অভিনেতা মোশাররফ করিমের জন্মদিন উপলক্ষে ফেসবুকে ‘ক্যারম’ নাটক নিয়ে এক স্মৃতিচারণ করেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
সেখানে তিনি আরও উল্লেখ করেন ‘ক্যারম’-এর স্ক্রিপ্টের জন্য অভিনেতা কচি খন্দকারকে ক্রেডিট দেয়ার কথা।
ফারুকী লেখেন, ‘শুটিংয়ের বাড়ির ক্যারম টুর্নামেন্ট। আমি আর আমরা সব ভাই-বেরাদর এক সাথে থাকতাম সেখানে- এটা সবাই জানেন। সেই আবাসিক ক্যাম্পে আমরা আবিষ্কার করি কচি খন্দকার মোটামুটি আমার ছোটবেলার বুড়ো ভার্সন। তখন আমরা প্রতি খেলায় হারার পর কচিকে অত্যাচার করার নানা সৃজনশীল উপায় আবিষ্কার করি। এবং কচি খেপেখুপে প্রায় প্রতিদিনই আমাদের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার উপক্রম হয়। আমি ঠিক করলাম এই সব নিয়েই ক্যারম নামে একটা টেলিফিল্ম বানাবো এবং কচি খন্দকারের প্রতি অত্যাচারের প্রতিদান হিসাবে তাকে স্ক্রিপ্ট রাইটার ক্রেডিট দেই। যদিও স্ক্রিপ্ট লেখা সেশনের সাথে তার আদতে কোনো সংস্পর্শ ছিলো না।’
এমন স্ট্যাটাসে হতবাক হয়েছেন অভিনেতা কচি খন্দকার। পরবর্তী তিনি ফেসবুকে এক স্ট্যাটাসের মধ্য দিয়ে ঘটনাটি মিথ্যাচার দাবি করে লেখেন, ‘মিথ্যা ক্রেডিট নিয়ে আমি মরতে চাই না। এই ক্যারাম লেখায় আমার নাকি কোনো ভূমিকা নাই। কিন্তু ঘটনা হাজার বছর আগের না, এই মাত্র সেদিনের কথা। ভাইব্রাদার জীবিত সবাই প্রায় জানে, তাদের সামনেই আমি আমার ক্যারামের স্ক্রিপ্ট পড়ি। এটাই সত্য ইতিহাস, এর মধ্যে কোনো মিথ্যাচার নাই।’
আরও পড়ুন: ফিল্মমেকিংয়ের চেয়ে বড় কোনো অপরাধ তো আর নাই: ফারুকী