গেল ৬ সেপ্টেম্বর চালু হয়। এরপর ৩ দিনের মধ্যে ওয়াটার পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ৯ সেপ্টেম্বর বন্ধ হয়ে যায়। যন্ত্রাংশ সরবরাহ করতে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনালকে তাগাদা দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে যন্ত্রাংশ সরবরাহ করতে পারেনি চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানটি। বিকল্প উপায়ে ওই প্রতিষ্ঠানের কাছে একটি যন্ত্রাংশ সংগ্রহ করে আজ রবিবার দুইটা বাজার ১ মিনিট আগে ইউনিটটি সচল করতে সক্ষম হয়েছেন তারা। তবে আরও একটি যন্ত্রাংশ চেয়েছেন তারা।
আরও পড়ুন: উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র, সরবরাহ হচ্ছে জাতীয় গ্রিডে
৩ মাস আগে
১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব ১৭ বছর পর সচল করা হয়েছে।
২০০৭ সালের ১ আগস্ট মিন্টু, তার স্ত্রী নাসরিন আউয়াল ও ছেলে তাবিথ আউয়ালের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)।
গত ২২ আগস্ট এক চিঠিতে মিন্টু, তার স্ত্রী ও ছেলের ব্যাংক হিসাব সচল করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেয় এনবিআর।
আরও পড়ুন: সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গঠিত প্যানেলের সুপারিশের ভিত্তিতে সিআইসি কর্মকর্তারা ওই সময় এ আদেশ জারি করেন।
ব্যবসায়ী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুও সম্প্রতি ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
খালেদা জিয়ার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে তার অ্যাকাউন্টে লেনদেনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় এনবিআর।
এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘মিন্টু নিজেই তার অ্যাকাউন্ট সচল করার জন্য আমাদের কাছে আবেদন করেছিলেন।’
আরও পড়ুন: বিএসইসির সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ব্যাংক হিসাব জব্দ
জাহিদ মালেক ও কম্পিউটার ওয়ার্ল্ড বিডির চেয়ারম্যান আলী শিকদারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
৩ মাস আগে
২৩ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সচল
কুড়িগ্রামের রাজারহাটের সিঙ্গের ডাবরি এলাকায় ক্ষতিগ্রস্ত রেলসেতু মেরামত হওয়ায় ২৩ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে কুড়িগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) কুড়িগ্রাম রেল স্টেশন মাস্টার মো. শামসুজ্জোহা বিকালে জানান, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিঙ্গের ডাবরি এলাকায় ফোর জে(4-j) রেলসেতু দেবে যাওয়ায় কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে শতাধিক শ্রমিক দিয়ে অস্থায়ী ভিত্তিতে সেতুটি মেরামতের কাজ করে রেল যোগাযোগের ব্যবস্থা করা হয়।
আরও পড়ুন: ১৪-১৫ অক্টোবর বন্ধ থাকবে মেট্রোরেল পরিষেবা
খোঁজ নিয়ে জানা গেছে, ঘনঘন বৃষ্টিপাতের ফলে সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় শুক্রবার (১৩ অক্টোবর) রাত থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সেতুটি মেরামত না হওয়া পর্যন্ত কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেসের শাটলসহ চিলমারী রমনা রেলস্টেশন থেকে পার্বতীপুর লোকাল ট্রেনটির চলাচল বন্ধ করে দেয় রেল কৃর্তপক্ষ।
তবে সেতু মেরামত না হওয়া পর্যন্ত লালমনিরহাট থেকে ঢাকা যাতায়াত করা কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রীদের জন্য লালমনিরহাট, তিস্তা ও কাউনিয়া স্টেশন থেকে ট্রেনে উঠা ব্যবস্থা করেছিল রেল কর্তৃপক্ষ।
তিস্তা পথ বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মো. গোলাম মোস্তফা জানান, দেবে যাওয়া রেলসেতুটি গতরাত থেকে বিরামহীন মেরামতের কাজ করে স্বাভাবিক করা হয়েছে।
শুকনো মৌসুম এলে রেলসেতুটির স্থায়ী কাজ করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ, বিকল্প পথে চলছে ট্রেন
খুলনা-মোংলা রেল প্রকল্পের ৯৯% কাজ শেষ
১ বছর আগে
শিমুলিয়ায় লঞ্চ চলাচল বন্ধ, ফেরি সচল
