ষড়যন্ত্রকারীদের নাম
বঙ্গবন্ধু হত্যায় ষড়যন্ত্রকারীদের নাম একদিন বের হবে: প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু হত্যার পেছনে ষড়যন্ত্রকারীদের নাম একদিন বের হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বলেছেন, খোন্দকার মোস্তাক এবং জিয়াউর রহমানের মধ্যে সম্পৃক্ততা ছিল।
তিনি বলেন, ‘হত্যার বিচার করা হয়েছে কিন্তু এর পেছনে কে ষড়যন্ত্র করেছে তা এখনও উদঘাটিত হয়নি। একদিন নিশ্চয়ই এটি বের হবে।’
বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত ধানমন্ডি-৩২-এ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সংলগ্ন স্বেচ্ছায় রক্ত, প্লাজমা দান ও খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কৃষক লীগ এই কর্মসূচির আয়োজন করে।
পড়ুন: আগস্ট: বাঙালির শোকের মাস শুরু
ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা বলেন, আমাদের প্রধান কাজ ছিল বঙ্গবন্ধু হত্যার সাথে সরাসরি জড়িত খুনিদের বিচারের আওতায় আনা এবং দেশ ও জনগণের বিষয়ে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করা।
বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা বলেন, ‘ষড়যন্ত্রের পেছনে কারা ছিল সে পথে না গিয়ে আমার প্রথম অগ্রাধিকার ছিল দরিদ্র এবং ক্ষুধার্ত মানুষের ভাগ্য পরিবর্তন করা এবং তাদের জীবন-মান উন্নত করা।’
তিনি বলেন, ‘আমি বাংলাদেশের মানুষের মুখে হাসি দেখতে চাই এবং তাদের ভাগ্য পরিবর্তন করতে চাই। আমি চাই বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হয়ে বিশ্বদরবারে মাথা উঁচু করে এগিয়ে যাক।’
১৫ আগস্ট হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি ১৫ আগস্ট হত্যাকাণ্ডের পর রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল।
পড়ুন: স্বাধীনতা ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রমাণ করে ১৫ আগস্ট ও জেল হত্যা: প্রধানমন্ত্রী
৫ আগস্টের পরও বিধিনিষেধ বহালের সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের
৩ বছর আগে