কুড়িগ্রামের রাজারহাটের সিঙ্গের ডাবরি এলাকায় ক্ষতিগ্রস্ত রেলসেতু মেরামত হওয়ায় ২৩ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে কুড়িগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) কুড়িগ্রাম রেল স্টেশন মাস্টার মো. শামসুজ্জোহা বিকালে জানান, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিঙ্গের ডাবরি এলাকায় ফোর জে(4-j) রেলসেতু দেবে যাওয়ায় কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে শতাধিক শ্রমিক দিয়ে অস্থায়ী ভিত্তিতে সেতুটি মেরামতের কাজ করে রেল যোগাযোগের ব্যবস্থা করা হয়।
আরও পড়ুন: ১৪-১৫ অক্টোবর বন্ধ থাকবে মেট্রোরেল পরিষেবা
খোঁজ নিয়ে জানা গেছে, ঘনঘন বৃষ্টিপাতের ফলে সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় শুক্রবার (১৩ অক্টোবর) রাত থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সেতুটি মেরামত না হওয়া পর্যন্ত কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেসের শাটলসহ চিলমারী রমনা রেলস্টেশন থেকে পার্বতীপুর লোকাল ট্রেনটির চলাচল বন্ধ করে দেয় রেল কৃর্তপক্ষ।
তবে সেতু মেরামত না হওয়া পর্যন্ত লালমনিরহাট থেকে ঢাকা যাতায়াত করা কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রীদের জন্য লালমনিরহাট, তিস্তা ও কাউনিয়া স্টেশন থেকে ট্রেনে উঠা ব্যবস্থা করেছিল রেল কর্তৃপক্ষ।
তিস্তা পথ বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মো. গোলাম মোস্তফা জানান, দেবে যাওয়া রেলসেতুটি গতরাত থেকে বিরামহীন মেরামতের কাজ করে স্বাভাবিক করা হয়েছে।
শুকনো মৌসুম এলে রেলসেতুটির স্থায়ী কাজ করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ, বিকল্প পথে চলছে ট্রেন