ঢাকা-আরিচা
সাভার মহাসড়কে মিলল ছিন্নবিচ্ছিন্ন লাশ
সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক থেকে এক ব্যক্তির ছিন্নবিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মহাসড়কের আরিচাগামী লেনে জাহাঙ্গীরনগর প্রান্তিকগেট ও বিশমাইল গেটের মাঝামাঝি ঢালু থেকে এ লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সাভারে ভবনের ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু
নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হাসান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি।
তিনি আরও বলেন, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন অংশ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনা কীভাবে ঘটেছে তার তদন্ত করা হচ্ছে।
আরও পড়ুন: সাভারে ১৬ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার
সাভারে ছুরিকাঘাতে ডিবির এএসআই গুরুতর আহত
১ বছর আগে
ঢাকা-আরিচা মহাসড়কে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ঢাকার ধামরাইয়ে এক পা বিচ্ছিন্ন অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ডাউটিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে সাভার হাইওয়ে পুলিশ।
পুলিশ ধারণা করছে যে নিহতের বয়স ৩৫ বছর হতে পারে।
সাভার হাইওয়ে থানা পুলিশ জানায়, শুক্রবার রাতের কোনো এক সময় যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে অপহরণের ২ দিন পর যুবকের লাশ উদ্ধার
সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি এবং তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন।
ওসি আরও জানায়, এখনও নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: সিলেটে স্কুল শিক্ষিকা, গৃহকর্মীর লাশ উদ্ধার নিয়ে রহস্য!
১ বছর আগে
মানিকগঞ্জে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
মানিকগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ব্র্যাক কর্মকর্তা জগদীশ রায় (৩৬) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জগদীশ রায় দিনাজপুরের খানসামা উপজেলার যোখিরগোপা এলাকার ছত্র মোহন রায়ের ছেলে এবং ঘিওর উপজেলায় ব্র্যাকের বানিয়াজুরী শাখার সহকারী ব্যবস্থাপক ছিলেন।
আরও পড়ুন: মানিকগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
গোড়লা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুল ইসলাম জানান, জরুরি কাজে দুপুরে মোটরসাইকেল যোগে মানিকগঞ্জ শহরে যাচ্ছিলেন জগদীশ রায়। ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলা পরিষদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পরিবহন তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: মৌলভীবাজারে বাসচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
৩ বছর আগে
মানিকগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে প্রাইভেটকারের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত ও অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার পাচুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুর রহমান (৩২) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের আবুল খায়েরের ছেলে। দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী উজ্জল হোসেন (৩৫) ও তার স্ত্রী রেশমা বেগমকে (২৮) গুরুতর আহত অবস্থায় মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: মানিকগঞ্জে ট্রাক চাপায় গৃহবধূ নিহত
ঘিওর থানা পুলিশ জানায়, বিকেলে সাইদুর তার খালাতো বোন রেশমা ও তার স্বামী উজ্জলকে নিয়ে সাভারের একটি গার্মেন্টস এ নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে পাচুরিয়া এলাকায় তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে অজ্ঞাত একটি প্রাইভেটকার চাপা দেয়।
আরও পড়ুন: মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, শনাক্ত প্রায় ৫০ শতাংশ
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়। গুরুতর আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
৩ বছর আগে