ফুলবাড়ি
ফুলবাড়িতে অটোচালকের লাশ উদ্ধার
দিনাজপুরের ফুলবাড়িতে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার রাজারামপুরের একটি ইউক্ল্যালিপ্টাস বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জনি আহমেদ (২২) ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর (টাওয়ারের মোড়) গ্রামের আতাউর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান,রবিবার সকালে উপজেলার শিবনগর ইউপির রাজারামপুর গ্রামের হকের ভাটা সংলগ্ন ইউক্ল্যালিপ্টাস বাগানে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ পড়ে থাকতে দেখে ৯৯৯ এ ফোন করেন তারা। পরে লাশ উদ্ধার করে ফুলবাড়ী থানা পুলিশ।
তার ছোট ভাই রনি আহমেদ জানান,ইজি বাইক চালাতে শনিবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে ঘরে ফিরেনি জনি। প্রায় মাস সাতেক আগে বিয়ে হয়েছিল তার।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম জানান, জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ওই যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছেন তারা। সুরতহাল রিপোর্টে গলায় ধারাল অস্ত্রের আঘাতের ক্ষত চিহ্ন পাওয়া গেছে। পিবিআই'র একটি টিম ঘটনাস্থলে আলামত সংগ্রহ করেছে।
দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে লাশের ময়নাতদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রাকচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রামে নিখোঁজের ৩ দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার
পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
২ বছর আগে
কুড়িগ্রামে ট্রাক্টর উল্টে চালক নিহত
কুড়িগ্রামের ফুলবাড়িতে ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছে। এসময় ট্রাক্টরে থাকা আরেকজন গুরুতর আহত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশমাত শিমুলতলা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
নিহত চালকের নাম সুমন মিয়া (২০)। সে নাওডাঙ্গা ইউনিয়নের পূর্বফুলমতি গ্রামের বেলাল হোসেনের ছেলে। আহত ব্যক্তির নাম শিহাব উদ্দিন (২১)। তিনি ওই ট্রাক্টরের মালিক এবং একই ইউনিয়নের বালাটারী গ্রামের শহিদ উদ্দিনের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকালে কিশামত শিমুলবাড়ি এলাকার জনৈক নারায়ন চন্দ্র রায়ের জমি চাষের উদ্দেশে দু’জন ট্রাক্টর নিয়ে যায়। হালচাষের জমিতে যাওয়ার আগেই কিশমাত শিমুলতলা এলাকার জমির একটি উচু আইল পার হতে গেলে ট্রাক্টরটি উল্টে যায়। এসময় ট্রাক্টরে থাকা দু’জনই উল্টে যাওয়া ট্রাক্টরটির নিচে চাপা পড়ে। আশেপাশের লোকজন এসে ট্রাক্টর সরিয়ে দু’জনকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই মারা যায় চালক সুমন মিয়া। গুরুতর আহত হয় শিহাব উদ্দিন। পরে শিহাবকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
২ বছর আগে
ফুলবাড়ি সীমান্তে আটক ৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত থেকে আটক পাঁচ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার এক পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে আটক ওই নারী ও শিশুদের হস্তান্তর করা হয়। ভারতের ইটভাটায় কাজ করে বাড়ি ফেরার সময় সীমান্তের নোম্যান্স ল্যান্ড থেকে তাদের আটক করে বিএসএফ।
আটকদের মধ্যে তিন জনের বিরুদ্ধে বিনা পাসপোর্টে দেশে আসার অপরাধে মামলা করে থানায় সোপর্দ করেছে বিজিবি। আর দুই শিশুকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। আটক ওই তিন জনকে রবিবার জেল হাজতে পাঠনো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার কামালপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আবুল কালাম (২৫), তার স্ত্রী শাহনাজ বেগম (২২) ও তার ছেলে শাহজালাল (০৫), একই উপজেলার জকারহাট আমতলা গ্রামের ওমেদ আলীর স্ত্রী নুর জাহান বেগম (৩৫), তার ছেলে নুর ইসাম (০৭)।
আরও পড়ুন: ভারত সীমান্তে সীমান্তরক্ষীদের মিষ্টি এবং ঈদ শুভেচ্ছা বিনিময়
আটকের স্বজন বেলাল হোসেন জানান ,দালালদের মাধ্যমে তারা সীমান্ত পার হয়ে ভারতের দিল্লিতে ইটভাটার কাজে যুক্ত হয়। সেখানে দীর্ঘ দিন ধরে কাজ শেষে দালালদের মাধ্যমে কয়েক দিন ধরে দেশে ফেরার জন্য সীমান্তের কাছে অবস্থান করছিলেন । তারা পার হওয়ার সুযোগ না পাওয়ায় ভারতীয় ধাপড়াহাট ক্যাম্পের বিএসএফ সদস্যদের হাতে আটক হয়।
শনিবার বিকেল ৫ টার দিকে ফুলবাড়ী উপজেলার কাশিপুর সীমান্তের আন্তর্জাতিক ৯৪২নং মেইন পিলারের কাছে উভয়ের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে ভারতের ধাপড়াহাট ১৯২ ব্যাটালিয়ন বিএসএফের ইন্সপেক্টর বিবেক মিলা পাঁচ বাংলাদেশিকে লালমনিরহাট ১৫ বিজিবি কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রমজান আলীর কাছে হস্তান্তর করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, পাঁচ বাংলাদেশিদের মধ্যে দুই শিশুকে অভিভাবকদের জিম্মায় দেয়া হয়। অপর তিন জনকে রবিবার কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: লালমনিরহাট সীমান্তে চার ভারতীয় নাগরিকসহ আটক ৫
৩ বছর আগে
ঈদে ১২ দিনের ছুটিতে বাংলাবান্ধা স্থলবন্দর
মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ১২ দিন বন্ধ থাকবে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যকার আমদানি-রপ্তানি কার্যক্রম। সোমবার থেকে ৩০ জুলাই পর্যন্ত এ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপ।
আরও পড়ুন: ঈদুল আজহা: হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি ৬ দিন বন্ধ
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন ও সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন স্থলবন্দর বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বাংলাদেশে করোনায় একদিনে নতুন মৃত্যুর রেকর্ড ২৩১
আমদানি-রপ্তানি গ্রুপ জানায়, পবিত্র ঈদুল আজহা ও সরকারি ছুটি সমন্বয় করে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্ট, ব্যবসায়ী ও শ্রমিক নেতৃবৃন্দ যৌথভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আরও পড়ুন: মহানবীর ব্যঙ্গচিত্র আঁকা কার্টুনিস্ট ওয়েস্টারগার্ডের মৃত্যু
এই সিদ্ধান্ত অনুযায়ী ১৯ থেকে ৩০ জুলাই (শুক্রবার) পর্যন্ত মোট ১২ দিন এ স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী ৩১ জুলাই (শনিবার) থেকে এ বন্দর দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চতুর্দেশীয় আমদানি রপ্তানির কার্যক্রম পুনরায় শুরু হবে।
৩ বছর আগে