কল সেন্টারের মালামাল চুরি
সিলেটে কল সেন্টারের মালামাল চুরি
সিলেট নগরীতে একটি কল সেন্টারে দিন-দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ কোটি টাকার মালামাল চুরি হয়েছে।
নগরীর নাইরপুরলস্থ আলিবাগ টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত ফেইথ ফোন কল সেন্টারে শুক্রবার দুপুরে ওই চুরির ঘটনা ঘটে।
আরও পড়ুন: চুরি হওয়া শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন কলেজ শিক্ষার্থী
‘ফেইথ ফোন কল সেন্টার’র চিফ অপারেশন অফিসার শফিকুল ইসলাম রাজন বলেন, ‘আমাদের ব্যবসা প্রতিষ্ঠান শুক্র ও শনিবার বন্ধ থাকে। এই সুযোগে শুক্রবার দুপুর সোয়া ১টায় প্রতিষ্ঠানের সামনের কলাপসিবল গেটের তালা ভেঙে চোর ভেতরে ঢুকে একটি আইম্যাক কম্পিউটার, কাস্টমারের সাথে যোগাযোগের মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। চুরি হওয়া কম্পিউটারে আমাদের ৩ হাজারের অধিক কাস্টমারের সকল তথ্য সংগৃহীত ছিলো। তাই এই কম্পিউটারের মূল্য ১০ কোটি টাকার চাইতেও বেশি।
তিনি বলেন, আমরা ধারণা করছি- আমাদের কোনো ব্যবসায়ী প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনায় আমরা সিলেট কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
আরও পড়ুন: মোটর সাইকেল চুরির মামলার আসামি পৌর কাউন্সিলর গ্রেপ্তার
সিলেটে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ জানান, মামলা দায়েরের পরপরই প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চোরকে ধরতে অভিযান চালানো হবে।
৩ বছর আগে