অলিম্পিক গেমস
অলিম্পিক গেমসের উদ্বোধনের দিনে ফ্রান্সে অগ্নিসংযোগ, দ্রুতগতির ট্রেন চলাচল ব্যাহত
অলিম্পিক গেমসের উদ্বোধনীর দিনে অগ্নিসংযোগের কারণে ফ্রান্সের আটলান্টিক, উত্তর ও পূর্বাঞ্চলীয় রুটে টিজিভি হাইস্পিড ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (২৬ জুলাই) সকালে দেশটির জাতীয় রেল কোম্পানি এসএনসিএফ এই তথ্য জানিয়েছে।
এসএনসিএফ জানায়, এই হামলায় অন্তত ৮ লাখ যাত্রী ভোগান্তিতে পড়েছেন। কিছু ট্রেনের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় বিপুল সংখ্যক ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: গাজায় যুদ্ধাপরাধীদের গ্রেপ্তারের আবেদনে ফ্রান্স-বেলজিয়ামের সমর্থন
দেশটির ক্রীড়া এবং অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস মন্ত্রী অ্যামেলি ওডিয়া-কাস্তেরা স্থানীয় সংবাদমাধ্যম বিএফএমটিভিকে জানান, এর কারণে প্যারিস অলিম্পিক গেমসের উদ্বোধনী দিনে বিঘ্ন ঘটতে পারে এবং ছুটির দিনেও এটি অব্যাহত থাকতে পারে।
শুক্রবার দেশটির পরিবহনমন্ত্রী প্যাট্রিস ভারগ্রিয়েট বিএফএমটিভিকে বলেন, 'আমাদের কাছে যেসব তথ্য আছে, তাতে দেখা যাচ্ছে হামলার ঘটনাগুলো পরিকল্পিত।’
এসএনসিএফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেছে, এসএনসিএফ কারিগরি দল সমস্যাটি শনাক্ত ও মেরামত শুরু করার জন্য ঘটনাস্থলে রয়েছে। তবে দক্ষিণ-পূর্ব রুটটি ক্ষতিগ্রস্ত হয়নি।
আরও পড়ুন: ২০৩০ সালের শীতকালীন ও প্যারা অলিম্পিক আয়োজন করবে ফ্রান্স
৪ মাস আগে
বিশ্বব্যাপী টিকার সমতা নিশ্চিতের আহবান ড. ইউনূসের
শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী টিকার সমতা নিশ্চিত করার আহবান জানিয়েছেন। সম্প্রতি এক ভার্চুয়াল প্রেসব্রিফিংয়ে তিনি এ আহবান জানান।
ড. ইউনূস বলেন, মানুষকে নিরাপদে রাখতে টিকা কেন্দ্রিক মুনাফা চক্র ভেঙে ফেলতে হবে। আমরা পেটেন্ট ফ্রি টিকা নিয়ে অনেক কথা বলেছি। আমরা এ নিয়ে কাজ করছি। কারণ টিকা নিয়ে বাণিজ্য চলছে, যা মানুষের টিকা প্রাপ্তি কঠিন করে তুলছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে সবার জন্য টিকা নিশ্চিত করার বিষয়ে কী প্রত্যাশা করছেন তা জানতে চাইলে তিনি জানান, বিশ্বব্যাপী টিকার সমতা নিশ্চিত করতে তাঁরা এক বছরেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছেন।
আরও পড়ুন: 'অলিম্পিক লরেল' পেয়ে সম্মানিত ও অভিভূত: ড. ইউনূস
এদিকে শুক্রবার জাপানের রাজধানী টোকিওতে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সময় অধ্যাপক ইউনূস ইতিহাসের দ্বিতীয় ব্যক্তি হিসাবে ‘অলিম্পিক লরেল’ অ্যাওয়ার্ড গ্রহণ করেন। ঢাকা থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে অংশ নেন তিনি।
