মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ১২ দিন বন্ধ থাকবে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যকার আমদানি-রপ্তানি কার্যক্রম।
সোমবার থেকে ৩০ জুলাই পর্যন্ত এ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপ।
আরও পড়ুন: ঈদুল আজহা: হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি ৬ দিন বন্ধ
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন ও সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন স্থলবন্দর বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বাংলাদেশে করোনায় একদিনে নতুন মৃত্যুর রেকর্ড ২৩১
আমদানি-রপ্তানি গ্রুপ জানায়, পবিত্র ঈদুল আজহা ও সরকারি ছুটি সমন্বয় করে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্ট, ব্যবসায়ী ও শ্রমিক নেতৃবৃন্দ যৌথভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আরও পড়ুন: মহানবীর ব্যঙ্গচিত্র আঁকা কার্টুনিস্ট ওয়েস্টারগার্ডের মৃত্যু
এই সিদ্ধান্ত অনুযায়ী ১৯ থেকে ৩০ জুলাই (শুক্রবার) পর্যন্ত মোট ১২ দিন এ স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী ৩১ জুলাই (শনিবার) থেকে এ বন্দর দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চতুর্দেশীয় আমদানি রপ্তানির কার্যক্রম পুনরায় শুরু হবে।