শিমুলিয়া থেকে বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌপথে বৈরি আবহাওয়ায় মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া সকাল-সন্ধ্যা চলাচলকারী স্পীডবোট এমনিতেই বন্ধ রয়েছে। তবে ফেরি চলাচল করছে।
তবে এর আগে ঝড়ো হাওয়া ও বৃষ্টি বেড়ে যাওয়ায় দুপুর ২টা ৩৫ মিনিট থেকে বেলা ৩টা ৩৫ মিনিট পর্যন্ত এক ঘন্টা লঞ্চ ও স্পীডবোট বন্ধ রাখা হয়। এই সমর ফেরি চলাচলও বিঘ্নিত হয়। তবে অবস্থা অনুকূলে থাকায় সব কিছু আবার স্বাভাবিক করা হয়। এই দুই নৌপথে সকাল ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত লঞ্চ চলাচল করছিল। আর উভয় নৌ পথে ফেরি চলাচল করছে দিন রাত ২৪ ঘন্টা।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহ-মহাব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম সন্ধ্যায় জানান, বর্তমানে ছয়টি ফেরি চলাচল করছে। শিমুলিয়া বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএ’র সহকারি পরিচালক শাহাদাত হোসেন জানান, ১ নম্বর স্থানীয় সঙ্কেত থাকলেও পদ্মা উত্তাল, ঝড়ো হাওয়া এবং বৃষ্টির কারণে লঞ্চ বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বুধবার ভোর ৬টা থেকে লঞ্চ ও স্পীডবোট যথারীতি চলাচল করবে।
আরও পড়ুন: প্রবল স্রোতে ফের শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটে ফেরি চলাচল বন্ধ
শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ১৩ দিন পর ফেরি চলাচল শুরু
২ বছর আগে
দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে: তোফায়েল আহমেদ
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে করোনা মহামারি মোকাবিলার চেষ্টা করছেন। বিশ্বের অনেক বড় বড় দেশ আজ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে। কিন্তু করোনার মধ্যেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের অর্থনীতি সচল রয়েছে। সরকারের সহায়তা দলমত নির্বিশেষে সকলকে দিতে হবে। দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে।’
শনিবার সকালে ভোলা সদর উপজেলার ঘুইংগারহাট উত্তর দিঘলদী ইউনিয়ন পরিষদ মাঠে করোনায় ক্ষতিগ্রস্ত ও নিম্ন আয়ের অসহায় দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার নগদ অর্থ ও বিশেষ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে ঢাকা থেকে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
আরও পড়ুনঃ করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর পদক্ষেপ বিশ্বে প্রসংশিত: তোফায়েল আহমেদ
সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে তিনি বলেন, ‘প্রত্যেককে মাস্ক ব্যবহার করতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে।‘
ভোলা-১ আসনের সংসদ সদস্য বলেন, ‘সরকারের এসব সহায়তা দলমত নির্বিশেষে সকলকে দিতে হবে। দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে। কারণ বিপদের সময় জনপ্রতিনিধিরা মানুষের পাশে দাঁড়াবে এটাই হবে প্রধান কাজ। আমি নিজেও করোনা হওয়ার পরে কয়েক হাজার মানুষকে ত্রাণ দিয়েছি।‘
আরও পড়ুনঃ খুলনা বিভাগে করোনায় ৪০ জনের মৃত্যু
সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলার জন্য অনেক কিছু করেছেন। ইতিমধ্যে আমরা নদী ভাঙ্গার হাত থেকে ভোলাকে রক্ষা করতে পেরেছি। ভোলা-বরিশাল ব্রিজের সম্ভাবতা যাছাই চলছে। এটি হয়ে গেলে আমরা মূল ভূখন্ডের সঙ্গে সংযুক্ত হবো। ‘
প্রথম দিন উত্তর দিঘলদী, আলীনগরসহ ৭ ইউনিয়নে ৪৫০ পরিবারকে নগদ এক হাজার টাকা ও ১০ কেজি করে চাল দেয়া হয়। ভোলা সদর উপজেলায় মোট চার হাজার পরিবারকে নগদ অর্থ ও ৩০ হাজার পরিবারের মধ্যে চাল বিতরণ করা হবে। এছাড়াও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দুস্থদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
আরও পড়ুনঃ রামেক হাসপাতালে করোনায় আরও ১৬ মৃত্যু
ভোলা সদর উপজেলা পরিষদের আয়োজনে উত্তর দিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান লিয়াকত হোসেন মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরী, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর আওয়ামী লীগের সভাপতি মো. মোশাররফ হোসেন, সদর উপজেলা পরিষদের নিবাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
৩ বছর আগে