ডেল্টা ভ্যারিয়েন্ট
দেশে ২৪ ঘণ্টায় আরও ২৩৭ মৃত্যু, শনাক্ত ১০,৪২০
করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের মাঝে গেলো ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৩৯৮ জনে। একই সময়ে শনাক্ত হয়েছে আরও ১০ হাজার ৪২০ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জনে দাঁড়িয়েছে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৪৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ২৩.৪৫ শতাংশ।
এ পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার ১.৬৯ শতাংশ। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন। দেশে সুস্থতার হার ৯০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১০৫ জন, খুলনা বিভাগে ২০ জন, চট্টগ্রামে ৫৪ জন, রংপুরে ৬ জন, বরিশালে ৮ জন, সিলেটে ২৩ জন, রাজশাহীতে ১০ জন এবং ময়মনসিংহে ১১ জন মারা গেছেন।
বিশ্ব পরিস্থিতি
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৩ লাখ ১৩ হাজার ৩৪২ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৩৯ লাখ ২৫ হাজার ০২২ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৪৪৭ কোটি ৫৮ লাখ ৪২ হাজার ৭৮১ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৬০ লাখ ৫০ হাজার ৬৩০ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ১৮ হাজার ১০৮ জন।
অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬৪ হাজার ৭৭৩ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ২ লাখ ১২ হাজার ৬৪২ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট ৩ কোটি ১৯ লাখ ৯৮ হাজার ১৫৮ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২৮ হাজার ৬৮২ জনে।
আরও পড়ুন: সিনোফার্মের আরও ৬ কোটি টিকা ক্রয়ের অনুমোদন
চেনা রূপে ফিরেছে রাজধানী
বিশ্বে করোনা আক্রান্ত প্রায় ২০ কোটি ৪০ লাখ মানুষ
৩ বছর আগে
১২ আগস্টের পর মডার্নার প্রথম ডোজ দেয়া বন্ধ
মডার্না টিকার দ্বিতীয় ডোজ নিশ্চিত করার লক্ষ্যে সরকার ১২ আগস্টের পর সারাদেশে প্রথম ডোজ দেয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ১২ আগস্টের পর দেশব্যাপী মডার্না টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ থাকবে।
আরও পড়ুনঃ খুলনায় ফের যুবককে একসাথে ২ ডোজ টিকা প্রদান
তবে যেসব কেন্দ্রে টিকার প্রথম ডোজ মজুদ রয়েছে সেসব স্থানে দ্রুত প্রথম ডোজ দেয়ার কাজ সম্পন্ন করে দ্বিতীয় ডোজ দেয়া শুরু করতে হবে।
শিগগিরই চাহিদা অনুযায়ী দ্বিতীয় ডোজ টিকা কেন্দ্রে পাঠানো হবে বলে বলা হয়েছে।এছাড়াও ১৪ আগস্ট থেকে সিনোফার্মের দ্বিতীয় ডোজ দেয়া শুরু করতে বলা হয়।
কর্তৃপক্ষকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
আরও পড়ুনঃ ঢাকার পথে সিনোফার্মের ১৭ লাখ টিকা
দেশে করোনা পরিস্থিতি
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের মাঝে গেলো ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এটি দেশে এক দিনে করোনায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর ঘটনা। এর আগে গত ৫ আগস্টও আগের ২৪ ঘণ্টায় ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ১৬১ জনে।
আরও পড়ুনঃ দুর্গম পাহাড়েও পৌঁছালো টিকা
২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে আরও ১১ হাজার ১৬৪ জন। এনিয়ে মোট মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ৪২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার শতকরা ২৩.৫৪ শতাংশ।
আরও পড়ুনঃ কক্সবাজারে ৩৪ রোহিঙ্গা ক্যাম্পে টিকা দেয়া শুরু
এই পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার ১.৬৮ শতাংশ। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১২ লাখ ৩৪ হাজার ৭৬২ জন। দেশে সুস্থতার হার ৮৯.৭১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৯২ জন, খুলনা বিভাগে ২৭ জন, চট্টগ্রামে ৬০ জন, রংপুরে ১৪ জন, বরিশালে ১১ জন, সিলেটে ১৭ জন, রাজশাহীতে ২৫ জন এবং ময়মনসিংহে ১৮ জন মারা গেছেন।
৩ বছর আগে
বিশ্বে করোনার ছোবলে প্রাণ গেছে ৪১ লাখেরও বেশি মানুষের
মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ডেল্টা ভ্যারিয়েন্টের ছোবলে পুরো বিশ্বজুড়ে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত সারা বিশ্বে এই মহামরিতে ৪১ লাখ ১৪ হাজার ২৬৭ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ১৩ লাখ ৮৯ হাজার ৭২৭ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত বিশ্বে ৩৮৯ কোটি ৪৯ লাখ ৮০ হাজার ২৮৭ ডোজ টিকা দেয়া হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট সনাক্তের সংখ্যা তিন কোটি ৪১ লাখ ৭৪ হাজার ৬৮২ জন। আর মৃতের সংখ্যা ৬লাখ ৯ হাজার ৫২৯ জনে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: করোনার মধ্যে আবার এলো ঈদ
