মোস্তফা সরয়ার ফারুকী
‘তোদের অসভ্যতার শেষ হোক’: ফারুকী
কিছুদিন আগে মুক্তি পেয়েছিল মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ও অভিনীত সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। যেখানে দেখা যায় তার স্ত্রীর গর্ভে সন্তান থাকা অবস্থায় ফারুকী বাইরের প্রকট শব্দ নিয়ে কতটা আতঙ্কিত ছিলেন। সিনেমাটা যারা দেখেছেন তারা হয়তো বিষয়টি ভালোভাবেই লক্ষ্য করেছেন।
পর্দার সেই ফারুকীকে এবার বাস্তবেও একই ঘটনা নিয়ে আতঙ্কিত দেখা গেল। আর সেটি প্রকাশ পেল ফেসবুকে একটি স্ট্যাটাসের মধ্য দিয়ে।
সোমবার (১ জানুয়ারি) ফারুকী লিখেছেন, ‘নতুন বছর শুরু করতে হচ্ছে অভিশাপ দিয়ে। ঘুমন্ত সন্তান যখন কেঁপে কেঁপে ওঠে, তখন পিতা কেবল অভিশাপই দিতে পারে। কারো আনন্দের বিনাশ আমি কখনোই চাই না। কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি—তোদের অসভ্যতার শেষ হোক, শেষ হোক, শেষ হোক! সংযুক্তি: এখন বাজে রাত দুইটা।’
আরও পড়ুন: ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে মুক্তি পাচ্ছে ফারুকীর 'শনিবার বিকেল'
তবে একটি পোস্ট করেই শেষ করেননি ফারুকী। পরবর্তী পোস্টে তিনি এই সমস্যার সমাধান নিয়ে লেখেন, ‘উৎসব যেহেতু থাকবে, আবার এই শহরে ছোট শিশু-বয়স্ক মানুষ-রোগী-পশু-পাখিদেরও থাকতে হবে, তাহলে একটা উপায় বের করা যায়? পুরো শহরটাকে যুদ্ধক্ষেত্র না বানায়ে শহরের তিনটা জায়গা নির্দিষ্ট করে দেওয়া যায়? যেখানে উৎসব করার জন্য মানুষ জড়ো হবে। আমাদের এখানে তো আর সিডনি হারবার ব্রিজের মতো কোনো জায়গা নাই। আমাদের সব জায়গাইতো আবাসিক। সেই জন্য জায়গার পাশাপাশি সময়টাও বেঁধে দেওয়া দরকার! উচ্চশব্দ হয় এমন কোনো কিছু করলে এই বেঁধে দেওয়া সময়ের মধ্যে করতে হবে। তাতে করে নির্দিষ্ট করে দেওয়া জায়গাগুলার আশপাশের ভবনের মানুষেরা জানবে কোন সময়টাতে এ রকম শব্দ হতে পারে এবং সেই অনুযায়ী একটা প্রস্তুতি রাখতে পারে।’
তিনি আরও লেখেন, ‘আমরা যখন কোনো ছাদে দাঁড়াই, আমরা কিন্তু সেখান থেকে একটা আস্ত ইট নিয়ে বাইরের দিকে ছুঁড়ে মারি না! কারণ আমরা চিন্তা করি নিচে দিয়ে হেঁটে যাওয়া কারো না কারো মাথায় এটা পড়তে পারে, একটা অ্যাকসিডেন্ট হতে পারে। এই যে আমরা এটা ভাবি, এটাই মানুষের বৈশিষ্ট্য হওয়া উচিত। আমার কোনো কাজে অন্যের ক্ষতি হতে পারে কি না, এটা ভাবা মানুষের বেসিক জিনিস হওয়া উচিত। সবার নতুন বছর আনন্দের হোক, এমনকি যারা কালকে আমার মেয়েকে আতঙ্কের ওপর রাখছিলেন, তাদেরও!’
আরও পড়ুন: সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি: তিশা-ফারুকীর জীবনের প্রতিচ্ছবি?
১১ মাস আগে
সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি: তিশা-ফারুকীর জীবনের প্রতিচ্ছবি?
