পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত
লকডাউন বাড়ানো নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
আগামী ৫ আগস্টের পর লকডাউনের মেয়াদ বাড়ানো হবে কিনা তা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে বলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন।
তিনি বলেন, ‘৫ আগস্টের পর লকডাউন নিয়ে কি সিদ্ধান্ত আসবে এ বিষয়ে এখনো প্রধানমন্ত্রীর কাছে থেকে নির্দশনা পাইনি। লকডাউন নিয়ে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিব আমরা।’
শনিবার (৩১ জুলাই) ইউএনবিকে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হয়ত ৩ অথবা ৪ আগস্টে নির্দশনা দিতে পারেন। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত জানালে, আমরা আগামী ৩ আগস্ট সিদ্ধান্ত জানানোর চেষ্টা করবো, ওইদিন না পারলে ৪ আগস্ট জানিয়ে দিব।
তিনি বলেন, আপাতত রপ্তানিমুখী শিল্প কলকারখানা খুলে দিচ্ছি সেটাও সীমিত পরিসরে।
আরও পড়ুন: দেশে পৌঁছেছে অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৮ লাখ টিকা
লকডাউন বৃদ্ধির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর বাড়ানোর সুপারিশ করেছে এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, লকডাউন বাড়ানোর বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্নজন সুপারিশ করেছেন। সংক্রমণ কমাতে গেলে আমাদের যেসব বিকল্পগুলো আছে সেগুলো আমরা চিন্তা করছি। সার্বিক বিষয়ে যথাসময়েই সিদ্ধান্ত জানতে পারবেন।
দেশে করোনা পরিস্থিতি:
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মাঝে গেলো ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১২ জনের। এসময় করোনা শনাক্ত হয়েছে আরও ১৩ হাজার ৮৬২ জনের।
নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৪৬৭ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৪০ হাজার ১১৫ জন।
পড়ুন: পাটুরিয়াঘাট দিয়ে ঢাকায় ছুটছে মানুষ
বিধিনিষেধের মধ্যে শিল্প কারখানা খুললে আইনানুগ ব্যবস্থা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার শতকরা ৩০.৭৭ শতাংশ।
এই পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার ১.৬৫ শতাংশ। সুস্থ হয়েছেন ১০ লাখ ৬৪ হাজার ১৯৫ জন। দেশে সুস্থতার হার ৮৫. ৮১ শতাংশ।
৩ বছর আগে