সারাদেশের পরিস্থিতি
কুমিল্লায় একদিনে সর্বোচ্চ ৮৩৬ শনাক্ত, মৃত্যু ১০
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে। একদিনে সর্বোচ্চ ৮৩৬ জন শনাক্ত হয়েছে। একই সময়ে ১০ জনের মৃত্যু হয়েছে।
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মোবারক হোসেন জানিয়েছেন, নতুন ৮৩৬ জন নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ২৪ হাজার ৬৬৫ জনে দাঁড়িয়েছে। মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৭৭২ জন।
পড়ুন: দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ২৪৭ মৃত্যু, শনাক্তেও রেকর্ড
জেলায় গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ছয়জন পুরুষ এবং চারজন নারী। তাদের বয়স ৩৫ থেকে ৮০ বছরের মধ্যে। জেলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ৬৭২ জনে পৌঁছেছে।
সারাদেশের পরিস্থিতি
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে সর্বোচ্চ ২৪৭ জন মারা গেছেন, এর আগে সোমবার (১৯ জুলাই) সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫২১ জনে।
এছাড়া একই সময়ে সর্বোচ্চ ১৫ হাজার ১৯২ জন আক্রান্ত হয়েছেন। এর আগে চলতি মাসের ১৩ জুলাই সর্বোচ্চ ১৩ হাজার ৭৬৮ জন আক্রান্ত হয়েছিল। এনিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১১ লাখ ৭৯ হাজার ৮২৭জনে।
বিজ্ঞপ্তি অনুসারে, ২৪ ঘণ্টায় ৫০ হাজার ৯৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময় শনাক্তের হার শতকরা ২৯.৮২ শতাংশ। এ পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার ১.৬৫ শতাংশ।
পড়ুন: কুমিল্লায় আরও ১৫ মৃত্যু, করোনা শনাক্ত ৭০১
রাজশাহী হাসপাতালে করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু
এদিকে, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১১ হাজার ৫২জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৯ হাজার ৯৭৫ জন। সুস্থতার হার ৮৫.৬০ শতাংশ।
৩ বছর আগে