রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল
২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে রামেকে ১০ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ছয় জন, উপসর্গ নিয়ে তিন ও করোনা নেগেটিভ হয়েও একজন মারা গেছেন।
শনিবার সকাল ৯টা থেকে রবিবার সকাল ৯টার পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এর আগের ২৪ ঘণ্টায় মারা গেছেন পাঁচজন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় করোনা উপসর্গে ১ মৃত্যু, শনাক্ত ২২
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে হাসপাতালে ছয়জন মারা গেছেন। এদের মধ্যে পাঁচজন মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। এ ছাড়া ১৪ নম্বর ওয়ার্ডে তিন জন, ১৭ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।
আরও পড়ুন: করোনা: বিশ্বে আক্রান্তের সংখ্যা ২২ কোটি ছাড়াল
তিনি জানান, রবিবার সকাল ৯টা পর্যন্ত ২৮৬ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৪৫ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ১৪২।
বর্তমানে হাসপাতালে আক্রান্ত ৬৩ জন ও উপসর্গ নিয়ে ৬৩ জন ভর্তি রয়েছেন। করোনা ধরা পড়েনি ভর্তি ১৯ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৭ জন। আর এক দিনে হাসপাতাল ছেড়েছেন ২৪ জন।
আরও পড়ুন: করোনায় সিরাজগঞ্জের এমপি স্বপনের মৃত্যু
প্রসঙ্গত, চলতি সেপ্টেম্বরের এই পাঁচদিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৭ জন। এর মধ্যে করোনায় ১৬ জন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ১৪ জন এবং করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় পাঁচ জনের মৃত্যু হয়।
৩ বছর আগে
করোনা ও উপসর্গে রামেকে ১০ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে করোনায় চার জন ও উপসর্গ নিয়ে আরও চার জন মারা গেছেন।
এছাড়া করোনা নেগেটিভ হয়েও পরবর্তী শারীরিক স্বাস্থ্য জটিলতায় আরও দুইজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: খুলনা বিভাগে করোনায় ১৪ জনের মৃত্যু
মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর তিন জন, চাঁপাইনবাবগঞ্জের চার, নাটোরের দুই ও নওগাঁর একজন রয়েছেন। এদের মধ্যে চার জন পুরুষ ও ছয় জন নারী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৯ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২০ জন। মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১৪৫ জন।
আরও পড়ুন: সিলেটে করোনায় ৮ মৃত্যু, শনাক্ত ৮০
করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৭৪ জনের করোনা পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪৫ জন, তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনা নেগেটিভ হয়েও পরবর্তী শারীরিক স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ২৬ জন।
৩ বছর আগে
রামেক হাসপাতালে হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা হঠাৎ বেড়েছে। টানা ছয় দিন করোনা ইউনিটে মৃতের সংখ্যা ১০ জনের নিচে ছিল। তবে গত ২৪ ঘণ্টায় তা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।
সোমবার সকাল ৬টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়েছে। এর আগের দিন রবিবার সাত জনের মৃত্যু ছিলো।
আরও পড়ুন: কুষ্টিয়ায় করোনা মৃত্যু ও শনাক্ত কমেছে
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, এ হাসপাতালে করোনায় আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ছয় জন। এছাড়াও করোনা নেগেটিভ হয়েও পরবর্তী শারীরিক স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় আরও এক জনের মৃত্যু হয়েছে।
তিনি জানান, মারা যাওয়াদের মধ্যে সাত জন পুরুষ ও সাত জন নারী। যাদের মধ্যে আট জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে চার জন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন।
আরও পড়ুন: বরিশালে করোনায় ৬ জনের মৃত্যু
শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৯ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৫ জন। সোমবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১৬১ জন।
৩ বছর আগে
রামেকের করোনা ইউনিটে আরও ১৩ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে কোভিড আক্রান্ত আরও পাঁচজন এবং উপসর্গ নিয়ে সাত জন মারা গেছেন। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় আরও একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত কোভিড ইউনিটে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
আরও পড়ুন: আক্রান্ত ও উপসর্গে বরিশাল বিভাগে ১৪ মৃত্যু
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে সাত জন পুরুষ ও ছয় জন নারী। যাদের মধ্যে সাত জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চার জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে এক জন এবং ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে এক জন।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ৪০ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৪ জন। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত কোভিড ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ৩২৫ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন।
আরও পড়ুন: করোনায় চলে গেলেন সাংবাদিক ডালিম
কোভিড ইউনিটে চিকিৎসাধীন রোগিদের মধ্যে ১৭৯ জনের করোনা পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ৮৭ জন। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ৫৯ জন।
৩ বছর আগে
রামেকের করোনা ইউনিটে ২১ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনায় পাঁচ জন ও উপসর্গ নিয়ে ১৪ জন মারা গেছেন। এছাড়াও করোনামুক্ত হয়ে পরবর্তী স্বাস্থ্য জটিলতায় আরও দুইজনের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
আরও পড়ুন: আক্রান্ত ও উপসর্গে বরিশাল বিভাগে ১৭ মৃত্যু
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১২ জন পুরুষ ও নয়জন নারী।
তাদের মধ্যে ১০ জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাত জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে একজন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে তিন জন রয়েছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ৪৩ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৪ জন। মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত কোভিড ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৮০ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন।
আরও পড়ুন: করোনা: ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৮ মৃত্যু, আক্রান্ত ১৭১