৫ নভেম্বর রবিবার রাত ৯টায় মুক্তি পেলো ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ এর দ্বিতীয় টিজার। প্রযোজনা প্রতিষ্ঠান চরকি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে টিজারটি শেয়ার করে। তার কিছুক্ষণ পরই নিজের ফেসবুক পেজে টিজারটি শেয়ার করেন ফিল্মটির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।
ভিন্ন ধারার এই চলচ্চিত্র নির্মাতা নিজেও থাকছেন চলচ্চিত্রটির মূখ্য চরিত্রে। আর এর মধ্য দিয়েই অভিনয় জগতে পদার্পণ করতে যাচ্ছেন ফারুকী। সঙ্গে থাকছেন সহধর্মিনী জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। প্রথম টিজারটি প্রকাশ পেয়েছিল ৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায়। তখন থেকেই মিডিয়া পাড়াসহ সকল ভক্তদের মধ্যে হৈচৈ শুরু হয়ে গেছে অটোবায়োগ্রাফি নিয়ে।
চলুন, জেনে নেওয়া যাক- এবার কী চমক অপেক্ষা করছে তিশা-ফারুকীর ভক্তদের জন্য।
আরও পড়ুন: সিনেমা নির্মাণের অনুপ্রেরণা পাচ্ছি না: অমিতাভ রেজা
সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি নির্মাণের পটভূমি
বাংলাদেশে জনপ্রিয় ওটিটি (ওভার-দ্যা-টপ) প্ল্যাটফর্ম চরকি তার দর্শকদের জন্য নির্মাণ করতে যাচ্ছে ১২ জন দেশ সেরা নির্মাতার ১২টি চলচ্চিত্র। ভালোবাসার গল্পগুলোকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হবে এই সিনেমাগুলোতে।
মোস্তফা সরয়ার ফারুকীর তত্ত্বাবধানে পরিচালিত প্রজেক্টটির নাম ‘মিনিস্ট্রি অব লাভ’। ইতোমধ্যে প্রজেক্টের ২টি মুভির কাজ শেষ হয়েছে, যেগুলোর পরিচালক ফারুকী নিজেই। এই সম্পন্ন হওয়া মুভি দুটোর একটি চঞ্চল চৌধুরী অভিনীত লাস্ট ডিফেন্ডার অফ মনোগ্যামী এবং আরেকটি এই সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি।
আরও পড়ুন: সর্বোচ্চ আয়কারী ১০ বাংলাদেশি চলচ্চিত্র
১ বছর আগে
অবশেষে মুক্তির অনুমতি পেল ‘শনিবার বিকেল’
দীর্ঘদিন ধরে মুক্তি আটকে ছিল মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমাটি। এ নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে প্রতিবাদ জানিয়েছেন। অবশেষে সকল বাঁধা কাটিয়ে মুক্তির অনুমতি পেল ‘শনিবার বিকেল’।
শনিবার (২১ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে জানিয়েছেন সাংবাদিক ও আপিল বোর্ড সদস্য শ্যামল দত্ত।
জানা যায়, ‘শনিবার বিকেল’ সিনেমাটি নিয়ে আপিল কমিটির সদস্যরা শুনানির সময়ে সিনেমাটির নির্মাতা–প্রযোজকের বক্তব্য শোনেন। যার ওপর ভিত্তি করে সিনেমাটি মুক্তির বিষয়ে অনুমতি প্রদান করা হয়।
‘শনিবারি বিকেল’ সিনেমাটির জন্য মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি ও সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে আহ্বায়ক করে সাত সদস্যের সেন্সর আপিল কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন: ‘হাওয়া’ ও ‘শনিবার বিকেল’ নিয়ে শিল্পীদের প্রতিবাদ
যেই সদস্যদের তালিকায় রয়েছেন- সংসদ সদস্য ও অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা, অভিনেত্রী সুচরিতা, সাংবাদিক শ্যামল দত্ত ও সাবেক অতিরিক্ত সচিব নূরুল করিম।
‘শনিবার বিকেল’-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার ও ইরেশ যাকের প্রমুখ।
