রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার রাতে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৩১ সদস্যকে আটকের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে রাজধানীর মতিঝিল, শাহবাগ, সবুজবাগ, পল্টন, যাত্রাবাড়ী ও বংশাল এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারীদের আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে আটকদের কাছ থেকে তিনটি অ্যান্টি-কাটার, ১৪টি ব্লেড, দুটি ছুরি, চারটি সুইচ গিয়ার, ৩৭টি মোবাইল, ছিনতাইয়ে ব্যবহৃত কিছু অস্ত্র ও নগদ ২৭ হাজার ৭৩ টাকা জব্দ করেছে র্যাব।