কোভিড ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ১৯৭ জন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১৫ জন ভর্তি রয়েছেন। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন রয়েছেন ৬৮ জন।
৩ বছর আগে
করোনায় রামেক হাসপাতালে আরও ১২ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চার জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচজন। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় মারা গেছেন আরও তিনজন।
শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
আরও পড়ুন: করোনা ও উপসর্গে কুষ্টিয়ায় আরও ৯ মৃত্যু
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ৪৩ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ জন। শনিবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ৪০৭ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন।
আরও পড়ুন: স্বামীর মৃত্যু শোকে ডাক্তার, নার্সদের ছুরিঘাতের চেষ্টা
করোনা ইউনিটে চিকিৎসাধীনদের মধ্যে ২০৩ জন করোনা রোগী রয়েছেন। উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৩৩ জন। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন রয়েছেন ৭১ জন।
৩ বছর আগে
আক্রান্ত ও উপসর্গে রামেকে ১৫ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় পাঁচজন ও উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়ে পরবর্তী স্বাস্থ্য জটিলতায় মারা গেছেন আরও দুইজন।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক শামীম ইয়াজদানী।
আরও পড়ুন: খুলনা বিভাগে করোনায় ৩৬ মৃত্যু
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও কুষ্টিয়ায় একজন করে এবং নাটোর ও পাবনার দুই জন করে রয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৭ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৪ জন। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ৪০৩ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ১৯ জন।
আরও পড়ুন: বরিশাল বিভাগে একদিনে ২৮ মৃত্যু, শনাক্ত ৬২৪
হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ১৮২ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১৪২ জন। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন ৭৯ জন।
৩ বছর আগে
রামেক হাসপাতালে আরও ১৭ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আক্রান্ত ছয়জন ও উপসর্গ নিয়ে আরও আট জন মারা গেছেন। এছাড়াও করোনামুক্ত হয়ে পরবর্তী স্বাস্থ্য জটিলতায় মারা গেছেন আরও তিন জন।
বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়।
আরও পড়ুন: খুলনা বিভাগে করোনায় আরও ৩৪ প্রাণহানি
বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এক প্রতিবেদনে জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে রাজশাহীর পাঁচ জন, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জের তিন জন করে, নাটোরের চার এবং নওগাঁ ও কুষ্টিয়ার একজন করে রয়েছেন। এদের মধ্যে নয় জন পুরুষ ও আটজন নারী। নয় জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চার জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে দুই জন ও ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে দুজন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ৩৯ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৬ জন। বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৯১ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন।
আরও পড়ুন: বরিশাল বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যু ৩২
করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ১৮৮ জনের করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১২৬ জন। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ৭৭ জন।
৩ বছর আগে
রামেক হাসপাতালে ১৮ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় ছয় জন এবং উপসর্গ নিয়ে সাত জন মারা গেছেন। এছাড়া করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় মারা গেছে আরও পাঁচজন।
শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টার মধ্যে হাসাপাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়
আরও পড়ুন: আক্রান্ত ও উপসর্গে কুষ্টিয়ায় ১৮ মৃত্যু
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর ছয় জন, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার এক জন করে, নাটোরের চার এবং নওগাঁর ও পাবনার তিন জন করে রয়েছেন। এদের মধ্যে ১১ জন পুরুষ ও সাত জন নারী।
গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ৫৩ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৬ জন।
রবিবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে ভর্তি আছে ৪১৮ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ১৮ জন।
ভর্তিকৃত রোগীদের মধ্যে ১৯৫ জনের করোনা পজেটিভ ও ১৬০ জনের উপসর্গ রয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন রয়েছেন ৬৩ জন।
আরও পড়ুন: রামেকে করোনা ও উপসর্গে ১৩ মৃত্যু
হাসপাতাল পরিচালক আরও জানান, শনিবার দু’টি ল্যাবে রাজশাহী জেলার ৪২৮ জনের নমুনা পরীক্ষা করে ১৪০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৯ শতাংশ বেড়ে শনাক্তের হার ৩২ দশমিক ৭১ শতাংশ।
৩ বছর আগে
রামেকে করোনা ও উপসর্গে ১৩ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক দিনে করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে সাত জন করোনা উপসর্গ নিয়ে এবং পাঁচ জন করোনায় মারা যায়। এছাড়া করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় আরও একজন মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টার মধ্যে রামেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
আরও পড়ুন: করোনা: কুষ্টিয়ায় আরও ৮ মৃত্যু
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর ছয়জন, চাঁপাইনবাবগঞ্জের এক, নাটোর ও নওগাঁয় তিন জন করে রয়েছেন। এ নিয়ে চলতি জুলাই মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৫৩ জনে।
এর মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১৭৯ জন। আর শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার পর নমুনা পরীক্ষার আগেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩৩৬ জন। বাকি ৩৮ জন মারা যান করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায়।
আরও পড়ুন: করোনা : শাবির ল্যাবে শনাক্তের হার ১৮ দশমিক ৮৭ শতাংশ
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ৬৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫০ জন। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে ভর্তি আছে ৪২৫ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন।
৩ বছর আগে