প্রাভা হেলথ কেয়ার
প্রাভা হেলথ কেয়ারের কার্যক্রম বন্ধের নির্দেশ
বিভিন্ন অনিয়মের অভিযোগে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রাভা হেলথ কেয়ারের সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার রাতে ফোনে এই বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেন।
নাসিমা সুলতানা বলেন, প্রাভা হেলথ কেয়ারের বিরুদ্ধে নানা অভিযোগ আসে। পরে আমরা তদন্ত সাপেক্ষে তাদের সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছি।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রাভা হেলথ কেয়ারের বিরুদ্ধে করোনার নমুনা পরীক্ষার ভুল রিপোর্ট প্রদানসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ।
প্রাভা হেলথ কেয়ার টেলিমেডিসিনের পাশাপাশি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে আসছিল।
আরও পড়ুন: দেশে করোনায় মৃত্যু ২১ হাজার ছাড়াল
টিকা নেয়া করোনা রোগীদের হাসপাতালে ভর্তি ও মৃত্যু ঝুঁকি কম: আইইডিসিআরের গবেষণা
৩ বছর আগে