তরল স্বর্ণ জব্দ
শাহজালাল বিমানবন্দরে ১৪ কেজি তরল স্বর্ণ জব্দ, আটক ৩
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার ভোরে ১৪ কেজি তরল স্বর্ণসহ তিন যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন)।
আটকরা হলেন মো. রিয়াজুল হাসান (৪৬), মোহাম্মদ আমিন (৩৫) ও মোকারাম খান (৩৩)।
বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক ইউএনবিকে তিনজনের আটকের খবর নিশ্চিত করেছেন।
পড়ুন: ঢাকা বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ যাত্রী গ্রেপ্তার
তিনি বলেন, ‘তার্কিশ এয়ারলাইন্সের একটি বিমান ভোর সাড়ে ৪টার দিকে বিমানবন্দর অবতরণ করে। এসময় তিন যাত্রীকে সন্দেহ হলে চ্যালেঞ্জ করা হয়।’
জিয়াউল হক বলেন, একটি বিশেষ প্রক্রিয়ায় যাত্রীদের শরীরের বিভিন্ন অংশে পেঁচিয়ে রাখা ১৪ কেজি স্বর্ণ জব্দ করা হয়।
পড়ুন: ‘কে-নাইন’: ঢাকা বিমানবন্দরের নিরাপত্তায় অন্যন্য এক বাহিনী
শাহজালাল বিমানবন্দরে ৫২ স্বর্ণের বার জব্দ, আটক ১
৩ বছর আগে