অ্যাওয়ার্ড গ্রহণের পর ড. ইউনূস বলেন, 'অলিম্পিক লরেল’ গ্রহণ করে আমি সম্মানিত ও অভিভূত। এই অ্যাওয়ার্ড পাওয়ায় প্রতিটি বাংলাদেশি গর্বিত, কারণ বাংলাদেশ এখন পর্যন্ত অলিম্পিকে কোন মেডেল পায়নি। এখন সারাবিশ্বের মানুষ দেখবে যে একজন বাংলাদেশি কোন অলিম্পিক সম্মাননা পাচ্ছে। অনুষ্ঠানে সশরীরে থাকতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন।
তাকে শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন এবং শান্তিতে অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি(আইওসি)।
আরও পড়ুন: দেশে করোনায় মৃত্যু ১৬৬, শনাক্ত ৯,৬৩২
শুক্রবার এক ফেসবুক পোস্টে ড. ইউনূস বলেন, আইওসি খেলাধুলার সামাজিক দিকটিকে খুব গুরুত্ব সহকারে নিচ্ছে। খেলাধুলার মাধ্যমে পৃথিবীকে আরও শান্তিময় করে তোলার জন্য আইওসির প্রচেষ্টাকে সাধুবাদ জানান তিনি। এছাড়াও তিনি ক্রিড়াবিদদের জন্য শুভকামনা জানান।
এর আগে রিও ডি জেনেরিওতে ২০১৬ সালে অলিম্পিক লরেল পদকটি দেয়া হয়েছিল কেনিয়ার সাবেক অলিম্পিয়ান ও সমাজ পরিবর্তনকারী কিপ কেইনোকে। ঐ বছরই এই অ্যাওয়ার্ডের প্রবর্তন করা হয়।
আরও পড়ুন: ১৮ হলেই টিকা নেয়া যাবে, শিগগিরই বাস্তবায়ন
৩ বছর আগে
'অলিম্পিক লরেল' পেয়ে আমি অভিভূত: ড. ইউনূস
'অলিম্পিক লরেল’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, 'অলিম্পিক লরেল পেয়ে আমি সম্মানিত ও অভিভূত এবং আমি দুঃখিত কারণ আমি এই অনুষ্ঠানে থাকতে পারিনি।'
শুক্রবার জাপানের রাজধানী টোকিওতে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ইতিহাসের দ্বিতীয় ব্যক্তি হিসেবে ড. ইউনূস এই অ্যাওয়ার্ড পেলেন। তিনি ঢাকা থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে অংশ নেন।
আরও পড়ুন: বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের ৯৬ তম জন্মবার্ষিকী আজ
শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন এবং শান্তিতে অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি(আইওসি)।
শুক্রবার এক ফেসবুক পোস্টে ড. ইউনূস বলেন, আইওসি খেলাধুলার সামাজিক দিকটিকে খুব গুরুত্ব সহকারে নিচ্ছে। খেলাধুলার মাধ্যমে পৃথিবীকে আরও শান্তিময় করে তোলার জন্য আইওসির প্রচেষ্টাকে সাধুবাদ জানান তিনি। এছাড়াও তিনি ক্রিড়াবিদদের জন্য শুভকামনা জানান।
গ্রামীন ব্যাংক প্রতিষ্ঠার জন্য ২০০৬ সালে শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূস সম্মাননা গ্রহণ বক্তব্যে বলেন, 'আমি এই আয়োজনের জন্য শুভ কামনা জানাচ্ছি, এই সম্মাননার জন্য ধন্যবাদ। এটা আমার জন্য খুবই বিশেষ কিছু, ধন্যবাদ।'
আরও পড়ুন: লকডাউনেও আন্তর্জাতিক যাত্রীদের জন্য চলবে অভ্যন্তরীণ ফ্লাইট
এর আগে রিও ডি জেনেরিওতে ২০১৬ সালে অলিম্পিক লরেল পদকটি দেয়া হয়েছিল কেনিয়ার সাবেক অলিম্পিয়ান ও সমাজ পরিবর্তনকারী কিপ কেইনোকে। এ বছরই এই অ্যাওয়ার্ডের প্রবর্তন করা হয়।
আরও পড়ুন: বিশ্বে করোনায় মোট আক্রান্ত প্রায় ১৯ কোটি ২৫ লাখ
৩ বছর আগে