দুই ছেলে
ঠাকুরগাঁওয়ে নদী থেকে মা ও দুই ছেলে হাত বাঁধা লাশ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের ১৮ ঘণ্টা পর মা ও দুই সন্তানের হাত বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের তীরনই নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
তারা হলেন- উপজেলার কাশিপুর গ্রামের আব্দুর রহিমের স্ত্রী নাসিমা বেগম (৪০) এবং তার দুই ছেলে শাওন (৮) ও সাফায়েত (৫)।
আরও পড়ুন: গাজীপুরের টঙ্গীতে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর থেকে দুই সন্তানসহ নাসিমা বেগম নিখোঁজ ছিলেন। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাচ্ছিলেন না।
পরে বুধবার সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের তীরনই নদীতে তাদের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এ সময় স্বজনরাও ঘটনাস্থলে গিয়ে শনাক্ত করেন।
মাজেদুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, লাশ তিনটির হাত মায়ের ওড়না দিয়ে বাঁধা ছিল। অনেকে ধারণা করছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আবার কেউ কেউ বলেছেন পরিবারের সঙ্গে অভিমান করে মা সন্তানদের হাত বেঁধে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, গতকাল বুধবার গভীর রাত পর্যন্ত তাদের খোঁজ করা হয়েছে, কিন্তু পাওয়া যায়নি। আজ তাদের লাশ পাওয়া গেছে। লাশ উদ্ধারের সময় মায়ের পরনের ওড়না দিয়ে ছেলেদের হাত বাঁধা অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করতে ছেলেদের হাত বেঁধে মা নদে ঝাঁপ দেন। এ ঘটনায় পেছনে কোনো প্ররোচনা থাকতে পারে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম জানান, মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন: সিলেটে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ছেলেকে বাঁচানোর ১৭ ঘণ্টা পর নিখোঁজ মায়ের লাশ উদ্ধার
১ বছর আগে
সেজান জুস অগ্নিকাণ্ড: হাসেম, ২ ছেলের জামিন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হাসেম ফুডস লিমিটেডের কারখানায় অগ্নিকান্ডে ৫২ শ্রমিকের প্রাণহানির ঘটনায় গ্রেপ্তারকৃত প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম.এ হাসেম ও তার দুই ছেলে জামিন পেয়েছেন।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে কারখানায় আগুন: গেটে তালা থাকায় এতো প্রাণহানি
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল জানান, ভার্চুয়াল শুনানিতে আসামিপক্ষের আইনজীবী এই মামলায় কারাবন্দি ছয় আসামির জামিন আবেদন করলে আদালত এম.এ. হাসেম এবং তার দুই ছেলে তারেক ইব্রাহিম ও হাসিব বিন হাসেম এর জামিন মঞ্জুর করেন। এছাড়া আদালত প্রতিষ্ঠানটির ডিজিএম ও প্রধান নির্বাহী কর্মকর্তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের তদন্ত ‘আইওয়াশ’: বিএনপি
এর আগে গত ৮ জুলাই বিকেলে রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুডস লিমিটেডের কারখানার ছয়তলার একটি ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় আগুনে পুঁড়ে নিহত হয় কারখানার ৫২ জন শ্রমিক-কর্মচারী। ঘটনার পরদিন রাতে উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টন নাজিম উদ্দিন বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযান শেষ, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
ওই মামলায় আসামি করা হয় সজীব গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম, তার চার ছেলে ও তিন কর্মকর্তাকে।
পুলিশের দায়ের করা এই মামলার পর শ্রম আদালতে শ্রম আইনের ৮০ ধারায় প্রতিষ্ঠানের মালিক ও ডিজিএমের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কতৃপক্ষ।
৩ বছর আগে