উল্লেখ্য, ২০১৯ সালে ‘শনিবার বিকেল’ প্রদর্শনের উপযোগী নয় বলে মতামত প্রদান করেছিল সেন্সর বোর্ড। ২০১৬ সালের ১ জুলাই রাজধানীর হোলি আর্টিজানে জঙ্গি হামলার ওপর নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল।
পরবর্তীতে ২০২১ সালে ‘শনিবার বিকেল’ প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া আপিল শুনানির আবেদন জানায়।
আরও পড়ুন: ফিল্মমেকিংয়ের চেয়ে বড় কোনো অপরাধ তো আর নাই: ফারুকী
ভেসুলে দর্শক পছন্দে সেরা ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’
১ বছর আগে
‘ক্যারম’ নিয়ে ফারুকীর স্ট্যাটাস মিথ্যাচার, দাবি কচি খন্দকারের
অভিনেতা মোশাররফ করিমের জন্মদিন উপলক্ষে ফেসবুকে ‘ক্যারম’ নাটক নিয়ে এক স্মৃতিচারণ করেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
সেখানে তিনি আরও উল্লেখ করেন ‘ক্যারম’-এর স্ক্রিপ্টের জন্য অভিনেতা কচি খন্দকারকে ক্রেডিট দেয়ার কথা।
ফারুকী লেখেন, ‘শুটিংয়ের বাড়ির ক্যারম টুর্নামেন্ট। আমি আর আমরা সব ভাই-বেরাদর এক সাথে থাকতাম সেখানে- এটা সবাই জানেন। সেই আবাসিক ক্যাম্পে আমরা আবিষ্কার করি কচি খন্দকার মোটামুটি আমার ছোটবেলার বুড়ো ভার্সন। তখন আমরা প্রতি খেলায় হারার পর কচিকে অত্যাচার করার নানা সৃজনশীল উপায় আবিষ্কার করি। এবং কচি খেপেখুপে প্রায় প্রতিদিনই আমাদের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার উপক্রম হয়। আমি ঠিক করলাম এই সব নিয়েই ক্যারম নামে একটা টেলিফিল্ম বানাবো এবং কচি খন্দকারের প্রতি অত্যাচারের প্রতিদান হিসাবে তাকে স্ক্রিপ্ট রাইটার ক্রেডিট দেই। যদিও স্ক্রিপ্ট লেখা সেশনের সাথে তার আদতে কোনো সংস্পর্শ ছিলো না।’
এমন স্ট্যাটাসে হতবাক হয়েছেন অভিনেতা কচি খন্দকার। পরবর্তী তিনি ফেসবুকে এক স্ট্যাটাসের মধ্য দিয়ে ঘটনাটি মিথ্যাচার দাবি করে লেখেন, ‘মিথ্যা ক্রেডিট নিয়ে আমি মরতে চাই না। এই ক্যারাম লেখায় আমার নাকি কোনো ভূমিকা নাই। কিন্তু ঘটনা হাজার বছর আগের না, এই মাত্র সেদিনের কথা। ভাইব্রাদার জীবিত সবাই প্রায় জানে, তাদের সামনেই আমি আমার ক্যারামের স্ক্রিপ্ট পড়ি। এটাই সত্য ইতিহাস, এর মধ্যে কোনো মিথ্যাচার নাই।’
আরও পড়ুন: ফিল্মমেকিংয়ের চেয়ে বড় কোনো অপরাধ তো আর নাই: ফারুকী
ভেসুলে দর্শক পছন্দে সেরা ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’
২ বছর আগে
কন্যার ছবি প্রকাশ্যে আনলেন তিশা
তারকাদের সন্তানদের নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। এমনটা ঘটেছিল তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার ঘরে যেদিন নতুন অতিথি এলো।
কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকী জন্মের পর তাকে নিয়ে দুই তারকার সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট দেখা যায়। এবার প্রকাশ্যে এলো 'রাজকন্যা'র মুখ। বিবাহবার্ষিকীতে সন্তানের ছবি ফেসবুকে প্রকাশ করলেন নুসরাত ইমরোজ তিশা।
তিনটি ছবি প্রকাশ করে তিশা পোস্টে লিখেছেন, ‘দেখতে দেখতে বিয়ের ১২ বছর কাটিয়ে দিলাম। এই ১২ বছর সংসার জীবনের সবচাইতে সুন্দর উপহার আমাদের কন্যা আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, ২০১০ সালের ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। ১২ বছরের সংসার জীবনে এ বছর ৫ জানুয়ারি জন্ম নেয় তাদের প্রথম সন্তান ইলহাম নুসরাত ফারুকী।
আরও পড়ুন: মেহজাবিন 'আ্যম্বুলেন্স চালক'!
