ছিনতাইকারী চক্র
রাজধানীতে ছিনতাইকারী চক্রের ৩১ সদস্য আটক: র্যাব
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার রাতে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৩১ সদস্যকে আটকের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে রাজধানীর মতিঝিল, শাহবাগ, সবুজবাগ, পল্টন, যাত্রাবাড়ী ও বংশাল এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারীদের আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে আটকদের কাছ থেকে তিনটি অ্যান্টি-কাটার, ১৪টি ব্লেড, দুটি ছুরি, চারটি সুইচ গিয়ার, ৩৭টি মোবাইল, ছিনতাইয়ে ব্যবহৃত কিছু অস্ত্র ও নগদ ২৭ হাজার ৭৩ টাকা জব্দ করেছে র্যাব।
আরও পড়ুন: চাঁদপুরে লঞ্চে ছুরিকাঘাতে যাত্রী নিহত, আটক ৮
বরগুনায় ৩ আলোকচিত্র সাংবাদিকের ওপর হামলা, আটক ২
২ বছর আগে
নারায়ণগঞ্জে ‘ছিনতাইকারী চক্রের’ ছুরিকাঘাতে নিহত ১
নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া এলাকায় দূর্বৃত্তদের ছুরিকাঘাতে সুমন ঢালী (২৫) নামে এক হোসিয়ারি শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকেল তিনটায় ছুরিকাঘাতের পর আহত সুমনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত সুমন নগরীর দেওভোগ পাক্কা রোড এলাকার গার্মেন্টস গলির ভেতরে ভাড়াটে বাড়ির বাসিন্দা আবদুর রহিমের ছেলে। পুলিশ ও স্বজনদের ধারণা, ছিনতাইকারী চক্রের কবলে পড়ে ছুরিকাঘাতে আহত হয়ে সুমন নিহত হয়েছেন। তবে এ ঘটনার ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি সদর থানা পুলিশ।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মিলল বোমা ও রিমোট কন্ট্রোল, গ্রেপ্তার ১
নিহতের সুমনের ছোট বোন সুবর্ণা ও বন্ধু জামাল হোসেন জানান, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান সুমন ফতুল্লার শিবু মার্কেট এলাকায় একটি হোসিয়ারি কারখানায় কাজ করতো। চলমান লকডাউনের কারণে তিনি বেকার হয়ে পড়েন। তবে অভাব অনটনের কারণে কাজের সন্ধানে এদিক সেদিক ঘুরে বেড়াতেন।
মঙ্গলবার দুপুর দুইটায় বাসা থেকে বের হন। বিকেল তিনটার সময় মন্ডলপাড়া এলাকায় তিনি ছিনতাইকারী চক্রের কবলে পড়ে। এসময় ছিনতাইকারীরা তার পেটে ছরিকাঘাত করে পালিয়ে যায়।
প্রথমে তাকে সদর জেনারেল হাসপাতালে এবং পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার হয়। খবর পেয়ে আহত সুমনের বন্ধু জামাল হোসেন ও সুবর্ণাসহ নিকট আত্মীয় স্বজনরা এসে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের তদন্ত ‘আইওয়াশ’: বিএনপি
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, নিহত সুমনের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত সম্পন্ন হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে বিকেল তিনটায় সদর থানার নিকটবর্তী শহরের প্রাণকেন্দ্র এলাকায় সুমন নামে হোসিয়ারি শ্রমিককে ছিনতাইকারী চক্র ছুরিকাঘাত করলেও রাত দশটায় এ ব্যাপারে পুলিশ কোনও তথ্য দিতে পারেনি।
জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামাল বলেন, সুমন নামে ছুরিকাঘাতে ফলে আহত এক যুবককে ফতুল্লার ইসদাইর এলাকা থেকে সদর জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে শুনে আমরা খোঁজ খবর নেওয়া শুরু করি। তবে মন্ডলপাড়াসহ বিভিন্ন স্থানে পুলিশ পাঠিয়ে কোন সত্যতা পাইনি। তবে আমাদের খোঁজ খবর নেয়ার কাজ অব্যাহত রয়েছে।
৩ বছর আগে