তাসনুভা আনান শিশির
টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ছবিতে তাসনুভা আনান শিশির
বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার নারী সংবাদ পাঠিকা তাসনুভা আনান শিশিরের ছবি টাইম ম্যাগাজিনের ২০২১ সালের বর্ষসেরা ১০০ ছবিতে স্থান পেয়েছে।
চলতি বছরের ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে তিনি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ‘বৈশাখী’তে নিয়মিত সংবাদ বুলেটিন পাঠ করেন।
দিনটি উপলক্ষে বৈশাখী টিভির বার্তাকক্ষে সহকর্মীদের সাথে একই শাড়ি পরা অবস্থায় তাঁর ছবিটি তোলেন বার্তা সংস্থা এএফফির চিত্রশিল্পী মুনির উজ জামান। আর তাঁর এ ছবিটিই বিখ্যাত এ ম্যাগাজিনের বর্ষসেরা ছবির তালিকায় স্থান করে নেয়।
টাইম তাদের ওয়েবসাইটে ছবিটির ক্যাপশনে লেখে, ‘৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার নারী সংবাদ পাঠিকা হিসেবে তাসনুভা আনান শিশির ঢাকায় তিন মিনিট সংবাদ পাঠ করেন। মুনির উজ জামান-এএফফি/গ্যাটে ইমেজ।’
এ বিষয়ে তাঁর অনুভূতি প্রকাশ করে শিশির বলেন, ‘বৈশ্বিক এই স্বীকৃতিতে আমি নিজ ও আমার সম্প্রদায়ের জন্য খুবই উত্তেজিত বিশেষ করে এমন একজন যিনি খুব প্রান্তিক পর্যায় থেকে এসেছে। আমার সম্প্রদায়ের মানুষের স্বীকৃতি পেতে হবে যে তারা সত্যিই কঠোর পরিশ্রম করে। এই ধরনের স্বীকৃতি সমাজে আমাদের মানুষের উন্নয়ন এবং যা তারা প্রাপ্য তা নিশ্চিত করতে আমাকে সহযোগিতা করবে।’
আরও পড়ুন: বাঁধাধরা নিয়ম ভেঙে নতুন উচ্চতায় তাসনুভা আনান শিশির
চটেছেন সাকিবপত্নী শিশির
৩ বছর আগে
বাঁধাধরা নিয়ম ভেঙে নতুন উচ্চতায় তাসনুভা আনান শিশির
আবারও সমাজের বেঁধে দেওয়া নিয়ম ভেঙে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন সুপরিচিত মডেল, শিল্পী ও সমাজকর্মী তাসনুভা আনান শিশির। এবার আন্তর্জাতিক মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহার হয়ে দেশের মূলধারার বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি।
রূপান্তরিত (ট্রান্সজেন্ডার) নারী হিসেবে প্রথমবারের মতো বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের বাণিজ্যিক বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন তাসনুভা আনান। জনপ্রিয় ব্র্যান্ড ইয়ামাহার মোটরসাইকেলের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করছে এসিআই মোটর্স।
আরও পড়ুন: তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রী
রেটরো পিকচার্সের ব্যানারে পরিচালক সজল আহমেদের নির্মিত এই বিজ্ঞাপনচিত্র ইতোমধ্যেই সামাজিক যোগযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বিজ্ঞাপন চিত্রে তাসনুভা এবং অভিনেতা নিলয় কর্মজীবী ভাই-বোনের মধুর সম্পর্কের এক দারুণ গল্প ফুটিয়ে তুলেছে।
বিজ্ঞাপনে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে শিশির ইউএনবিকে জানান, আন্তর্জাতিক একটি ব্র্যান্ডের হয়ে কাজ করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। বিজ্ঞাপনচিত্রে এটি তার দ্বিতীয় কাজ বলে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: শেরপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে জমিসহ ঘর হস্তান্তর
শিশির ইউএনবিকে বলেন, ‘ইয়ামাহার মতো আন্তর্জাতিক একটি ব্র্যান্ডের জন্য কাজ করার ব্যাপারে প্রথমে কিছুটা মানসিক চাপের মধ্যে ছিলাম। কিন্তু সকলের অভূতপূর্ব সাহায্য ও সমর্থনের কারণে খুব দারুণভাবে শ্যুটিং সম্পন্ন হয়।’
বাংলাদেশের প্রথম রূপান্তরিত নারী হিসেবে এ বছর বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির বার্তা বিভাগে যোগদান করেন শিশির। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বৈশাখী টিভি এই পদক্ষেপ গ্রহণ করে।
বহু গুণের অধিকারী শিশির বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধীনে গণস্বাস্থ্য বিষয়ে আন্তর্জাতিক স্নাতকোত্তর ডিগ্রি অর্জনে পড়ছেন। এছাড়া ২০০৭ সাল থেকেই নাট্যদল বটতলার সাথে মঞ্চনাটক নিয়ে কাজ করছেন।
আরও পড়ুন: যশোরে তৃতীয় লিঙ্গের তরুণীকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার ১
সম্প্রতি নির্মাতা অনন্য মামুনের সিনেমা ‘কসাইয়’-এ গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন শিশির। আগামীতে নির্মাতা সৈয়দ শাহরিয়ারের চলচ্চিত্র ‘গোল’-এ একজন ফুটবল কোচের চরিতে দেখা যাবে এই অভিনেত্রীকে।
পেশাদার কর্মজীবনে শিশির বিভিন্ন সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের হয়ে কাজ করেছেন।
৩ বছর আগে