ঈদ উপলক্ষে মোশাররফ করিমের ‘অমানুষ’
২ বছর আগে
মেয়ের মা-বাবা হলেন তিশা-ফারুকী
ঘরে নতুন অতিথি আসার খবরটি কিছুদিন আগেই দিয়েছিলেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। বুধবার অভিনেত্রীর কোলজুড়ে এলো এক কন্যাসন্তান।
বুধবার রাত ৯টা ১৫ মিনিটে সুখবরটি তিশা নিজেই ফেসবুকে ভক্তদের জানান। তিনি লেখেন, ‘সৃষ্টিকর্তার বাগান থেকে আজ রাত ৮টা ২৭ মিনিটে সে বাবা-মায়ের ঘরে ভ্রমণ করেছে। আলহামদুলিল্লাহ। মা-মেয়ে দু’জনই সুস্থ আছেন।’
তিশা আরও জানান, কন্যার নাম রেখেছেন ইলহাম নুসরাত ফারুকী। পোস্টের সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন এই অভিনেত্রী। যদিও সেখানে মেয়ের চেহারা ইমোজি দিয়ে ঢেকে রেখেছেন। আর তিশার হাস্যোজ্জ্বল মুখ ও চোখে মাতৃত্বের আনন্দ ফুটে উঠেছে।
আরও পড়ুন: তিশার কোলে আসছেন নতুন অতিথি
অন্যদিকে মেয়ের বাবা মোস্তফা সরয়ার ফারুকী সন্তানকে কোলে নিয়ে একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। তবে সেখানেও মেয়ে চেহারা দেখা যাচ্ছে না।
ছবির সঙ্গে ফারুকী লেখেন, ‘শুরুতে ভেবেছিলাম সন্তান জন্মের পর স্বাভাবিক আবেগ কাজ করবে। কিন্তু আমরা আসলে জানি না, মেয়েকে কোলে নিয়ে দেখার পর কী ঘটে গেল। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। কৃতজ্ঞতা ও আনন্দের পানি। সবাই মা ও মেয়ের জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা ভালোবেসে ২০১০ সালে বিয়ে করেন।
আরও পড়ুন: চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২৮ জানুয়ারি
২ বছর আগে
বছরের আলোচিত ৫ বাংলা ওয়েব সিরিজ
দেশের দর্শকদের কাছে ওয়েব সিরিজের ব্যাপক জনপ্রিয়তা বেড়েছে ২০২০ সালের মহামারি করোনার মধ্যে। তবে সেই তালিকায় ছিল সব বিদেশি কনটেন্ট। তবে বিশ্বজুড়ে ওয়েব সিরিজ নির্মাণের যে প্রতিযোগিতা সেখানে পিঁছিয়ে থাকেনি বাংলাদেশ। ২০২১ সালে যা আরও ব্যাপক আকার ধারণ করে। দেশে চলতি বছর অনেকগুলো বাংলা ওয়েব সিরিজ নির্মাণ হয়েছে, পাশাপাশি এর জনপ্রিয়তার তালিকাটিও দীর্ঘ। এমন পাঁচটি ওয়েব সিরিজ নিয়ে আজকের আলোচনা।
২ বছর আগে
করোনা আক্রান্ত ফারুকী, তিশা’র নেগেটিভ
জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী করোনা আক্রান্ত হয়েছেন।
শনিবার (৩১ জুলাই) ফারুকী তার অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি শেয়ার করেছেন।
ফারুকী লিখেন, ‘সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে মেনে চলার পরও আমি পজিটিভ! তাই সবাই দয়া করে নিজের যত্ন নিন এবং আপনার মনোবল দৃঢ় রাখুন।’
পড়ুন: বাঁধাধরা নিয়ম ভেঙে নতুন উচ্চতায় তাসনুভা আনান শিশির
ফারুকীর কোভিড পজিটিভ আসলেও তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার নেগেটিভ এসেছে।
তিশা জানান, ফারুকী বর্তমানে বাসায় অবস্থান করছেন এবং তিনি সুস্থ আছেন।
শুক্রবার এই দম্পতির কোভিড পরীক্ষা করা হয়েছিল।
এর আগে, ২৬ জুলাই ফারুকী টিকার প্রথম ডোজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
পড়ুন: সমালোচনার মুখে ইউটিউব থেকে ‘ঘটনা সত্য’ সরিয়ে নিলো সিএমভি
পর্নোগ্রাফি সিনেমা তৈরির অভিযোগে শিল্পা শেঠির স্বামী গ্রেপ্তার
৩ বছর আগে