ময়না তদন্ত
চাটমোহরে বিল থেকে যুবকের লাশ উদ্ধার
পাবনার চাটমোহরে বিল থেকে লিমন হোসেন (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের শাংকিভাঙ্গা বিলের চিকনাই নদীতে এ ঘটনা ঘটে।
নিহত লিমন উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামের দুলাল হোসেনের ছেলে।
এলাকাবাসীর তথ্যে জানা গেছে, যুবক লিমন বিয়ের পর থেকে তার শশুরবাড়ি ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালীতে থাকতো। সেখানে থাকা অবস্থায় তার স্ত্রী এবং শশুরবাড়ির লোকদের সঙ্গে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এসকল কারণে গত কয়েকদিন সে তার শশুরবাড়িতেও যায়নি। শুক্রবার বিকেলে এলাকাবাসী বিলে যাতায়াত করার মূহুর্তে বিলের পারে তার লাশ দেখে থানায় খরব দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেছে।
শনিবার সকালে ময়না তদন্তের জন্য লাশ পাবনা মর্গে পাঠানো হয়েছে। কেন কি কারণে তার মৃত্যু হলো পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ভুট্টা খেত থেকে যুবকের লাশ উদ্ধার
বিরামপুরে আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার
২ বছর আগে
নারায়ণগঞ্জে ‘ছিনতাইকারী চক্রের’ ছুরিকাঘাতে নিহত ১
নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া এলাকায় দূর্বৃত্তদের ছুরিকাঘাতে সুমন ঢালী (২৫) নামে এক হোসিয়ারি শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকেল তিনটায় ছুরিকাঘাতের পর আহত সুমনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত সুমন নগরীর দেওভোগ পাক্কা রোড এলাকার গার্মেন্টস গলির ভেতরে ভাড়াটে বাড়ির বাসিন্দা আবদুর রহিমের ছেলে। পুলিশ ও স্বজনদের ধারণা, ছিনতাইকারী চক্রের কবলে পড়ে ছুরিকাঘাতে আহত হয়ে সুমন নিহত হয়েছেন। তবে এ ঘটনার ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি সদর থানা পুলিশ।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মিলল বোমা ও রিমোট কন্ট্রোল, গ্রেপ্তার ১
নিহতের সুমনের ছোট বোন সুবর্ণা ও বন্ধু জামাল হোসেন জানান, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান সুমন ফতুল্লার শিবু মার্কেট এলাকায় একটি হোসিয়ারি কারখানায় কাজ করতো। চলমান লকডাউনের কারণে তিনি বেকার হয়ে পড়েন। তবে অভাব অনটনের কারণে কাজের সন্ধানে এদিক সেদিক ঘুরে বেড়াতেন।
মঙ্গলবার দুপুর দুইটায় বাসা থেকে বের হন। বিকেল তিনটার সময় মন্ডলপাড়া এলাকায় তিনি ছিনতাইকারী চক্রের কবলে পড়ে। এসময় ছিনতাইকারীরা তার পেটে ছরিকাঘাত করে পালিয়ে যায়।
প্রথমে তাকে সদর জেনারেল হাসপাতালে এবং পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার হয়। খবর পেয়ে আহত সুমনের বন্ধু জামাল হোসেন ও সুবর্ণাসহ নিকট আত্মীয় স্বজনরা এসে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের তদন্ত ‘আইওয়াশ’: বিএনপি
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, নিহত সুমনের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত সম্পন্ন হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে বিকেল তিনটায় সদর থানার নিকটবর্তী শহরের প্রাণকেন্দ্র এলাকায় সুমন নামে হোসিয়ারি শ্রমিককে ছিনতাইকারী চক্র ছুরিকাঘাত করলেও রাত দশটায় এ ব্যাপারে পুলিশ কোনও তথ্য দিতে পারেনি।
জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামাল বলেন, সুমন নামে ছুরিকাঘাতে ফলে আহত এক যুবককে ফতুল্লার ইসদাইর এলাকা থেকে সদর জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে শুনে আমরা খোঁজ খবর নেওয়া শুরু করি। তবে মন্ডলপাড়াসহ বিভিন্ন স্থানে পুলিশ পাঠিয়ে কোন সত্যতা পাইনি। তবে আমাদের খোঁজ খবর নেয়ার কাজ অব্যাহত রয়েছে।
৩ বছর আগে