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় গত মঙ্গলবার জানিয়েছে, গত ২৪ ঘন্টায় এক হাজার ৪৫২ জনের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৩০২ জনে। এই সময়ে ব্রাজিলে নতুন সনাক্ত হয়েছে ২৭ হাজার ৮৯৬ জনের। এতে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৯৪ লাখ ১৯ হাজার ৭৪১ জনে। যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলে সবচেয়ে বেশি মানুষের করোনায় মৃত্যু হয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ভারতের পর করোনা আক্রান্তে দেশটির অবস্থান তৃতীয়।
করোনায় বিপর্যস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান তৃতীয়। ভারতের কেন্দ্রিয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, এখানে গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ১২৩ জন নতুন করে সনাক্ত হয়েছে। এতে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন কোটি ১২ লাখ ১৫ হাজার ১৪২ জনে। এ ছাড়া সোমবার এই মহামারিতে ৪৮৯ জন মারা গেছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ১৮ হাজার ৫১১ জনে।
আরও পড়ুন: চট্টগ্রামে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত
বাংলাদেশের করোনা পরিস্থিতি
সোমবার দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যুর পর গেলো ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২০০ জনের। এসময় করোনা শনাক্ত হয়েছে আরও ১১ হাজার ৫৭৯ জনের।
মঙ্গলবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে, নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৩২৫ জন। এছাড়া আক্রান্তের সংখ্যা ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৫১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার শতকরা ২৯.৩১ শতাংশ। এই পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার ১.৬২ শতাংশ। সুস্থ হয়েছে ৯ লাখ ৫১ হাজার ৩৪০ জন, সুস্থতার হার ৮৪.২৭ শতাংশ।
আর পড়ুন: ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য সরাবে ডিএসসিসি
৩ বছর আগে
কোভিড-১৯: বিশ্বব্যাপী মৃত্যু প্রায় ৪১ লাখ
মহামারি করোনাভাইরাসের নতুন ডেল্টা ভ্যারিয়েন্টের ফলে পুরো বিশ্বজুড়ে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪০ লাখ ৯৫ হাজার ৬৫০ জনে পৌঁছেছে।
এছাড়া একই সময়ে আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৭১ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৩৬৪কোটি ৬৫ লাখ ৬ হাজার ৮৪৩ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৪১ লাখ ২৯ হাজার ৯৪১ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৯ হাজার ২৩১ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪২ হাজার ৭৫৬ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৯৩ লাখ ৯১ হাজার ৮৪৫ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে শেষ খবর পাওয়া পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১১ লাখ ৪৪ হাজার ২২৯ জন। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ১৪ হাজার ১০৮ জনে।
পড়ুন: বাংলাদেশে করোনায় একদিনে নতুন মৃত্যুর রেকর্ড ২৩১
বাংলাদেশ পরিস্থিতি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৩১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ১২৫ জনে।
সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৩২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ১৭ হাজার ৩১০ জনে।
এর আগে গত ১১ জুলাই করোনায় সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যুর রেকর্ড করা হয়।
পড়ুন: গাজীপুরে নিবন্ধন ছাড়াই পোশাক শ্রমিকদের টিকা দেয়া শুরু
করোনা মহামারির মধ্যেই হজ্জের আনুষ্ঠানিকতা শুরু
এর আগে রবিবার অধিদপ্তর জানায়, আগের ২৪ ঘণ্টায় দেশে ২২৫ জনের মৃত্যু এবং ১১ হাজার ৫৭৮ জন আক্রান্ত হয়েছেন।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫ হাজার ১২টি। শনাক্তের হার ২৯.৫৯ শতাংশ। এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর হার ১.৬২ শতাংশ।
এদিকে, একদিনে আরও ৯ হাজার ৩৩৫ জন সুস্থ হয়েছেন। এনিয়ে দেশে মোট সুস্থ হয়েছে ৯ লাখ ৪১ হাজার ৩৪৩ জন, সুস্থতার হার ৮৪.২৫ শতাংশ।
৩ বছর আগে