মডার্না টিকার দ্বিতীয় ডোজ নিশ্চিত করার লক্ষ্যে সরকার ১২ আগস্টের পর সারাদেশে প্রথম ডোজ দেয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ১২ আগস্টের পর দেশব্যাপী মডার্না টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ থাকবে।
আরও পড়ুনঃ খুলনায় ফের যুবককে একসাথে ২ ডোজ টিকা প্রদান
তবে যেসব কেন্দ্রে টিকার প্রথম ডোজ মজুদ রয়েছে সেসব স্থানে দ্রুত প্রথম ডোজ দেয়ার কাজ সম্পন্ন করে দ্বিতীয় ডোজ দেয়া শুরু করতে হবে।
শিগগিরই চাহিদা অনুযায়ী দ্বিতীয় ডোজ টিকা কেন্দ্রে পাঠানো হবে বলে বলা হয়েছে।এছাড়াও ১৪ আগস্ট থেকে সিনোফার্মের দ্বিতীয় ডোজ দেয়া শুরু করতে বলা হয়।
কর্তৃপক্ষকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
আরও পড়ুনঃ ঢাকার পথে সিনোফার্মের ১৭ লাখ টিকা
দেশে করোনা পরিস্থিতি
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের মাঝে গেলো ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এটি দেশে এক দিনে করোনায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর ঘটনা। এর আগে গত ৫ আগস্টও আগের ২৪ ঘণ্টায় ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ১৬১ জনে।
আরও পড়ুনঃ দুর্গম পাহাড়েও পৌঁছালো টিকা
২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে আরও ১১ হাজার ১৬৪ জন। এনিয়ে মোট মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ৪২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার শতকরা ২৩.৫৪ শতাংশ।
আরও পড়ুনঃ কক্সবাজারে ৩৪ রোহিঙ্গা ক্যাম্পে টিকা দেয়া শুরু
এই পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার ১.৬৮ শতাংশ। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১২ লাখ ৩৪ হাজার ৭৬২ জন। দেশে সুস্থতার হার ৮৯.৭১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৯২ জন, খুলনা বিভাগে ২৭ জন, চট্টগ্রামে ৬০ জন, রংপুরে ১৪ জন, বরিশালে ১১ জন, সিলেটে ১৭ জন, রাজশাহীতে ২৫ জন এবং ময়মনসিংহে ১৮ জন মারা গেছেন।