রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা হঠাৎ বেড়েছে। টানা ছয় দিন করোনা ইউনিটে মৃতের সংখ্যা ১০ জনের নিচে ছিল। তবে গত ২৪ ঘণ্টায় তা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।
সোমবার সকাল ৬টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়েছে। এর আগের দিন রবিবার সাত জনের মৃত্যু ছিলো।
আরও পড়ুন: কুষ্টিয়ায় করোনা মৃত্যু ও শনাক্ত কমেছে
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, এ হাসপাতালে করোনায় আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ছয় জন। এছাড়াও করোনা নেগেটিভ হয়েও পরবর্তী শারীরিক স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় আরও এক জনের মৃত্যু হয়েছে।
তিনি জানান, মারা যাওয়াদের মধ্যে সাত জন পুরুষ ও সাত জন নারী। যাদের মধ্যে আট জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে চার জন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন।
আরও পড়ুন: বরিশালে করোনায় ৬ জনের মৃত্যু
শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৯ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৫ জন। সোমবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১৬১ জন।