দোকানি নিহত
বগুড়ায় বখাটেদের ছুরিকাঘাতে দোকানি নিহত
সিগারেট ধরাতে নিষেধ করায় বগুড়ায় বখাটেদের ছুরিকাঘাতে মুদি দোকানি ছেলে নিহত ও বাবা আহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৮টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত রাকিব হোসেন হৃদয় (২৫) শহরের কৈপাড়ার মামুনুর রশিদের (৫৫) ছেলে। এ ঘটনায় মামুনুর আহত হয়েছেন। তাকে শজিমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পড়ুন: রাজশাহীতে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় শহরের কৈপাড়া এলাকার বখাটে আশিক ও স্বাধীন সিগারেট জ্বালানোর জন্য নিহত হৃদয়ের দোকানে আসে। ওই সময় নিহতের বাবা তাদের নিষেধ করলে বখাটেদের সাথে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে আশিক ও স্বাধীন সেখান থেকে চলে যায়। এরপর ৫ থেকে ৭ জন যুবককে সাথে নিয়ে এসে দেশীয় অস্ত্রসহ দোকানে হামলা করে হৃদয় ও তার বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যান।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। তবে কেউ আটক হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে।
পড়ুন: গাইবান্ধায় ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা ‘খুন ’
পটিয়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত
৩ বছর আগে